LPG Cylinder 2024: বাম্পার খবর! পুজোর মরশুম সবাই ফ্রিতে রান্নার গ্যাস পাবেন। মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

ভারতবর্ষের ঘরে ঘরেই রান্নার গ্যাস অপরিহার্য। রান্নাবান্না করতে দরকার হয় এলপিজি সিলিন্ডার (LPG Cylinder). আগেকার মতো এখন আর কাঠ কয়লা কিংবা উনুন, স্টোভে রান্না হয় না। বরং প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গিয়েছে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder). কেন্দ্রীয় সরকার এই রান্নার গ্যাস নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে দিচ্ছে ঠিকই তবুও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি জনসাধারণকে চিন্তায় ফেলছে। প্রধানমন্ত্রীর প্রকল্প সমাজের দরিদ্র মহিলাদের জন্য ‌প্রযোজ্য। রয়েছে বেশ কিছু শর্ত। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সকলকে বিনামূল্যে রান্নার গ্যাস প্রদান করবে।

লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নারী, পুরুষ সবাই পাবেন 1000 টাকা। সরকারের নতুন প্রকল্পে আবেদন করুন

‌LPG Cylinder Free Scheme 2024

সম্প্রতি রাজ্যবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো সরকার। একেবারে ফ্রিতে দেওয়া হবে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder). দীপাবলীর আগে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে ফ্রির রান্নার গ্যাস। এই ঘোষণা শোনার পরেই মুখে হাসি ফুটল সকলের। উৎসবের আবহে এই ঘোষণায় অত্যন্ত খুশি সবাই। সাম্প্রতিক যে পরিস্থিতি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে এত দাম দিয়ে রান্নার গ্যাস কেনা রীতিমতো অসম্ভব হয়েছে। সেই সময় যদি বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই খুশি হবেন জনতা।

সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের সরকারের বড় একটা সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে কেন্দ্র করে। এই যোজনার অন্তর্গত মহিলারা বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত জানিয়েছেন। সেই রাজ্যের সকল গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাসের সিলিন্ডার।‌

পুজোর মাসে রেশনে তুলকালাম! কোন কার্ডে কত রেশন দেওয়া হবে? তালিকা দেখে নিন

ভারতবর্ষে উৎসবের মরশুমে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঞ্জুর করেছেন মোট ২৫ প্রস্তাব ৷ সব মিলিয়ে বলাই যায়, চলতি বছরের উৎসবের মরশুমে বড়সড় ধামাকা আসতে চলেছে সাধারণ মানুষের জীবনে। উত্তর প্রদেশের সরকার সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে‌। দীপাবলির আগে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত মহিলারা যারা গ্রাহক তারা সবাই সুবিধা পাবেন৷

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি অক্টোবর মাসের শুরুতে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কিন্তু রান্নার গ্যাসের দাম বৃদ্ধি অথবা কম নিয়ে নতুন কোন তথ্য সামনে আসেনি। আমজনতা দিনের পর দিন ধরে অপেক্ষা করছেন কবে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের তরফে ‌সাধারণ মানুষের কথা চিন্তা করে রান্নার গ্যাস সম্পর্কিত পদক্ষেপ নেওয়া হবে। জনসাধারণের জেনে রাখা দরকার, এই প্রতিবেদনে উল্লেখিত ‌এলপিজি সম্পর্কিত তথ্য কেবলমাত্র প্রযোজ্য উত্তরপ্রদেশের মানুষদের জন্য।