WB Kanyashree Recruitment: কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজার পদে নিয়োগ! মাসে 11,000 টাকা বেতন! আবেদন অনলাইনে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির খবর। আপনাদের জন্য আবার একটি সুখবর। এই খবরটি কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ(Kanyashree Recruitment). পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা এই নিয়োগের অংশ হতে পারেন(WB Kanyashree Recruitment). পুরুষ ও মহিলা নির্বিশেষে আবেদন করা যাবে। ‌তবে প্রত্যেকটি নিয়োগের মত এখানেও রয়েছে বেশ কিছু নিয়ম কানুন। কারা কিভাবে আবেদন জানাতে পারবেন, আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্যসমূহ জেনে নেওয়া যাক।

WB Kanyashree Recruitment 2024

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প বিগত কয়েক বছরে রাজ্য সরকার সূত্রে চালু হওয়া অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প। এবার এই প্রকল্পেই কর্মী নিয়োগ হচ্ছে(WB Kanyashree Recruitment). প্রার্থী নিয়োগ হবে ডেটা ম্যানেজার পদে। কম্পিউটার যেন প্রার্থীরা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন। ‌আর এই নিয়োগের অংশ হতে আপনাদের কি কি যোগ্যতা, নিয়ম কানুন মানতে হবে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হল(WB Kanyashree Recruitment). আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।

LIC-তে কর্মখালির বিজ্ঞপ্তি জারি! উচ্চমাধ্যমিক পাশে চাকরি! নতুন নিয়োগে আবেদন কিভাবে? জানুন

WB Kanyashree Recruitment Details 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি(WB Kanyashree Recruitment) হয়েছে। বেশ কিছু শূন্যপদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া। আপনারা যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অবশ্যই পড়ে নেবেন মূল বিজ্ঞপ্তি। অফিসিয়াল নোটিফিকেশনে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। ‌

২) শিক্ষাগত যোগ্যতা

কন্যাশ্রী প্রকল্পের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্নাতক পাশ প্রার্থীদের চাকরি দেওয়া হবে। ‌এই নিয়োগে যারা অংশগ্রহণ করবেন, কম্পিউটার বিষয়ে তাঁদের যথাযথ জ্ঞান এবং সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া প্রার্থীদের টাইপিং স্পিডে দক্ষ হতে হবে, তাঁদের প্রতি মিনিটে ৩০ টা শব্দ টাইপ করতে হবে।

ফ্লিপকার্ট ইন্টার্নশিপে প্রচুর যুবক-যুবতীর কাজের সুযোগ! মাসে 22,000/- টাকা বেতন! অনলাইনে জমা দিন আবেদন

৩) বয়সসীমা

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, কন্যাশ্রী প্রকল্পে যারা চাকরির জন্য আবেদন করতে চান তাঁদের বয়স হতে হবে ০১/০১/২০২৪ তারিখ ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।‌ এই নিয়ম প্রযোজ্য সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে। ‌

৪) মাসিক বেতন

কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার পদে চাকরি পাওয়া প্রার্থীদের প্রতি মাসের বেতন হবে যথেষ্ট ভালো। চাকরি পাওয়া প্রার্থীদের প্রতি মাসের বেতন হবে ১১ হাজার টাকা। এছাড়াও থাকছে প্রার্থীদের জন্য অন্যান্য সকল সুযোগ-সুবিধা।

৫) আবেদন জানাবেন কিভাবে

  • আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।‌
  • তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এর পরের ধাপে অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন।‌
  • আবেদনপত্রের প্রতিটি তথ্য যথাযথ ভাবে উল্লেখ করবেন। কোন তথ্য যেন ভুল না হয়।
  • আবেদনপত্রটি সঠিক ভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্টগুলি যেগুলি যাওয়া হয়েছে সেগুলি জমা দিন।‌
  • এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন।‌
  • অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন। এটি পরবর্তীতে দরকার হতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখুন।

৫) আবেদনের সময়সীমা

ইতোমধ্যে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন গ্রহণ চলবে ২০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। ‌এছাড়াও নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটি পড়ে নেবেন।

৬) নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে প্রার্থীদের বেছে নেওয়া হবে তিনটি ধাপের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে। ‌যার মধ্যে প্রথম ধাপে নেওয়া হবে লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে নেওয়া হবে কম্পিউটার টেস্ট, আর তৃতীয় ধাপে নেওয়া হবে ইন্টারভিউ। সব মিলিয়ে যারা সিলেক্টেড হবেন তাঁদের নির্দিষ্ট শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।