কেন্দ্রীয় সরকার ভারতবাসীর জন্য বেশ কিছু নামকরা স্কিমের সূচনা করেছে(Government Scheme). যে প্রকল্পগুলির সহায়তায় উপকৃত হচ্ছেন লাখ লাখ জনসাধারণ। আজকে আমরা আলোচনা করব এমনই একটি প্রকল্প সম্পর্কে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে (Government Scheme) আপনি প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন। ভারত সরকার কোন স্কিমে এমন সুযোগ দিচ্ছে? কারা এই প্রকল্পে আবেদন করে উপকৃত হবেন? বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
দারুণ খবর! মাসে মাসে 5000 টাকা করে দিচ্ছে সরকার! বেকার যুবক-যুবতীরা আবেদন করুন
Kisan Mandhan Yojana Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকার ও ভারতের বিভিন্ন রাজ্যের সরকার যেমন জনসাধারণের স্বার্থে বেশ কিছু প্রকল্প শুরু করেছে, তেমনি ভারত সরকার এক নতুন স্কিম শুরু করেছে(Government Scheme). যে প্রকল্পের নাম কিষান মনধন যোজনা(Kisan Mandhana Yojana Scheme). আপনিও স্কিমের সুবিধা পেতে পারেন। প্রতিমাসে পেতে পারেন তিন হাজার টাকা। শুধু জেনে নিতে হবে প্রকল্পের নিয়ম প্রকল্পে আবেদন যোগ্যতা, কিভাবে আবেদন জমা করবেন, কবে পর্যন্ত আবেদন জমা করা যাবে এই বিষয়গুলি সম্পর্কে। আসুন তবে বিস্তারিত জানা যাক।
কৃষি প্রধান দেশ ভারতবর্ষের অন্নদাতা কৃষকদের জন্য ভারত সরকার শুরু করেছে কিষান মনধন যোজনা(Kisan Mandhan Yojana Scheme). এই প্রকল্পের আবেদনকারীদের তাই কৃষক হতে হবে। আবেদন জানাতে পারবেন ১৮ থেকে ৪০ বছর বয়সীরা। তাঁরা প্রকল্পের সুবিধা উপভোগ করতে এখানে সঞ্চয় করতে পারবেন। আসলে কিষাণ মানধন যোজনা (Kisan Mandhan Yojana Scheme) হল একটি সঞ্চয় প্রকল্প।
এই প্রকল্পে গ্রাহকদের অর্থ সঞ্চয় করতে হয়। টাকা জমা করতে হয় ৬০ বছর পর্যন্ত। তারপর যখন গ্রাহকের যখন কৃষকের বয়স হয় ৬০ বছর, তখন থেকে তিনি প্রতিমাসে পেনশন হিসেবে পাবেন তিন হাজার টাকা। আর যদি কোনো কৃষক মারা যান তবে তাঁর স্ত্রী পেয়ে যাবেন নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ টাকা পাবেন প্রতি মাসের জন্য।
অর্থাৎ তিনি এই প্রকল্পের আওতায় দেড় হাজার টাকা করে পাবেন প্রতিমাসে। একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে সারা দেশের প্রায় ১৯ লক্ষ ৪৭ হাজার ৫৮৮ জন কৃষক কেন্দ্রের কিষান মনধন যোজনা স্কিমের সুবিধা ভোগ করছেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে টাকা পরিচালনা করে কেন্দ্রীয় সরকার জীবন বীমা কর্পোরেশন।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর! ডিসেম্বরের আগে প্রকল্পের টাকা পাবেন না! নতুন আপডেট জানিয়ে দিল সরকার
Kisan Mandhan Yojana Eligibility
আপনি যদি কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। প্রকল্পের আবেদনকারীকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পেনশন তহবিলে। এই প্রকল্পের আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এর পাশাপাশি, স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারী কৃষক দের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করার পর মোটামুটি প্রায় ২৯ বছর বয়স নাগাদ প্রতিমাসে ১০০ টাকা করে রাখতে হবে।
Kisan Mandhan Yojana Application
আপনি অনলাইনের মাধ্যমে কিষান মনধন যোজনা স্কিমে আবেদন করতে পারেন। কিষাণ মানধন যোজনায় আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর ওয়েব সাইটে থাকা নির্দিষ্ট ফর্মটি নিজের সঠিক তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর জমা করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস। আর তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন হবে। এছাড়া আপনি অফলাইনেও স্কিমের জন্য আবেদন জমা করতে পারেন। সরকারের এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।