সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে এমন বহু মানুষ রয়েছেন যারা নিজেদের প্রয়োজনের খাতিরে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকেন। আর এবারে এই সমস্ত ঋণ গ্রাহকদের জন্য স্টেট ব্যাক অফ ইন্ডিয়ার তরফে এক নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকর ঋণ সংক্রান্ত এই নতুন নিয়মের কারণে আগামী দিনে ঋণ গ্রাহকদের আরো বেশি করে টাকা খরচ হতে চলেছে। অর্থাৎ আগামী দিনে SBI -এর অধীনে ঋণ গ্রহণকারী ব্যক্তিদের পকেটে বেশ ভালো রকমই টান পড়তে চলেছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নতুন নিয়মটি কি?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে সমগ্র দেশের গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ঋণের হারের প্রান্তিক ব্যয় ৫ পয়েন্ট বাড়ানো হয়েছে এসবিআই -এর তরফে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিভিন্ন সময়ে MCLR রেট 8 শতাংশ থেকে শুরু করে 8.75 শতাংশের মধ্যে রয়েছে৷ যার কারণে সাধারণ নাগরিকদের উপরে হোম লোন থেকে শুরু করে গাড়ির লোন, এডুকেশন লোন সহ পার্সোনাল লোনের EMI -এর বোঝা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে, সমগ্র দেশের জনসাধারণের উদ্দেশ্যে এমনটাই জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নির্দেশিকায়।
এই নতুন সুদের হার কবে থেকে কার্যকর হতে চলেছে?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিগত ১৫ ই জুলাই ২০২৩ তারিখ থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে হোম লোন থেকে শুরু করে গাড়ির লোন, এডুকেশন লোন এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে এই বিশেষ সুদের হারগুলি কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন:- ভারতের ভিসা পাওয়ার নিয়মে আনা হলো বিরাট পরিবর্তন, এবার বাংলাদেশ থেকে ভারতে আসা আরও সহজ হতে চলেছে।
HDFC ব্যাংকের সুদের হারও বৃদ্ধি করা হয়েছে:-
শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে তাদের সুদের হার বৃদ্ধি করা হয়েছে এমনটা নয়, HDFC ব্যাংকের তরফেও তাদের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। HDFC ব্যাংকের তরফে তাদের MCLR ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যার ফলে বেশ কিছু নির্ধারিত মেয়াদী ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে। বিগত ৭ ই জুলাই ২০২৩ তারিখ থেকেই HDFC ব্যাংকের তরফে কার্যকরী এই বিশেষ সুদের হার প্রযোজ্য হয়েছে। সুতরাং এবার থেকে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদেরই নয় এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের পকেটে টান পড়তে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সমগ্র ভারতব্যাপী চলতে থাকা বিভিন্ন প্রকার প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি লাঘব করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দীর্ঘদিন ধরে তাদের রেপো রেট বৃদ্ধি করা হয়নি। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.৫০ শতাংশে স্থির রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তরফে ২০২২ সালের মে মাসে তাদের রিপোর্টের ২.২৫ শতাংশ বৃদ্ধি করা হলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে তাদের রেপো রেট কোনোভাবেই বৃদ্ধি করা হয়নি। মনে করা হচ্ছে দেশব্যাপী চলতে থাকা মূল্যবৃদ্ধির লাগাম ধরার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এমতাবস্থায় ভারতের বিভিন্ন ক্ষেত্রের ব্যাংকগুলির তরফে তাদের সুদের হার বৃদ্ধি করা হলে এই উচ্চ সুদের হার সাধারণ জনগণের চিন্তা বাড়াচ্ছে।