Job Recruitment – পুরুষ ও মহিলা উভয়ই করতে পারবেন আবেদন। জানুন আবেদনের পদ্ধতি।

সম্প্রতি ভোটের আগে আবার চাকরিপ্রার্থীদের চাকরির (Job Recruitment) খবর জারি হল। এবারের সরকার ভোটের দারুন তোরজোর শুরু করেছে। সম্প্রতি একের পর এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গে জেলায় ব্লক উন্নয়ন আধিকারিক অফিস মারফত কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সব থেকে বড় কথা এই পোস্টটির জন্য শুধুমাত্র মহিলারাই নয় একই সাথে পুরুষ চাকরিপ্রার্থীরাও আবেদন যোগ্য।

Mid Day Meal Job Recruitment

তবে এই Job Recruitment এ আবেদনের জন্য লাগছে বিশেষ কিছু তথ্য। সাথে সাথে এই পোস্টটির জন্য লাগছে বিশেষ শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনেনি বিশেষ এই পদে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, ইন্টারভিউ এর সময় ও তারিখ, বয়সসীমা, নিম্নতম যোগ্যতা সহ মাসিক বেতন।

মাত্র উচ্চমাধ্যমিক পাশে হবে কর্মী নিয়োগ, আজই করুন এই পোস্টের জন্য আবেদন।

মিড-ডে-মিল ভ্যাকান্সির এই পদটির নাম হল Block Level Supervisor বা ব্লক লেভেল সুপারভাইসর। ব্লক লেভেল সুপারভাইসর পদের নিয়োগ সংস্থার নাম হল গালসি-1 দেভ.ব্লক, বুদবুদ (পূর্ব বর্ধমান) Galsi-I Dev.Block, budbud (Purba Bardhaman). তবে এখানে নির্বাচনটি হবে সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে। যোগ্য চাকরিপ্রার্থীরা যথা সম্ভব শীঘ্রই আবেদনটি করে ফেলুন।

আবেদনের পদ্ধতি
১) ইচ্ছুক প্রার্থীদের আবেদনের কোনো মারফৎ নেই। অনলাইন বা অফলাইন কোনো ভাবেই আবেদন করা যাবেনা।
২) এক্ষেত্রে প্রার্থীদের একটি রিসিউমে বা বায়োডাটা তৈরি করতে হবে।
৩) বায়োডাটা সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে রাখতে হবে।
৪) Job Recruitment সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরে 18-50 বছরের মধ্যে কর্মী

আবেদনের আরও কিছু তথ্য
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
২) ব্লক লেভেল সুপারভাইসর পদে আবেদন করে সিলেক্ট হলে আপনি মাসিক 10000 টাকা পাবেন।
৩) বিশেষ কিছু তথ্য জানতে purbabardhaman.nic.in পোর্টালে দেখুন।
৪) যেকোনো পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে কম্পিউটার সম্পর্কে সাধারন ধারনা থাকা আবশ্যক।

Leave a Comment