Job vacancy – রাজ্যে লোকসভা ভোটের আগে কর্মসংস্থানের সুযোগ! জেনে নিন কোথায় হবে কর্মী নিয়োগ।

সম্প্রতি একটি Job vacancy র ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্ন প্রধান মমতা ব্যানার্জি মহিলাদের নিয়ে শুরু থেকেই তৎপর। মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগে পড়াশোনার জন্য তিনি অনেক আগে থেকেই শিক্ষাশ্রী, কন্যাশ্রী,নানা ধরনের প্রকল্প ও স্কলারশিপ দিয়েছেন। এছাড়াও বিবাহিত মহিলাদের হাত খরচা বাবদ তিনি 500 টাকা করে দিতেন যা 2024 সালে আরও 500 বেড়ে দাঁড়িয়েছে 1000. সুতরাং বোঝাই যাচ্ছে তিনি মহিলাদের ঊর্ধ্বগামী করারা বিষয়ে বিশেষ নজর দিয়েছেন।

Job vacancy in West Bengal

2024 এ লোকসভা ভোট। এই ভোটকে ঘিরেই সবার যত জল্পনা কল্পনা। ভোটের আগে মমতা সরকারের কোনো বিশেষ উদ্যোগ থাকবেনা টা হতেই পারেনা, বিশেষ করে মহিলাদের জন্য। যেসব ব্যক্তি এতদিন একটা চাকরির (Job vacancy) আশায় বা সন্ধানে এতদিন দিশেহারা হয়ে পথে পথে ঘুরেছেন, তাদের অপেক্ষার অবসান হবে। তাদের এবার কর্ম সংস্থানের সুযোগ করে দিচ্ছে মমতা সরকার। বিপুল হারে কর্মী নিয়োগ করা হবে।

 পুরুষ ও মহিলা উভয়ই করতে পারবেন আবেদন। জানুন আবেদনের পদ্ধতি।

সম্প্রতি বীরভূমের সিউড়িতে একটি জনসভা করেন তৃণমূল  এই জনসভা থেকেই Job vacancy র ঘোষণা করেন। মমতা জানান, এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা অনেক কাজ করে থাকেন। যে কারণে সরকারের যে সকল জিনিস প্রয়োজন হয় সেই সকল জিনিস এই তাঁতি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের থেকে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন পাতি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা।

রাজ্যের একাধিক জায়গায় খুলতে চলেছে বিগ বাজার। এই বিগ বাজারে থাকবে একাধিক দোকান পাট, যেখানে স্বেচ্ছাকৃত ব্যক্তি স্বইচ্ছায় দ্রব্য বিক্রি করতে পারবেন। এর ফলে তাদের মধ্যে কর্ম সংস্থানের জায়গা তৈরি হবে। বিগ বাজার যেহেতু একাধিক স্থানে ওপেন হচ্ছে এবং এখানে একের অধিক অনেক সংখ্যক দোকান থাকে তাই অনেক মহিলারাই নিজেদের কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারবেন।

পশ্চিমবঙ্গে 1 লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন।

এখানেই শেষ নয়, তিনি আরও জানান যারা বিগ বাজারে স্বেচ্ছায় দ্রব্য বিক্রি করছেন তাদের সরকারের তরফ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এতে উপকৃত হবে একাধিক মানুষ। এই ঘোষণার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলের মধ্যে এক আশার উদ্বেগ সৃষ্টি করেছেন। কর্ম সন্সথান পাবে এই আশার এক বীজ বপন করেছেন তিনি।

Leave a Comment