পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রকল্পগুলির রূপায়ণ করেছেন তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) স্কিম। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার মহিলা দের প্রতিমাসে আর্থিক সাহায্য তুলে দেন। কিছুদিন আগে লোকসভা ভোটের মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার থেকে রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হতে চলেছে(Lakshmir Bhandar) আগের নিয়মে নয়, এবার থেকে অতিরিক্ত টাকা পাবেন মহিলারা। তবে বর্তমানে শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাকি ফের টাকা বাড়তে চলেছে। বিষয়টি আসলে কি? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Lakshmir Bhandar Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী প্রকল্প মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার(Lakshmir Bhandar). বিশেষ করে মহিলাদের স্বার্থে চালু হওয়া এই স্কিম অল্প সময়ের মধ্যেই নাম করেছে। রাজ্য সরকারের এই প্রকল্পে প্রাথমিকভাবে সাধারণ শ্রেণির মহিলা দের প্রতিমাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হতো(Lakshmir Bhandar).
তবে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ভাতার পরিমাণ বাড়িয়ে দিল রাজ্য সরকার(Lakshmir Bhandar). বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম তোলা সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ১০০০ টাকা পাচ্ছেন। অন্য দিকে তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির সমস্ত মহিলারা পাচ্ছেন ১২০০ টাকার আর্থিক সাহায্য(Lakshmir Bhandar).
শুধুই বাতিল হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের আবেদন! আসল কারণ জানলে চমকাবেন আপনিও
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের বহু মহিলা উপকৃত হচ্ছেন। বিশেষ করে প্রতি মাসে তাদের হাত খরচার সমস্যা দূরীভূত হয়েছে। এই টাকায় তাঁরা যেমন সংসারে খরচ করছেন, ছেলে মেয়েদের টিউশনি ইত্যাদিতে খরচ করছেন ঠিক তেমনভাবেই বহু মহিলা ধীরে ধীরে নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগী হয়ে উঠছেন। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, বাংলার মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিমে পরিণত হয়েছে বিগত কয়েক বছরে।
Lakshmir Bhandar New Update 2024
ইতোমধ্যে সরকার সূত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সুবিধা পাচ্ছেন। চলতি বছরের লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ১ এপ্রিল এই স্কিমের ভাতা অংক বৃদ্ধি পেয়েছে। যার ফলে এই প্রকল্পের আবেদনকারীর সংখ্যাও বেড়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য খবরটি হল কানাঘুষো শোনা যাচ্ছে, লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা অতিরিক্ত ‘সুবিধা’ পেতে পারেন! বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাহায্যের অর্থ মূল্য।
সবাইকে মাসে মাসে 3000 টাকা দিচ্ছে সরকার! করিয়ে নিন এই কার্ড। কিভাবে করবেন জেনে নিন
Lakshmir Bhandar প্রকল্পের টাকা বাড়ছে?
ইতোমধ্যে শোনা যাচ্ছে, আগামী দিনে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১০০০ টাকা, ১২০০ টাকা থেকে বাড়িয়ে সাহায্যের পরিমান ১৫০০ টাকা বা ২০০০ টাকা করা হতে পারে। যদিও এই বিষয় এখনো পর্যন্ত কিছুই জানায়নি সরকার। যদিও মহিলারা অপেক্ষায় আছেন সরকারি ঘোষণা শোনার জন্য। আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাজ্য সরকার।