Money Investment: মাত্র 100 টাকা জমা করে হতে পারেন কোটিপতি! বিনিয়োগের গোপন সূত্র জেনে নিন

বর্তমানে প্রতিটা মানুষ অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। আর সেই অর্থকে সঠিক সঞ্চয় করে ভালো লাভ করতে(Money Investment) আগ্রহী হয়ে থাকেন। ব্যাংকে অনেক টাকা থাকুক ভবিষ্যৎ সুরক্ষিত হোক, এমনটা কে না চান! আর তাই জন্য সকলে বিনিয়োগের ভালো বিকল্প খোঁজ করেন(Money Investment).

এবার আপনি হয়ত ভাবছেন, এমন কোন জায়গা আছে যেখানে টাকা বিনিয়োগ করলে একদিকে যেমন সেটি সুরক্ষিত থাকবে, ঠিক একভাবে আপনি দ্বিগুণ হারে রিটার্ন পেতে পারেন(Money Investment). আজকের প্রতিবেদনে আমরা তেমনি একটি সঞ্চয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার টাকা যে স্থানে সুরক্ষিত থাকবে, আবার আপনি অল্প সময়-এর মধ্যে কোটিপতি হয়ে যেতে পারবেন।

সপ্তাহের শুরু! সোনার দাম শুনলে চমকাবেন! ১০ গ্রাম সোনা কিনতে কত খরচ হবে আপনার?

Money Investment Best Plan 2024

বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে আমাদের জীবন যাপন অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এর মধ্যে সকলেই ভবিষ্যতের কথাও ভাবছেন। কিন্তু, ভবিষ্যতের জন্য টাকা জমানোর ক্ষেত্রে আপনাকে কিছু বিনিয়োগের রাস্তা খুঁজে নিতে হবে (Money Investment). যেখানে আপনি সঞ্চয় কিংবা বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে পারেন। আসলে, বর্তমানে বাজারে সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্ল্যান রয়েছে।

কিন্তু টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সব দিক ভেবেচিন্তে নিতে হবে(Money Investment). আপনার জন্য তাই টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার একটি দুর্দান্ত রাস্তা উল্লেখ করা হলো। বা বলা ভালো, এক গোপন সূত্র উল্লেখ করা হলো। শুধু তাই নয় এখানে আপনি ১০০ টাকা জমা করেও কোটিপতি হতে পারবেন। ভাবছেন কিভাবে? আসুন সেই বিষয়ে বিস্তারিত জানা যাক।

সাধারণত আমরা টাকা জমা করার ক্ষেত্রে বিশেষ ভাবে ভরসা করি ব্যাংক কিংবা পোস্ট অফিসকে। এই দুই ক্ষেত্রে টাকা জমা করা বেশি সুরক্ষিত এবং জমাকৃত টাকার উপরে ভালো রিটার্ন পাওয়া যায়। বিশেষ করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে তার থেকে রিটার্ন পেতে আমরা অনেকেই আগ্রহী।

কিন্তু আপনারা জানেন, ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে ব্যাংকের তরফে আপনাকে যে সুদ দেওয়া হোক না সেটি পর্যাপ্ত নয়। আর তাই জন্যেই অনেকে অধিক লাভের জন্য বিকল্পের সন্ধান করতে থাকেন। আর সেখান থেকে উঠে আসে মিউচুয়াল ফান্ডের কথা। এখানে বিনিয়োগ করে অনেক কম সময়ে ভালো রিটার্ন পাওয়া যায় তা আমরা সবাই জানি। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিছুটা ঝুঁকিপূর্ণ। তবু বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে বেশ জনপ্রিয়।

ফিক্সড ডিপোজিট করবেন? এই ৫ টি ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!

Money Investment Tips 2024

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তুলনামূলক কম সময়ে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায় বলে বর্তমানে প্রায় সবার কাছেই মিউচুয়াল ফান্ড অনেক বেশি গ্রহণ যোগ্য হয়ে উঠেছে, মিউচুয়াল ফান্ডের চাহিদাও বাড়ছে। এখন অনেকেই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করছেন অধিক লাভের আশায়। তবে এই ক্ষেত্রে আপনার বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। কারণ সব মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো হয় না। তাই একটি বিশেষ মিউচুয়াল ফান্ড সম্পর্কে আজ আমরা আলোচনা করছি। ‌আশা করছি আপনারা যারা অর্থ বিনিয়োগ নিয়ে চিন্তায় রয়েছেন তাঁদের সবার জন্য উপকারী হবে।

Money Investment In Mutual Fund 2024

বর্তমান বিনিয়োগকারীদের অনেকেরই পছন্দ HDFC Top 100 মিউচুয়াল ফান্ড। একটি হিসেব বলছে, মিউচুয়াল ফান্ড চালু হওয়ার পর থেকে মোটামুটি প্রায় ২৭ বছর হয়ে গেল যে এই স্কিম বাজারে রয়েছে। বিগত ১০ থেকে ১৫ বছর ধরে এই মিউচুয়াল ফান্ডে টাকা জমিয়ে বিনিয়োগ কারীরা প্রায় ১৪% পর্যন্ত বাম্পার রিটার্ন পেয়ে এসেছেন।

আসলে কোম্পানিটি পোর্টফোলিওর ৮০% লার্জ ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে, আর সেই জন্যই এত ভাল রিটার্ন দিতে পারে। মোটামুটি একটি হিসেব বলছে যে, প্রতিমাসে ১০ হাজার টাকা করে জমা দিয়ে বিনিয়োগকারীরা ২০ বছরে আয় করেছেন প্রায় ৬.৮৮ কোটি টাকা। তবে খেয়াল রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই আর্থিক উপদেষ্টাদের পরামর্শ মেনে চলবেন।