LPG Gas: রান্নার গ্যাসে 6 লক্ষ টাকার বিমার ব্যবস্থা করল সরকার। বিশেষ পরিস্থিতিতে মিলবে সুবিধা। কিভাবে আবেদন করবেন? জেনে নিন

ভারতবর্ষের বাড়ি বাড়িতে রান্নার গ্যাস (LPG Gas) অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। দেশের প্রতিটি বাড়িতে এলপিজি সিলিন্ডার (LPG Gas) অপরিহার্য হয়েছে। এক সময় উনুনের রান্না করার থেকে ধোঁয়া, ধুলো ইত্যাদির সমস্যা নানা শারীরিক ব্যাধী সবটাই এখন অতীত হয়েছে রান্নার গ্যাসের কল্যাণে (LPG Gas)। বিগত কয়েক বছরে সরকার এলপিজি সিলিন্ডার (LPG Gas) নিয়ে বেশ কিছু নতুন প্রকল্প এনে হাজির করেছে।

যার জন্য দেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে দরিদ্র পরিবার সর্বত্র বৃদ্ধি পেয়েছে এলপিজি সিলিন্ডারের (LPG Gas) ব্যবহার। এর পাশাপাশি এখন কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাসের জন্য বিমার ব্যবস্থা করল। এর সুবিধা পাবেন, প্রত্যেক রান্নার গ্যাসের (LPG Gas) গ্রাহক। কিভাবে? এই বিষয়গুলো আলোচনা করব আজকে এই প্রতিবেদনের মাধ্যমে।

LPG Gas -এর জন্য বীমার ব্যবস্থা 2024

কেন্দ্রীয় সরকার দেশবাসীর কল্যাণে নানান ধরনের প্রকল্পের সূচনা করেছে। সাধারণ মানুষ যাতে ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার বসাতে পারেন, তার জন্য সরকার রান্নার গ্যাসের জন্য বিশেষ প্রকল্প আরম্ভ করেছিল। এর পাশাপাশি রান্নার গ্যাস গ্রাহকদের জন্য বীমার ব্যবস্থাও করলো সরকার। রান্নার গ্যাস গ্রাহকরা এক বিশেষ কারণে বীমার সুবিধা পাবেন।

সাধারণ মানুষ কোন কারণে এলপিজি সিলিন্ডারের জন্য বীমার সুবিধা পাবেন? কিভাবে মিলবে এই সুবিধা? বীমার জন্য কোথা থেকে আবেদন করতে হবে? কাদের জন্য এই বীমার সুবিধা? এই সমস্ত বিষয় আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্র। তাই অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন আপনারা পড়ে নিন।

এলপিজি সিলিন্ডারের ব্যবহার যেমন ঘরে ঘরে জনপ্রিয়, ঠিক তেমনভাবেই এই রান্নার গ্যাসের অসাবধানজনিত ব্যবহার দুর্ঘটনা ডেকে আনে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর প্রচুর মানুষ এই রান্নার গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার জন্য প্রাণ হারান। প্রচুর মানুষ আহত হন, ক্ষতিগ্রস্ত হয় সম্পত্তি। তাই প্রথম থেকেই রান্নার গ্যাসের সঠিকভাবে ব্যবহার করা খুবই জরুরী। কিছু নিয়ম-নীতি মেনে তবেই এলপিজি সিলিন্ডার ব্যবহার করার দরকার।

কিন্তু অধিকাংশ সময় অসাবধানজনিত কারণে এই দুর্ঘটনা লেগেই থাকে। তাই আমজনতার জন্য বীমার ব্যবস্থা করেছে দেশের সরকার। রান্নার গ্যাস দুর্ঘটনার জন্য যদি গ্রাহক ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি ৬ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন। নির্দিষ্ট নিয়ম মেনে বীমার জন্য আবেদন জানাতে হবে গ্রাহককে।

PM Awas Yojana 2024 – প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো ৩ কোটি মানুষ ১.২ লাখ টাকা পাবে। নতুন আবেদন শুরু হলো

LPG Gas-এর দুর্ঘটনায় সরকারি বীমা

দেশের সমস্ত এলপিজি গ্রাহককে কেন্দ্রীয় সরকার এই বীমা ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছে। যে কোনো ধরনের গ্যাস দুর্ঘটনায় উপভোক্তারা সরকারি বীমা সাহায্য পাবেন। রান্নার গ্যাসের দুর্ঘটনা অনুযায়ী বীমার টাকার অংক পরিবর্তিত হবে। রান্নার গ্যাস সংযোগে কোন ধরনের দুর্ঘটনার জন্য কত টাকা বীমা পাবেন, সেই হিসাবটা এবার জেনে নেওয়া যাক।

  1. যদি রান্নার গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার ফলে ভারতের কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই পরিবারের প্রত্যেক ব্যক্তি মাথাপিছু ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা করে পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার বীমা পাওয়া যাবে।
  2. রান্নার গ্যাস দুর্ঘটনার জন্য প্রত্যেক পরিবার সরকারের তরফে ২ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন।
  3. যদি রান্নার গ্যাস দুর্ঘটনার কারণে কোন ব্যক্তি মারা যান, তাহলে সেই ব্যক্তির পরিবার সরকারি তরফে ৬ লক্ষ টাকা পাবেন।

Government Scheme Pension 2024: দেশবাসীকে ৫০০০ টাকা করে দিচ্ছে মোদি সরকার। চাকরি না করেও পেনশন পাবেন। কিভাবে আবেদন জানাবেন? জেনে নিন

কিভাবে মিলবে এই বীমার সুবিধা?

ভারতবর্ষের কোন ব্যক্তির বাড়িতে যদি রান্নার গ্যাস থেকে বিপত্তি হয়, রান্নার গ্যাসের দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে নির্দিষ্ট পদ্ধতি মেনে বীমার জন্য নিজের আবেদন জমা করবেন। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে কিভাবে আবেদন জমা করতে হবে। আসুন এবার সেই বিষয়ে জানা যাক।

  • যদি কোন ব্যক্তি রান্নার গ্যাস দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে সেই এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহক গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটর এর কাছে লিখিত দরখাস্ত জমা করতে হবে।
  • আপনার দরখাস্ত পাওয়ার পর গ্যাস ডিস্ট্রিবিউটার নিজস্ব এলাকার কার্যালয়ে এবং বীমা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি সংশ্লিষ্ট বিষয় প্রয়োজন মতো পদক্ষেপ নেবেন।
  • এলপিজি গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উপভোক্তাকে গ্যাস ডিস্ট্রিবিউটার বীমার সাহায্য করবেন। তিনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং বিবেচনা করে ব্যক্তির ক্ষতিগ্রস্ততার পরিমাপ করে বীমার সুবিধা প্রদান করবেন।

প্রসঙ্গত, রান্নার গ্যাস ব্যবহার করার সময় গ্রাহকদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তবেই দুর্ঘটনায় এড়ানো সম্ভব। সিলিন্ডারে বিন্দুমাত্র ত্রুটি লক্ষ্য করলেই ‌গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এলপিজি সিলিন্ডারের পাইপ ও অন্যান্য অংশে যদি ত্রুটি দেখা যায়, তাহলে সত্বর তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিন। আগেই সচেতনতা অবলম্বন করলে দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব।