Krishak Bondhu 2024: ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে ‘কৃষক বন্ধু’ স্ট্যাটাস চেক করবেন? বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটে করে নিন

পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য আলাদা ভাবে প্রকল্পের সূচনা করেছে। যে প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bondhu Scheme)। রাজ্য সরকারের এই প্রকল্প বহু কৃষকের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অন্নদাতা কৃষকদের আর্থিক সাহায্য করে। প্রকল্পে (Krishak Bondhu Scheme) প্রত্যেক বছর নাম নথিভুক্ত করেন হাজার হাজার কৃষক।

তবে এই বিষয়টি অনেকেই জানেন না, যে কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে বাড়িতে বসেই ‘কৃষক বন্ধু’ স্কিমে স্ট্যাটাস চেক করা যায় (Krishak Bondhu)। আর তাই সংশ্লিষ্ট বিষয়টি আজকে এই প্রতিবেদনে তুলে ধরা হলো। কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে খুব‌ সহজ পদ্ধতিতে আপনি ‘কৃষক বন্ধু’ প্রকল্পের জন্য স্ট্যাটাস চেক করে নিতে পারেন, সেটা নিয়েই এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আর দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেবেন।

Rupashree Prakalpa: রূপশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের বিবাহযোগ্য কন্যাদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন?

What Is Krishak Bondhu Scheme?

পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সমাজ কল্যাণ মূলক প্রকল্প চালু করেছে। তার মধ্যে একটি হলো এই ‘কৃষক বন্ধু স্কিম’ (Krishak Bondhu Scheme)। এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা বাংলার কৃষকেরা সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পান।

কৃষকদের দেওয়া হয় দশ হাজার টাকার আর্থিক সাহায্য। কৃষক বন্ধু প্রকল্পের জন্য (Krishak Bondhu Scheme) আবেদন জানানো যায় অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট মারফত। ইতোমধ্যে অনেক কৃষক রাজ্য সরকারের প্রকল্পে সুবিধা ভোগ করেছেন।

Krishak Bondhu Scheme Application

বাংলার কৃষকেরা অনলাইন অথবা অফলাইন পদ্ধতিতে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারেন। প্রকল্পের জন্য অফলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ স্থানীয় ক্যাম্প অথবা বিডিও অফিসে জমা করতে হবে।

Farmer Loan: কিষান যোজনার কৃষক বন্ধুদের জোড়া সুখবর। চাষিরা পাবেন ২ লাখ টাকা। কারা ও কিভাবে, জেনে নিন

আর যদি আপনি অনলাইনে আবেদন জানাতে চান, সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলো যুক্ত করে সেই আবেদনপত্র অনলাইনে জমা করে দিতে হবে।

Krishak Bondhu Scheme Documents

পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু প্রকল্পে’ আবেদন জমা করতে হলে কিষানদের কোন কোন ডকুমেন্ট গুলি লাগবে? প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্ট দেখে নিন।

  • আবেদনকারীর আধার কার্ড,
  • আবেদনকারীর জমির রেকর্ড,
  • ব্যাংক একাউন্ট পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি,
  • আবেদনকারীর ভোটার কার্ড,
  • বৈধ মোবাইল নম্বর,
  • পাসপোর্ট সাইজ ছবি, ইত্যাদি। ‌

Krishak Bondhu Status Check 2024

অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা পেয়ে গেছেন। অপর কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, স্কিমের টাকা আদৌ ব্যাঙ্কের অ্যাকাউন্টে এসেছে নাকি, সবটাই জানা যায় বাড়িতে বসে। এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে হবে। ‌খুব সহজ পদ্ধতিতে ওয়েবসাইট মারফত স্ট্যাটাস চেক করা যায়। যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলেই খুব সহজে প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। ‌তবে তার জন্য আপনাকে মূল পদ্ধতিটা জেনে নিতে হবে।

১) ভোটার আইডি কার্ড দ্বারা স্ট্যাটাস চেক

  • আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড ব্যবহার করে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কিভাবে করবেন সেটাই স্টেপ বাই স্টেপ জেনে নিন।
  • প্রথমে আপনাকে ভিজিট করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে
  • আবেদনকারী অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড নিয়ে তবেই লগ ইন করবেন।
  • এরপর আপনাকে ‘কৃষি বিভাগে’ যেতে হবে, ও লগ ইন পেজটি ওপেন করতে হবে।
  • এরপর আপনাকে ভোটার আইডি কার্ডের নম্বরটি লিখতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এখান থেকেই আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনার ব্যাংক একাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসে গিয়েছে নাকি, টাকা পাওয়ার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে, ইত্যাদি তথ্যগুলি পেতে পারেন।
  • কৃষক বন্ধু প্রকল্পে আপনার আর্থিক স্থিতি সম্পর্কে যথাযথ আপডেট এখান থেকে পেয়ে যাবেন।
  • তবে যদি আপনি কোন কারণে, স্ট্যাটাস চেক করতে না পারেন, তবে অবশ্যই সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

২) আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক

প্রসঙ্গত, ভোটার আইডি কার্ড ছাড়াও আপনার কাছে যদি আধার কার্ড থাকে, তাও আপনি খুব সহজে বাড়িতে বসেই প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। ‌তবে ভোটার আইডি কার্ডের নম্বর লেখার জায়গায় আপনাকে আধার কার্ডের নম্বর টি লিখতে হবে। তাহলেই আপনি আর্থিক স্কিমের স্থিতি সম্পর্কে ধারণা করে নিতে পারবেন। আরো বিস্তারিত জানতে অবশ্যই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।