প্রত্যেক বছর শুরুর দিকে সরকার Holiday র একটি তালিকা প্রকাশ করে। এবছরও সরকারের তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এর ব্যতিক্রম কিছু হইনি। ফেব্রুয়ারি মাসেও সরকারের তরফ থেকে অনেক ছুটি পেয়েছে জন সাধারণ সহ ছাত্রছাত্রীরা। গত মাসেই গেছে ব্ল্যাক ডে, ভালেন্টাইন্স ডে এবং সরস্বতী পূজা। তবে মার্চ মাসেও এই ছুটির তালিকা থাকছে অনেক বড়। যারা ছুটির আশায় ছিলেন ভেবেছিলেন ছুটি পেলে পেলে কোথাও ঘুরতে বেড়াতে যাবেন তাদের জন্য খুশির খবর হতে চলেছে।
March Holiday Observance
এছাড়া ঘুরতে যাওয়া ছাড়াও যারা চাকরিজীবী তারা তাদের দৈনন্দিন এই জীবনযাত্রার থেকে বিরতি পেতে একটি ছুটির স্বাদ পেতে চান। এছাড়াও আজকাল কার ছাত্রছাত্রীরা পড়াশোনার চাপ থেকে মুক্তিই পায়না। এমনকি আগে যেমনি তাদের মধ্যে খেলাধুলা করার একটা ঝোঁক বা প্রবণতা দেখা যেত তাও সময়ের সাথে সাথে আর দেখা যাচ্ছেনা। সুতরাং তারাও তাদের দৈনন্দিন এই চাপের এই জীবনে বিরতি চেয়ে থাকে।
প্রধানমন্ত্রী মোদি-র নতুন প্রকল্পের ঘোষণা, কমাবে বিদ্যুৎ বিল! কারা কীভাবে আবেদন করবেন? জানুন।
সরকারি কর্মী থেকে স্কুল কলেজ পড়ুয়ারা সবারই Holiday র কথা শুনলেই মন খুশিতে লাফাতে শুরু করে। বড়দের থেকে কচিকাচারা ছুটি পেলে বেশি খুশি হয়। তখন কোথায় ঘুরতে যাবে কি করবে তার প্ল্যানিং শুরু হয়ে যায়। শুধু কচিকাচা বলা ভুল বড়োরাও প্ল্যানিং করতে শুরু করে দেন ছুটি পেলেই। যে কোনো পড়ুয়াদের ছুটি নিয়ে প্রশ্ন করলেই দেখা যাবে স্কুল যাওয়ার থেকে ছুটির নাম শুনলেই খুশিতে আত্মহারা হয়ে যায় বাচ্চারা।
সব উৎসব সব রাজ্যে পালন করা হয়না তাই সব উৎসবের ছুটি সব রাজ্যে বর্ধিতও থাকবেনা। তবে কেন্দ্রীয় ছুটি গুলি সকল রাজ্যে বর্ধিত আছে। এছাড়াও কিছুদিন আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। যদিও বা তিনটি মাস ছুটি আছে তবুও সামনে ভোট অনেকেই সেই সময় ঘুরতে যেতে চান না তারা মার্চ মাসেই একটা Holiday তে ঘুরতে যেতে পারেন।
আবার টানা ছুটির খবর। মার্চ মাসের শুরুতেই সম্পূর্ণ ছুটির তালিকা দেখুন।
2024 এর মার্চ মাসের ছুটির Holiday তালিকা প্রকাশ
১) 5th মার্চ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জন্মদিন।
২) 8th মার্চ হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মেরও বড় উৎসব মহা শিবরাত্রি।
৩) 25th মার্চ শুভ দোলযাত্রা।
৪) 28 মার্চ আপনারা পবিত্র মন্ডির ছুটি পাবেন।
৫) 29 মার্চ শুভ শুক্রবার।
৬) 31 মার্চ ইস্টার।