Lakshmir Bhandar 2024: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু। কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প? মা, বোনেরা জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম খ্যাতনামা প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই চারিদিকে হইচই ফেলে দিয়েছে (Lakshmir Bhandar)। প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে সরকারি সাহায্য মতো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পান (Lakshmir Bhandar)। পশ্চিমবঙ্গ সরকার মা-বোনেদের জন্য হাত খরচা টাকা প্রেরণ করে।

এই টাকা অনেকেই সংসারে ব্যবহার করেন, বহু মহিলা সন্তানদের পড়াশোনা করান (Lakshmir Bhandar)। আবার অনেকে প্রকল্পের টাকা একটু একটু করে জমিয়ে নিজেদের ইচ্ছে পূরণ করেন। (Lakshmir Bhandar) প্রত্যেক বছর রাজ্যের সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন দরজা খুলে যায় (Lakshmir Bhandar)। চলতি বছরের জন্যও শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। তাই আজকের প্রতিবেদনে রইলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য। ‌

Lakshmir Bhandar 2024

রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের মহিলাদের উন্নতি স্বার্থে চালু হওয়া একটি প্রকল্প হল ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar)। রাজ্য সরকার এই প্রকল্পের অর্থের পরিমাণ প্রাথমিকভাবে রেখেছিল এক, সম্প্রতি অর্থের পরিমাণ আরো বাড়িয়েছে সরকার (Lakshmir Bhandar)। রাজ্য সরকারের এই নামি প্রকল্পের প্রথমের দিকে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা করে প্রতিমাসে। আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন ১০০০ টাকা করে প্রতিমাসে (Lakshmir Bhandar)।

কিন্তু সম্প্রতি লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার ঘোষণা করে, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে অর্থের পরিমাণ বেড়েছে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছেন। সরকারের এই ঘোষণা বাংলায় ছড়িয়েছিল খুশির আবহ। এমতবস্তায় বলা যায়, লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা করায় আরো বেশি আগ্রহ বেড়েছে মহিলাদের। তাই সকলের মনে প্রশ্ন, কবে থেকে শুরু ‘লক্ষ্মীর ভান্ডারের’ আবেদন।

WB Government Scheme: মাধ্যমিক পাশ করলেই 10,000 টাকা। ‘তরুণের স্বপ্ন’ স্কিমে ট্যাব কেনার টাকা কবে পাবেন? জেনে নিন

Lakshmir Bhandar Eligibility 2024

পশ্চিমবঙ্গের সকল মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা করতে পারেন ঠিকই। তবে প্রকল্পে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি আছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন যোগ্যতা থাকলে আপনি স্কিমের আবেদন জানাতে পারবেন।

  • রাজ্য সরকারের এই প্রকল্পে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যিনি আবেদন জানাবেন তাঁর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। ‌
  • কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলা প্রকল্পে আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারী মহিলার পরিবারে স্বাস্থসাথী কার্ড থাকা আবশ্যক।

Application Important Documents 2024

লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করার জন্য যে যে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলি হল- আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, SC/OBC কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের বই ও মোবাইল নম্বর।

Lakkhir Bhandar Application 2024

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জানানো যায় অনলাইন অথবা অফলাইন মাধ্যমে। আপনারা দুইভাবেই আবেদন জানাতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে স্টেপ বাই স্টেপ জেনে নিন।

Online Application 2024

অনলাইনে আবেদন জানানোর জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেটি প্রিন্ট করে নিন। তারপর সেটি ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। এরপর আপনার আবেদন খতিয়ে দেখা হবে। নির্দিষ্ট সময় পর আপনার একাউন্টে চলে আসবে টাকা।

Offline Application 2024

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জানানোর জন্য আবেদনকারীকে তাঁর জেলার নিকটবর্তী ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে ফর্ম নিতে হবে এবং সেটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ক্যাম্পেই জমা দিতে হবে। এরপর আপনার আবেদন খতিয়ে দেখা হবে। নির্দিষ্ট সময় পর আপনার একাউন্টে চলে আসবে টাকা।

WB Government Scheme: হকার উচ্ছেদের মাঝেই রাজ্য সরকারি প্রকল্প ঘিরে হইচই। হকারদের দেওয়া হবে 80,000/- টাকা। আবেদন জানাবেন কিভাবে?

Lakshmir Bhandar Application Update

প্রতিবছর দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডারসহ অন্যান্য প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়। চলতি বছরেও তাঁর ব্যতিক্রম হবে না। পশ্চিমবঙ্গের মা-বোনদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন সংক্রান্ত নতুন আপডেট চলে এলো। জানা যাচ্ছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন হতে চলেছে।

তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে চান অথবা পূর্বে আবেদন করেছেন কিন্তু কিছু জিজ্ঞাসা অথবা সমস্যার সমাধান চান তাঁরা এই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। অতএব যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন শুরু হবে, তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরেই প্রকল্পের জন্য আবেদন জমা করা যাবে।

Scroll to Top