দুর্গা পূজা ২০২৩ এর নির্ঘণ্ট সম্পর্কে জেনে নিন এখনই।

রথের সময় থেকেই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ক্লাবগুলি দুর্গাপুজোর আয়োজন করতে চলেছেন তাদের খুঁটিপুজো সারা হয়ে যায়। তবে শুধুমাত্র খুঁটিপুজো নয়, রথের সময় থেকেই দুর্গাপুজোয় কোন ক্লাবের কি মন্ডপ সজ্জা হবে, কোথায় কি ধরনের লাইটিং হতে চলেছে, এমনকি সমগ্র দুর্গাপূজোয় কোন ক্লাবের তরফে কি কি উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হবে তাও নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ এক কথায় বলা চলে রথের রশিতে টান পড়লেই বাঙালির দুর্গাপুজোর জন্য অপেক্ষা এবং আলোচনা যেন আরো বেড়ে যায়। আর দুর্গাপূজো নিয়ে অপেক্ষা, আলোচনা বাড়ল মানেই আগামী দিনে কবে মহালয়া হতে চলেছে কবে থেকে দুর্গাপূজা হতে চলেছে তার খোঁজখবর নেওয়া শুরু হয়ে যায়। আর এই নিয়মের কোনরূপ অন্যথা না করে বর্তমান বছরে কবে মহালয়া হতে চলেছে, কবে থেকে পুজো শুরু হতে চলেছে, মা দুর্গার আগমন কিভাবে হতে চলেছে তা নিয়ে সমগ্র বাঙালি সমাজে আলোচনা শুরু হয়ে গেছে। যার কারণে আজকের এই বিশেষ পোস্টে আমরা দুর্গাপুজোর নির্ঘণ্ট নিয়ে আলোচনা করতে চলেছি।

কবে মহালয়া আয়োজিত হতে চলেছে?

বাঙালির ক্যালেন্ডার অনুসারে মহালয়ার মধ্যে দিয়েই দেবীপক্ষের সূচনা হয়ে যায়। আর দেবী পক্ষের সূচনা মানেই হাতের নাগালে দুর্গাপুজো। যার কারণে মহালয়ার মধ্যে দিয়ে বাঙালির পুজো একপ্রকার শুরু হয়ে যায় তা বলা চলে। এক্ষেত্রে চলতি বছরের ১৪ ই অক্টোবর তারিখে মহালয়া পড়েছে অর্থাৎ ১৪ ই অক্টোবর থেকে দেবী পক্ষের সূচনা হয়ে যাচ্ছে।

আরও পড়ুন:- নতুন নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা সম্ভব, জেনে নিন

দুর্গাপুজো কবে থেকে শুরু হতে চলেছে?

পঞ্জিকা অনুসারে, ২০ শে অক্টোবর ২ রা কার্তিক শুক্রবার মহা ষষ্ঠী অর্থাৎ ২০ শে অক্টোবর মায়ের বোধনের মধ্যে দিয়ে দুর্গাপূজা শুরু হয়ে যেতে চলেছে। ২১ শে অক্টোবর, ৩ রা কার্ত্তিক, শনিবার সপ্তমী অনুষ্ঠিত হতে চলেছে। ২২ শে অক্টোবর, ৪ ঠা কার্ত্তিক, রবিবার মহা অষ্টমী অনুষ্ঠিত হতে চলেছে। এক্ষেত্রে বাইশে অক্টোবর তারিখে সন্ধ্যে ৪:৫৪ টা থেকে রাত্রি ৫:৪২ টার মধ্যে সন্ধিপুজো সম্পন্ন করতে হবে, এমনটাই জানা গিয়েছে পঞ্জিকায় প্রকাশিত তথ্য অনুসারে। এক্ষেত্রে যেসমস্ত পুজোতে বলিদান দেওয়ার নিয়ম রয়েছে তাদের সন্ধ্যে ৫:১৮-র মধ্যে বলিদান সেরে নিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্জিকায়। ২৩ শে অক্টোবর, ৫ ই কার্ত্তিক, সোমবার, মহানবমী অনুষ্ঠিত হতে চলেছে। ২৪ শে অক্টোবর, ৬ ই কার্ত্তিক, মঙ্গলবার মহা দশমীর মধ্যে দিয়ে মায়ের বিসর্জন হবে।

মায়ের আগমন কিসে?

বিভিন্ন পঞ্জিকা অনুসারে জানা গিয়েছে যে, চলতি বছরে মায়ের ঘোটকে আগমন হতে চলেছে। অর্থাৎ মায়ের আগমনের সাথে সাথে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা বাড়তে চলেছে। শুধু তাই নয় বর্তমান বছরে মা ফিরবেনও ঘোটকে। বাঙালির কাছে দুর্গাপূজো এক অন্যরকম ইমোশন। দুর্গাপুজো বাঙালির এতটাই কাছের যে, বাঙালির জীবনের এক অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। এমনকি বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু তাই নয় বিদেশেও দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। রথ শেষ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে মূর্তি গড়া শুরু হয়ে গিয়েছে। এমনকি অনেক ক্ষেত্রেই মূর্তি গড়াও সম্পন্ন হয়ে গিয়েছে। আর তাতেই বর্তমানে বাঙালির মুখে শুধু পুজো এবং পুজোর ছুটি নিয়ে নানা ধরনের আলোচনা।

Scroll to Top