Madhyamik Scrutiny Result: মাধ্যমিক স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশ। বদলে গেল 12000 পরীক্ষার্থীর নম্বর

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা (Madhyamik) অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য সারাবছর ধরে প্রস্তুত হন ছাত্র-ছাত্রীরা (Madhyamik)। যথারীতি নির্দিষ্ট সময়ে রেজাল্ট প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি (Madhyamik)। নম্বর নিয়ে অসন্তুষ্ট থাকা পরীক্ষার্থীরা পুনরায় খাতা চেক করার জন্য স্ক্রুটিনি এবং রিভিউ এর জন্য আবেদন করেছিলেন (Madhyamik)। আর সেই স্ক্রুটিনি ও রিভিউ এর রেজাল্ট এবার প্রকাশিত হলো।

আর সেই রেজাল্ট রীতিমতো উল্টেপাল্টে দিল ১২০০০ পরীক্ষার্থীর নম্বর (Madhyamik)। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা নবম শ্রেণী পার হতে না হতেই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা তথা মাধ্যমিকের (Madhyamik) জন্য প্রস্তুত হতে থাকেন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, তার জন্য শিক্ষকরা থেকে শিক্ষার্থীদের অভিভাবক সবাই রীতিমতো কোমর বেঁধে লাগেন (Madhyamik)।

প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা পার করে মূল পরীক্ষার জন্য প্রস্তুত হন সকলে (Madhyamik)। সন্তান যাতে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেন, তার জন্য চিন্তায় থাকেন অভিভাবকেরা (Madhyamik)। প্রতিবছর মধ্যশিক্ষা পর্ষদ রীতিমতো আয়োজন করে ফল প্রকাশ করেন মাধ্যমিকের (Madhyamik)। সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের মেধা তালিকা ঘোষণা করা হয়। এই বছরও ঠিক সেভাবেই রেজাল্ট প্রকাশ করেছিল পর্ষদ।

Ration Card 2024: বিরাট ঘোষণা! রেশন কার্ড থাকলেই ৪ টি নতুন সুবিধা দিচ্ছে সরকার। চারিদিকে হুলুস্থুলু পড়ে গেল

Madhyamik Exam 2024

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় খানিকটা আগের থেকেই। লোকসভা ভোটের কারণে এগিয়ে এসেছিল মাধ্যমিক পরীক্ষার সূচি। পরীক্ষার্থীদের বলা হয়েছিল, ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। কথা মতো হলোও তাই। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হল মাধ্যমিক ২০২৪। পরীক্ষা চলেছিল সেই মাসের ১২ তারিখ পর্যন্ত। মাধ্যমিক শেষ হলে পর রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীরা।

মধ্যশিক্ষা পর্ষদ বেশ কিছুদিন অপেক্ষা জারি রেখে নিয়ম মতো তিন মাসের ব্যবধানে মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর রেজাল্ট প্রকাশ করে। পর্ষদের কথা মত ২ রা মে তারিখে মাধ্যমিক পরীক্ষা ২০২৪ রেজাল্ট প্রকাশ্যে এসেছিল। রেজাল্টের পর বহু পরীক্ষার্থী রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন। এবার তাঁরা হাতে পেলেন নিজেদের নতুন রেজাল্ট।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮। এর মধ্যে ৪,০৩,৯০০ জন ছিলেন ছাত্র ও ৫,০৮,৬৯৮ জন ছাত্রী। অর্থাৎ, পরিসংখ্যান বলছে ছাত্রদের তুলনায় চলতি বছর ২৫.৯ শতাংশ বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা ২০২৪ -এ বসেছিলেন।

ফলপ্রকাশ হওয়ার পর দেখা যায় চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা ৭,৬৫,২৫২ জন। যদিও মাধ্যমিক চলাকালীন নিয়ম নীতি না মানার জন্য পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল করা হয়েছিল মোট ৪৬ জনের পরীক্ষা। এর মধ্যে ২ জন পরীক্ষার্থীর ফলাফল এখনও প্রকাশ হয়নি।

Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট। কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে? জেনে নিন ছাত্রছাত্রীরা

প্রকাশ পেল রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট

প্রতিবছরের মতো এই বছরও মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির জন্য বহু পরীক্ষার্থী আবেদন করেন।দেখা যায়, এই বছর পোস্ট পাবলিকেশন রিভিউ এর জন্য আবেদন জমা পড়েছিল ৩,৫০৮ জনের অন্যদিকে, স্ক্রুটিনির জন্য ৪১,৭৮১ জন আবেদন জানান। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এতদিন ধরে ১৪,২২৯ টি খাতা মিলিয়ে দেখার পর রিভিউ ফলাফলে মোট ১,২৩৮ টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে।

অন্যদিকে, স্ক্রুটিনির ক্ষেত্রে ১.৩৩,২২৯ টি খাতা দেখার পর নম্বর বদলে গিয়েছে ১২,৪৬৮ জনের। ২ মে ২০২৪ অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয় সেরা দশের তালিকা। এই সেরা দশের তালিকায় থাকা ৫৭ জনের নাম প্রকাশ করা হয়েছিল। তবে জানা যাচ্ছে, ২৮ জুন অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফলের দিন সেই ফলাফলে পরিবর্তন হয়েছে।মাধ্যমিকের নতুন ফলাফল বলছে, প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী।

চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পরই রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন জমা আরম্ভ হয়েছিল। সেই আবেদন গ্রহণের ১৮ দিনের মাথায় পুনর্মূল্যায়নের ফলাফল ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। আর সেই নতুন ফলাফল সামনে আসতেই উল্টে পাল্টে গেল সব হিসেব। বদলে গেল মেধা তালিকা থেকে বহু পরীক্ষার্থীর নম্বর।

নম্বর বেড়েছে অনেকের। হিসেব বলছে, সব মিলিয়ে ১৩,৭০৬ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে চলতি বছরের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফলের পর। কিছু কিছু পড়ুয়ার ক্ষেত্রে তো বৃদ্ধিও পেয়েছে মোট ২২ নম্বর। এমতাবস্থায়, পর্ষদের ভূমিকা ঘিরে উঠছে প্রশ্ন।

স্ক্রুটিনি ও রিভিউ রেজাল্ট ২০২৪ তুলছে প্রশ্ন প্রায় প্রত্যেকবারেই দেখা যাচ্ছে, রিভিউ রেজাল্ট এর পরেই ছাত্র-ছাত্রীদের নম্বর বদলে যাচ্ছে। আর সেই ব্যাপারটি ঘিরেই উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক।

একই সঙ্গে দুটি বড় বোর্ড পরীক্ষার ফলাফলে কার্যত প্রভাব ফেলেছে তার রিভিউ ও স্ক্রুটিনির নম্বর। এই পরিস্থিতিতে দাবি উঠছে সিবিএস‌ইর মতো পশ্চিমবঙ্গ বোর্ডেও কি আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা ঘোষণা করা হবে? আলোচনা শুরু হলো বিভিন্ন মহলে।