Lakshmir Bhandar 2024: শুধুই বাতিল হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের আবেদন! আসল কারণ জানলে চমকাবেন আপনিও

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম নামকরা একটি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্প। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই প্রকল্প প্রভূত উপকারী হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে নারী জাগরণের চেষ্টায় উন্মুখ। মহিলারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে, প্রতি মাসে যাতে মহিলাদের হাতে নূন্যতম অর্থের হাত খরচা থাকে, তার জন্য এই প্রকল্প বিশেষ নাম করেছে গোটা রাজ্যে(Lakshmir Bhandar).

ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্প রাজ্য সরকারের প্রধান হাতিয়ার ছিল। এই প্রকল্পের টাকা দ্বিগুণ করে মাস্টার স্ট্রোক খেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্তমানে এই প্রকল্পে(Lakshmir Bhandar) প্রতি সাধারণ শ্রেণীর মহিলা পান ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পান ১২০০ টাকার আর্থিক সাহায্য। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে বহু লক্ষ্মীর ভান্ডার(Laksmir Bhandar) প্রকল্পের আবেদন নাকি বাতিল হচ্ছে।

সপ্তাহের শুরু! সোনার দাম শুনলে চমকাবেন! ১০ গ্রাম সোনা কিনতে কত খরচ হবে আপনার?

রাজ্য সরকারের Lakshmir Bhandar স্কিম!

পশ্চিমবঙ্গ সরকারের লাভজনক এই স্কিমে প্রতি বছর আবেদন জমা করেন প্রচুর সংখ্যক মহিলা জনসাধারণ। বর্তমানে এই প্রকল্পে(Lakshmir Bhandar) সারা বছর ধরে আবেদন জমা করা যায়। আগে নির্দিষ্ট সময় দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করা যেত। কিন্তু এখন আবেদন করার জন্য সারা বছর ধরে সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। আপনিও ভাবছেন বুঝি এই লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্পের আবেদন জমা করবেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আপনি বোধহয় জানেন না এই প্রকল্পের বহু আবেদন একের পর এক বাতিল হয়ে যাচ্ছে।

বাতিল হচ্ছে Lakshmir Bhandar প্রকল্পের বহু মহিলার আবেদন!

কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্পের আবেদন জমা পড়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। আগের বছরের তুলনায় এই বছর আরো বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে। সুযোগ-সুবিধা বৃদ্ধির পর আরো আবেদন জমা পড়বে, সেটাই আশা করা যায়। কিন্তু এর মাঝে চিন্তার খবর হল- কেন প্রকল্পের আবেদন বাতিল হচ্ছে? এই প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে কথা রাজ্যের শিল্প, ও বাণিজ্য মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের নেতা ড. শশী পাঞ্জা বলেছেন, চলতি বছরের 24 জুলাই পর্যন্ত এই প্রকল্পের জন্য সরকারের তরফে খরচ হয়েছে 39,817.5 কোটি টাকা।

তিনি বলেছেন, মহিলারা আবেদন কালে নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কিছু নথি দেখান না। আর সেই কারণেই বাতিল করা হচ্ছে বহু মহিলার আবেদন। কিন্তু ঠিক কোন নথি দেখানো না হওয়ার কারণে কিংবা কোন ভুলের জন্য বাতিল হচ্ছে আবেদন?

কৃষকবন্ধুরা পাবেন মাসে মাসে 1000 টাকা! কিষানদের জন্য নতুন প্রকল্প! সুবিধা পেতে এই ফর্ম ফিল আপ করুন

Lakshmir Bhandar স্কিমের আবেদন বাতিল হওয়ার প্রধান কারণ-

প্রতিটি প্রকল্পের মত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও নির্দিষ্ট কিছু শর্ত আছে। এই প্রকল্পের ক্ষেত্রে শর্ত থাকে যে, আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 25 বছরের কম বয়সী মহিলারা যদি আবেদন করেন তাহলে সে আবেদন গ্রাহ্য হবে না। একইভাবে, যদি 60 বছরের বেশি বয়সী মহিলারা আবেদন করেন, তাহলে সেই আবেদনও বাতিল করা হবে। আর আবেদনের জন্য প্রয়োজন পুরোনো আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড।

ইতোমধ্যে স্পষ্ট করে জানানো হয়েছে এইগুলো সঠিকভাবে জমা দিতে না পারলে সেই সকল মহিলার আবেদন বাতিল হবে। সেই সকল আবেদনকারী মহিলারা টাকা পাবেন না। আর তাই অনেকের আবেদন বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, এই প্রকল্পের আরো একটি নিয়ম হলো এই প্রকল্পের টাকা পৌঁছাবে মহিলাদের সিঙ্গেল ব্যাংক একাউন্টে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় বহু মহিলার সিঙ্গেল ব্যাংক একাউন্ট নেই। তাঁদের স্বামীর একাউন্টে টাকা পাঠাতে হচ্ছে। আর সেই কারণে অনেক মহিলার আবেদন বাতিল হচ্ছে।

Scroll to Top