রান্নার গ্যাসের মাত্রাতিরিক্ত দাম চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে (LPG Cylinder Price)। দিনের পর দিন দাম বাড়ছে বৈ কমছে না (LPG Cylinder Price)। এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সবার জন্যই চিন্তার (LPG Cylinder Price)। এই অত্যাধিক দাম বৃদ্ধির ফলে পকেটে টান মধ্যবিত্ত থেকে সমাজের নিম্নবিত্ত মানুষের।
সকলের চিন্তা আগামী দিনে দাম আবার কোথায় পৌঁছোয় (LPG Cylinder Price)। এমতবস্থায় জুলাইয়ের শুরুতে রান্নার গ্যাসের নতুন দাম সামনে এলো। হিসেবে দেখা যাচ্ছে, আবার একলাফে দাম কমলো গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price)। অনেকটা স্বস্তির খবর সবার জন্যই।
আপনারাও নিশ্চয়ই ভাবছেন, এলপিজি সিলিন্ডারের দাম কত টাকা কমলো? (LPG Cylinder Price)। আজকের এই প্রতিবেদনে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এলপিজি সিলিন্ডারের নতুন দাম জেনে নিন। এই দাম দিয়েই রান্নার গ্যাস কিনতে হবে আপনাদের (LPG Cylinder Price)।
LPG Cylinder Price 2024
বর্তমানে জীবনযাত্রা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে। বাজারে গিয়ে যায় কিনতে যান না কেন অতিরিক্ত অর্থ খরচ হবেই। এদিকে, বেতন বৃদ্ধি না হওয়া একই সাথে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখীতা সাধারণ মানুষের পক্ষে অস্বস্তির কারণ হচ্ছে। এই পরিস্থিতিতে সবাই চাইছেন সরকার একটি ব্যবস্থা গ্রহণ করুক (LPG Cylinder Price)। কিন্তু সত্যিই কি সরকারের তরফে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে? দৈনন্দিন জিনিসের দামের সঙ্গেই লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price)।
এই বিষয়টি আমরা সবাই জানি যে, LPG সিলিন্ডার আমাদের দৈনন্দিন জীবনের জন্য কতটা জরুরী। রান্নাবান্না করা ও খাদ্যগ্রহণ সবার সঙ্গেই জড়িয়ে আছে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price)। এখন রান্নার গ্যাসের দাম যদি ক্রমে বাড়তে থাকে তাহলে সেটা অবশ্যই চিন্তার কারণ। এখনো পর্যন্ত রান্নার গ্যাসের ওপর সরকারি ভাতা দেওয়া হয়। যদিও দাম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সেই সাহায্য আমজনতাকে আলাদা করে স্বস্তি দেয় না।
অতএব সবাই আশা করে আছেন রান্নার গ্যাসের দাম ফের কমাবে সরকার। বিশেষ করে লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসেছেন। প্রধানমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের পর তিনি সাধারণ মানুষের জন্য অবশ্যই রান্নার গ্যাসের দাম কমাবেন বলে সকলের আশা। এদিকে জুলাই মাস পড়তেই এলপিজি সিলিন্ডারের দাম কমতে কিছুটা হলেও আশার আলো দেখা দিল।
দাম কমলো রান্নার গ্যাসের!
গত মাসে অর্থাৎ জুনের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। যার দ্বারা কিছুটা হলেও আনন্দিত হয়েছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এই বাণিজ্যিক গ্যাস ক্রয় করেন তাঁদের মুখে চওড়া হাসি ফুটেছিল। জুলাই মাসের শুরুতেও সিলিন্ডার-এর দাম কমলো। তবে দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কত টাকা কমলো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু।
নতুন পরিসংখ্যান থেকে জানা যায়, জুলাই মাসের শুরুতে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একলাফে ৩১ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিনের হিসেব বলছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৮৭ টাকা, যা কমে ১৭৫৬ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ চলতি এই জুলাই মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হয়েছে ১৭৫৬ টাকা। সূত্রের খবর, সোমবার থেকেই এই নতুন দামে সিলিন্ডার বিক্রয় হবে। আপনিও চাইলে এই দামে সিলিন্ডার ক্রয় করতে পারেন।
ঘরোয়া গ্যাসের দাম কবে কমবে?
জুলাই মাসের হিসেব আমরা জানলাম। তবে গত জুন মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছিল সিলিন্ডার প্রতি ৭২ টাকা। চলতি মাসেও অব্যাহত রান্নার গ্যাসের দাম কমার প্রক্রিয়া। প্রধানত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারগুলি ব্যবহৃত হয় হোটেল এবং রেস্তোরাঁ গুলিতে। তাই দাম কমার ফলে ব্যবসায়ীদের কিছুটা লাভ হয়েছে। তবে এই দাম মধ্যবিত্তদের সমস্যার সমাধান করেনি।
কারণ বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ঘরোয়া গ্যাসের দামে কোন হেরফের হয়নি। তাই চিন্তায় সাধারণ মানুষ। সবাই অপেক্ষা করছেন কবে ঘরোয়া গ্যাস-এর দাম কমবে। সরকার কি আদৌ কোন সিদ্ধান্ত নেবে? সাধারণ মানুষের কথা ভেবে যদি ভবিষ্যতে ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়। তাহলে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।
আপাতত মানুষের দৈনন্দিন জীবনে অতিরিক্ত এই টাকা খরচ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আশা করা যায়, বাণিজ্যিক গ্যাসের দাম যেভাবে কমলো, ঠিক সেভাবে ঘরোয়া গ্যাসের দামও কমবে। আর দাম কম হতে সবার মুখেই ফুটবে হাসি। এখন দেখা যাক নতুন করে কি সিদ্ধান্ত হয়।