LPG Gas Cylinder: LPG এখন অতীত, এবার এইভাবে নিতে হবে রান্নার গ্যাস! বিপদে পড়ার আগে তাড়াতাড়ি জেনে নিন

পশ্চিমবঙ্গের ঘরে ঘরে একটি অতি প্রয়োজনীয় জিনিস হলো রান্নার গ্যাস। বর্তমানে এলপিজি সিলিন্ডারে (LPG Gas Cylinder) বাংলার ঘরে ঘরে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। সিলিন্ডারের গ্যাস শেষ হলে পুনরায় বুকিং করতে হয় তারপর ফের নতুন সিলিন্ডার বাড়ি অবধি পৌঁছে দেওয়া হয়। রান্নার গ্যাসের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি জনতার যখন চিন্তার কারণ হয়েছে, ঠিক তখনই রান্নার গ্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত কানে আসছে। এবার থেকে সিলিন্ডারে নয়, অত্যাধুনিক পাইপ লাইনে (Pipeline Gas) বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় এই পদ্ধতি চালু হবে। তারপর গোটা পশ্চিমবঙ্গে নয়া পদ্ধতিতে রান্নার গ্যাস সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে।

LPG Gas Cylinder

পশ্চিমবঙ্গে পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ অনেকদিন ধরেই পাইপ লাইনে গ্যাস সরবরাহের কথা কানে আসছিল। সম্প্রতি GAIL এবং বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)-এর তরফে এমন একটি ঘোষণা সামনে এলো যা নিঃসন্দেহে জনসাধারণকে খুশি করবে। জানা যাচ্ছে এবার রাজ্য জুড়ে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হবে। GAIL এবং BGCL-এর যৌথ উদ্যোগে খুব শীঘ্রই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। প্রাথমিকভাবে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ চালু হবে। তারপর গোটা বাংলায় ছড়িয়ে যাবে অত্যাধুনিক পদ্ধতিতে রান্নার গ্যাস পরিবহন।

এ বিষয়ে GAIL যে ঘোষণা করেছে তা হল- এবার পশ্চিমবঙ্গের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে রাজ্যবাসীর ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রক্রিয়া অতি সত্বর সম্পন্ন করতে তৎপর হয়েছে GAIL। জানা যাচ্ছে, নয়া প্রকল্পের আওতায় বাংলায় প্রায় এক লক্ষ গ্যাস সংযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বৃহত্তর উদ্যোগ সম্পন্ন হবে। আর এই পদ্ধতিতে বাড়তি সুবিধা পাবেন আমজনতা। সবদিক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে।

প্রাথমিকভাবে কোন ছয়টি জেলায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ হবে?

GAIL-এর তরফে সাম্প্রতিকভাবে যে তথ্য সামনে এসেছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে প্রাথমিক ভাবে পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় নয়া পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাস (LPG Gas Cylinder) সরবরাহ হবে। স্বাভাবিকভাবেই জনসাধারণের মধ্যে প্রশ্ন, কোন ছয়টে জেলায় প্রথম এই পদ্ধতি চালু হতে চলেছে? GAIL জানায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলি, এবং নদীয়াতে প্রথম এই পদ্ধতি চালু হতে চলেছে। উল্লিখিত ছয়টি জেলার চল্লিশ টি পুরসভা পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেবে। যেহেতু আগেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, তাই ইতোমধ্যে রান্নার গ্যাস সরবরাহ সংক্রান্ত প্রয়োজনীয় উদ্যোগগুলি নেওয়া হয়েছে। পাইপ লাইনের রান্নার গ্যাস সরবরাহের জন্য কী উদ্যোগ নেওয়া হয়েছে?

আরও পড়ুন: Mother Dairy Franchise: ঘরে বসে আয় করুন ৫০০০০ টাকা, শুরু করুন এই ব্যবসা

যেহেতু ধীরে ধীরে গোটা রাজ্য পাইপলাইনে রান্নার গ্যাস (LPG Gas Cylinder) সরবরাহের আওতায় আসতে চলেছে, তাই আগের থেকেই উদ্যোগ গৃহীত হচ্ছে। ইতোমধ্যে জানা যাচ্ছে, প্রথম ধাপে মগরার রাজারামবাটি এবং নদিয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। মগরার গ্যাস সরবরাহ কেন্দ্র থেকে রান্নার গ্যাস সরবরাহের পাইপ লাইন দিল্লি রোড হয়ে হাওড়া জেলার উলুবেড়িয়া পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ এর মধ্যেই শুরু হয়েছে।

অন্যদিকে, গায়েশপুরের গ্যাস সরবরাহ কেন্দ্রটি থেকে রান্নার গ্যাস ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, বারাসাত হয়ে কলকাতা নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। কলকাতার নিউটাউন, বিধাননগর হয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর পর্যন্ত পাইপলাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। হুগলি জেলার ক্ষেত্রে নিকটবর্তী পৌরসভা থেকে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলে সূত্র মারফত খবর মিলছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর GAIL-র দুর্গাপুর প্ল্যান্ট থেকে প্রাকৃতিক গ্যাসের মূল যোগান আসবে।

জনসাধারণ কি কি সুবিধা পাবেন?

গোটা রাজ্যে যদি সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের দ্বারা রান্নার গ্যাস (LPG Gas Cylinder) সরবরাহ করা হয় তবে রান্নার গ্যাস গ্রাহকেরা অতিরিক্ত সুবিধা পাবেন।

১) মূল্যবৃদ্ধির বাজারে রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দাম যে হারে বাড়ছে, তাদের নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবারই কালঘাম ছোটার দশা। এত দাম দিয়ে রান্নার গ্যাস কিনে তা ব্যবহার করা কার্যত সমস্যা হচ্ছে। সরকার রান্নার গ্যাসে ভর্তুকি দিচ্ছে ঠিকই, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বাড়ছে বৈ কমছে না। তাই জানা যাচ্ছে, যদি সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনে গ্যাস সরবরাহ করা হয়, তবে দাম আগের চাইতে অনেকটাই কমবে। যা নিঃসন্দেহে স্বস্তির কারণ সবার জন্য।

২) সিলিন্ডারের নানান সমস্যার কারণে মাঝেমধ্যে বিপদ দেখা যায়। গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) বাস্ট করে বা রক্ষণাবেক্ষণ জনিত ত্রুটির কারণে অ্যাক্সিডেন্টের সমস্যা নতুন নয়। পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস আসলে ক্ষয়ক্ষতির সমস্যা কমবে।

৩) এও জানা যাচ্ছে, পাইপ লাইনে গ্যাস সরবরাহ হলে তা পরিবেশের জন্য ভালো। বায়ুদূষণ কম হবে। পরিবেশের সার্বিক ক্ষতি অনেকটাই কমবে।