LIC Policy Status – এজেন্ট ছাড়াই এবার তুলতে পারবেন ম্যাটুরিটির টাকা, জানুন বিস্তারিত।

ভারতের সবচেয়ে জনপ্রিয় বীমা কোম্পানি LIC. তবে আপনার চালু করা LIC Policy Status জানার সম্পূর্ণ অধিকার বা দরকার আপনাদের আছে। LIC অ্যাজেন্ট ছাড়া এই LIC Policy Status জানা সম্ভব ছিলনা। তবে আপনাদের জন্য সুখবর। এবার থেকে এল-আই-সি তে বিনিয়োগকারী ব্যাক্তিরা এবার থেকে এই সকল বিষয়ে অবগত হবেন বা দেখতে পারবেন।

LIC Policy Status Premium Maturity and Death Benefit

দেশের সবচেয়ে বড় এই জীবন বীমা কোম্পানিতে প্রায় লক্ষাধিক মানুষ বিনিয়োগ করে বসে আছেন। কিন্ত তাদের মনে একটি অনিশ্চয়তা কাজ করে যে তাদের দেওয়া টাকা গুলো তারা মেয়াদ শেসে ঠিকভাবে পাবেন তো? অনেক সময় দেখা জায় ব্যাক্তি মারা গেলে বীমার টাকা পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

LIC র ক্ষেত্রে দেখা যায় এর সমস্ত কারুকার্য বা প্রক্রিয়াই অ্যাজেন্ট দ্বারা হয়ে থাকে। সুতরাং LIC তে বিনিয়োগকারী বা যার নামে LIC আছে সে মারা গেছেন তার ডেথ ক্লেইমের টাকা তার পরিবারকে দেওয়া হয়। এবার এই ডেথ ক্লেইমের টাকা পেতে গেলেও প্রয়োজন হয় অ্যাজেন্টের।

মাত্র 200 টাকা বিনিয়োগ করে এককালীন 28 লক্ষ টাকা ও 15 হাজার টাকা পেনশন পান।

এক্ষেত্রে যদি আপনার অ্যাজেন্ট কোনোভাবে অনুপস্থিত থাকে তখনই আপনার টাকা পাওয়া হয়ে যায় দুষ্কর ব্যাপার। কিন্তু এখন থেকে আপনাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হবেনা এমনটাই সুত্রের খবর। এই খবর শুনে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলবেন। প্রায় এক মাসের মধ্যে আপনি আপনার ক্লেম করা টাকা পেয়ে যাবেন। পলিসির প্রিমিয়াম, বোনাস এবং ডেথ ক্লেম সবই নিতে পারবেন আপনি। কীভাবে করবেন এই সব প্রক্রিয়া জেনে নিন পদ্ধতি।

ডেথ ক্লেম করার পদ্ধতি
১) মৃত ব্যাক্তি যাকে নমিনি রেখে গেছেন তাকে সব অফিসিয়াল কাজ গুলো করতে হবে। তাদের তাদের স্থানীয় কোনো LIC অফিসে যেতে হবে।
২) তারপর মৃত্যুর ঘটনাটি আলোচনা করে আপনাকে দেওয়া NEFT র একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।
৩) ফর্ম ফিল আপ হলে নীচে উল্লিখিত কিছু প্রয়োজনীয় নথি সমেত সেটিকে জমা করতে হবে।

এবার পড়াশোনার সব খরচ দেবে LIC! নতুন স্কিম নিয়ে হাজির

ফর্ম জমা দেওয়ার পর এল-আই-সি কোম্পানির তরফ থেকে প্রসেসিং শুরু হয়ে যাবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সমস্ত কাগজ ঠিকঠাক থাকে এক মাসের মধ্যে টাকা আপনার হাতে আসবে। প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে এখানে লাগছে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সহ তার আধার কার্ড, প্যান কার্ড এবং পলিসি বন্ড। আর নমিনি যার নামে আছে তার আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ও একটি বাতিল চেক। LIC Policy Status আপনি সন্সথা থেকেই জানতে পারবেন।

Leave a Comment