LIC Policy Scheme – এলআইসির দুর্দান্ত স্কিম, উচ্চ রিটার্ন সহ মিলবে বিমা কভার।

আপনি কি বিনিয়োগ করবেন বলে ভাবছেন? তাহলে আজ আপনার জন্য এনেছি একটি দুর্দান্ত LIC Policy Scheme. যে স্কিমে টাকা রাখলে, উচ্চ রিটার্ন পাওয়া যাবে। স্কিমটির নাম এলআইসি নিবেশ প্লাস প্ল্যান। এই স্কিমে বিনিয়োগ করলে বীমা ও ইনভেস্টমেন্ট এই দ্বৈত সুবিধা পাওয়া যাবে। বিনিয়োগের ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ এলআইসি (LIC). সরকার সমর্থিত হওয়ায় এখানে বিনিয়োগ নিরাপদ ও ঝুঁকিহীন। আজকের প্রতিবেদন থেকে এলআইসি-র এই জনপ্রিয় স্কিমটি সম্পর্কে জেনে নিন।

LIC Policy Scheme

LIC Plan Nivesh Plus:
এলআইসির যে সমস্ত স্কিম রয়েছে, তার মধ্যে বেশ উল্লেখযোগ্য হলো এলআইসি নিবেশ প্লাস স্কিম। এই স্কিমের প্ল্যান নম্বর ৮৪৯. এটি এক প্রকার ইউএলআইপি প্ল্যান, যেখানে বীমা ও ইনভেস্টমেন্টের সুবিধা এক সঙ্গে পাওয়া যায়।

অর্থাৎ LIC Policy Scheme চলাকালীন বীমা কভার পাবেন। পলিসির মেয়াদ শেষ হলে টাকা রিটার্ন পাবেন। তবে এখানে বিনিয়োগ করলে টাকা স্টক মার্কেটে চলে যায়, যে কারণে এখানে বিনিয়োগ একটু ঝুঁকিপূর্ণ। কিন্তু একটু ঝুঁকি নিলে মেয়াদ শেষে মোটা অংকের টাকা আয় করতে পারবেন।

বৈশিষ্ট্যঃ
এই LIC Policy Scheme এর বিশেষত্ব হলো এফডি-র মতো এখানেও একবার প্রিমিয়াম জমা করতে হয়। অর্থাৎ এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম স্কিম। এই স্কিমে বিনিয়োগের বয়স ৯০ দিন থেকে শুরু করে ৭০ বছর।

পলিসিটির লক ইন পিরিয়ড ৫ বছর। এর ম্যাচুরিটির সময়কাল ১৮ বছর থেকে ৩৫ বছর। এখানে নূন্যতম ১ লক্ষ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই। বন্ড ফান্ড, সিকিউরড ফান্ড, ব্যালেন্সড ফান্ড এবং গ্রোথ ফান্ডের বিকল্প পাবেন। যে কোনো একটিতে বিনিয়োগ করতে পারবেন LIC Policy Scheme এ।

বাড়িতে বসে সামান্য সময় দিয়ে আয় করুন নিজের ইচ্ছা মতন।

LIC Policy Scheme এর সুবিধা:
এখানে বিনিয়োগ করলে বীমা ও ইনভেস্টমেন্ট এই দুই সুবিধা এক সঙ্গে পাওয়া যাবে। ধরুন কোনো ব্যাক্তি এই স্কিমে পলিসি কিনলো, ওই ব্যাক্তি পলিসি চলাকালীন যেমন বীমা কভারেজ পাবে।

তেমনই মেয়াদ শেষে সুদ সহ রিটার্ন পাবেন। এখানে বছর বছর সুদের পরিমান বৃদ্ধি পায়। যেমন ৬ বছরে ৩ শতাংশ, ১০ বছরে ৪ শতাংশ, ১৫ বছরে ৫ শতাংশ এবং ২৫ বছরে ৭ শতাংশ সুদ পাওয়া যায়। এছাড়া পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিধারীকে সুবিধা দেওয়া হয়।

Nivesh Plus আবেদন পদ্ধতি-
প্রথমে স্মার্টফোন থেকে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/ ওপেন করে “Buy A New Policy” ট্যাবে ক্লিক করুন। এরপর “ULIP” বিকল্পটি বেছে নিন। এরপর LIC Nivesh Plus Plan অপশন বেছে নেবেন।

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! বিনিয়োগ করলেই কয়েক মাসেই হবে টাকা ডবল।

এরপর “Buy Online”-এ ক্লিক করে পলিসি হোল্ডারের সমস্ত তথ্য বা বিবরণ পূরণ করে কোভিড সম্পর্কিত তথ্য দিন। এরপর Continue করুন। এবার প্রয়োজনীয় নথি আপলোড করে পেমেন্ট করুন। এভাবেই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে এলআইসি নিবেশ প্লাস প্ল্যান কিনতে পারবেন।

Leave a Comment