LPG Gas Price 2024: মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম শুনলেই চমকাবেন! এত টাকা দিয়ে কিনতে হবে এলপিজি সিলিন্ডার, চিন্তায় সাধারণ মানুষ

সাধারণ মানুষের জন্য এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের খবর বিশেষ গুরুত্বপূর্ণ (LPG Gas Price). সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে বদল আসে। তাই রান্নার গ্যাসের দাম কমলো নাকি বাড়লো, সেদিকে নজর থাকে সবার। সেপ্টেম্বর এর শেষ থেকেই শোনা যাচ্ছিল আসন্ন মাস অক্টোবরে রান্নার গ্যাসের (LPG Gas Price) দামে ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আর বাস্তবে দেখা গেল তাই। অক্টোবর মাসের শুরুতেই বিরাট পরিবর্তন এলপিজি সিলিন্ডারের দামে। সাধারণ মানুষ এখন থেকে এত টাকা খরচ করে সিলিন্ডার কিনবেন। নতুন দাম শোনার পর থেকেই চিন্তায় সকলে।

এলপিজি সিলিন্ডার নিয়ে বড় খবর! এবার টাকা দিলেও মিলবে না সিলিন্ডার সমস্যায় পড়ার আগে জানুন

LPG Gas Price Update 2024

অক্টোবরের শুরু থেকেই পুজো পুজো ভাব। আর দুর্গাপুজোর মুখে দাম বাড়ল এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Price)। সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর আসতেই কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে একলাফে দাম বেড়ে গেল এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের। কলকাতার চিত্র থেকে দেখা যাচ্ছে, বর্তমানে প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ৪৮ টাকা করে। কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই-সহ দেশের অন্যান্য প্রান্তেও লাফিয়ে বেড়েছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

অক্টোবর মধ্যরাত থেকে শহর কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে মোট ১,৮৫০.৫ টাকা। গত সেপ্টেম্বরে সেই দামটা ছিল ১,৮০২.৫ টাকা। অর্থাৎ সেপ্টেম্বর পেরিয়ে পুজোর মাস অক্টোবর আসতেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়লো ৪৮ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের। তবে দিল্লিতে প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাসে ৪৮.৫ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। রাজধানীতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একলাফে বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১,৭৪০ টাকা।

রান্নার গ্যাসে 6 লক্ষ টাকার বিমার ব্যবস্থা করল সরকার। বিশেষ পরিস্থিতিতে মিলবে সুবিধা। কিভাবে আবেদন করবেন? জেনে নিন

LPG Cylinders Today Price 2024

এর পাশাপাশি, দেশের অপর দুটি মেট্রো শহর যথা মুম্বই ও চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল যথাক্রমে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা। তার ফলে অক্টোবর মাসে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হলে খরচ পড়বে ১,৬৯২.৫ টাকা। আর চেন্নাইতে সেই খরচ পড়বে ১,৯০৩ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের সাধারণ গৃহস্থ বাড়িতে রান্নার জন্য যে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, সেই এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। মার্চ থেকেই এঈ দামটা অপরিবর্তিত রয়েছে। অক্টোবর মাসেও তার বদল হলো না। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হলো, পুজোর মাসে যারা ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে চান, তাঁদের ৮২৯ টাকা খরচ পড়বে। যাঁরা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা যোজনার নিয়ম মতো আরও কম টাকায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কেনার সুযোগ পাবেন। ‌