Mutual Fund: টাটা কোম্পানির এই ফান্ডে বিপুল লাভের গ্যারেন্টি। মাত্র 790/- টাকা ইনভেস্ট করে রিটার্ন 1 লাখ টাকা

পরিশ্রমের টাকা বিনিয়োগের জন্য একাধিক পন্থা অবলম্বন করি আমরা। সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে টাকা জমিয়ে দ্বিগুণ করার আশায় থাকি। আসলে টাকা ডাবল করতে কে না চায়। আর সেই জন্যেই বেশ কিছু লাভজনক স্কিম চালু রয়েছে ভারতের বাজারে। অল্প সময়ে টাকা দ্বিগুণ করার জন্য মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) বিকল্প নেই।মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) টাকা রাখলে কয়েক মাস অথবা কয়েক বছরের মধ্যে তা দ্বিগুণ হয়ে আপনার হাতে আসবে।

কিন্তু মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগের আগে কিছু বিষয় জেনে নেওয়া খুব জরুরি। কোন স্কিম কত বেশি লাভ দেবে সেটাও জানতে হবে। সম্প্রতি টাটা কোম্পানির একটি ফান্ড (Mutual Fund) দারুণ লাভ দিচ্ছে বিনিয়োগকারীদের। আপনিও যদি বিনিয়োগ (Mutual Fund) করতে চান তাহলে এই প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়বেন। ‌কারণ আপনার জন্য প্রয়োজনীয় তথ্যের ভান্ডার রইল আজকের প্রতিবেদনে।

Mutual Fund Investment 2024

বর্তমানে টাকা জমানোর জন্য লাভজনক স্কিমের বিকল্প নেই। হাজার হাজার প্রকল্প চালু রয়েছে ইনভেস্টমেন্ট বাজারে। মানুষ এখন অর্থ জমানোর গুরুত্ব বুঝেছে, বিভিন্ন ফান্ডে তাঁরা ঘুরিয়ে ফিরিয়ে ইনভেস্ট করছে। অল্প সময়ে টাকা ডবল করতে হলে ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু যদি ঝুঁকি না নিতে চান তাহলে ব্যাংক কিংবা পোস্ট অফিসে ইনভেস্ট করতেই পারেন। কিন্তু এতে এক তো অনেক সময় লাগবে, আর দ্বিতীয়তঃ টাকা ডবল হওয়ার স্পষ্ট গ্যারান্টি থাকে না।

তাই যদি আপনি উচ্চ রিটার্ন চান অল্প সময়ের মধ্যে তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে ‌মিউচুয়াল ফান্ডে (Mutual Fund)। আর মিউচুয়াল ফান্ড প্রসঙ্গে আমরা আলোচনা করব টাটা কোম্পানির একটি ফান্ড সম্পর্কে। এই ফান্ড আপনাকে অনেক অল্প সময়ের মধ্যেই বিপুল রিটার্ন এনে দেবে (Mutual Fund)। আপনার স্বপ্ন হবে সত্যি। আর আপনি হয়ে যাবেন লাখপতি।

WB Government Scheme: সমস্ত প্রকল্প অতীত! এবার ‘বার্ধক্য ভাতায়’ দেদার সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার। খুশির জোয়ার বাংলায়

New Mutual Fund Investment 2024

টাকা দ্বিগুণ করার জন্য ফিক্সড ডিপোজিট (FD) অনেকেই পছন্দ করেন। কিন্তু যদি আপনাকে বলা হয়, টাটা কোম্পানির এমন একটি ফান্ড রয়েছে, যা আপনাকে অনেক অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ হারে রিটার্ন এনে দেবে ফিক্সড ডিপোজিটের (FD) চাইতে। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। যদিও অবাক হওয়ার বাকি রয়েছে আরও। টাটা কোম্পানির এই ফান্ড ব্যাংকের ফিক্স ডিপোজিটের তুলনায় তিনগুণেরও বেশি রিটার্ন দিচ্ছে।

একজন বিনিয়োগকারী যদি এখানে প্রতিমাসে মাত্র ৭৯০ টাকা করে জমান, তাহলেই তিনি লাখপতি হবেন। টাটার এই ফান্ড এমনই সুবিধা দিচ্ছে। রীতিমতো গ্যারান্টি দেওয়া হচ্ছে যে, পাঁচ বছরের মধ্যে সেই বিনিয়োগকারী লাখপতি হয়ে যাবেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, টাটার এই মিউচুয়াল ফান্ডের নাম কি।‌ আসলে টাটা কোম্পানির এই মিউচুয়াল ফান্ডের নাম “Tata Small Cap Fund Regular Growth”। এখানে কিভাবে বিনিয়োগ করবেন? কি কি নিয়ম রয়েছে এই বিনিয়োগের ক্ষেত্রে? সবটাই আমরা জেনে নেব আজকের প্রতিবেদন থেকে।

Tata Small Cap Fund Regular Growth

টাটা কোম্পানির একটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড হলো ‘টাটা স্মল গোল্ড রেগুলার গ্রোথ’। টাটা কোম্পানির এই মিউচুয়াল ফান্ড মূলত বিনিয়োগ করে, শেয়ার বাজারের স্মল ক্যাপ কোম্পানি গুলোতে। আর সেই কারণেই এই মিউচুয়াল ফান্ডে উচ্চ রিটার্ন পান বিনিয়োগকারী। তবে এই ফান্ডে ঝুঁকির ভয় কিন্তু রয়েই যায়। আবার রিটার্নের দারুণ সুফল হাতেনাতে দেখায় ফান্ডটি।

একটি রিপোর্ট বলছে, এই ফান্ডটি বিনিয়োগকারীদের প্রায় ৪৪ শতাংশের বিপুল রিটার্ন দিয়েছে। যার কারণে বিনিয়োগকারী অল্প সময়ের মধ্যে ধনী হয়ে উঠেছেন এছাড়াও অপর একটি রিপোর্ট বলছে, বিগত তিন বছরে এই ফান্ডটি প্রায় ২৭ শতাংশ, গত ৫ বছরে ২৯ শতাংশ এবং লঞ্চ হবার পর থেকে এখনও পর্যন্ত ফান্ডটি ২৭ শতাংশের চোখ ধাঁধানো রিটার্ন দিয়েছে। 

Gold Price in kolkata: একেবারে সোনায় সোহাগা! জুনে দাম কমলো সোনার। এখন 10 গ্রাম সোনা কিনতে কত খরচ হবে?

৭৯০ টাকা জমিয়ে কিভাবে হবেন লাখপতি?

প্রথম থেকেই বলা হচ্ছে টাটা কোম্পানির এই ফান্ড এত দুর্ধর্ষ রিটার্নের দাবি রাখে যে, বিনিয়োগকারী মাত্র ৭৯০ টাকা জমিয়ে রাতারাতি হয়ে যাবেন বড়লোক। বিনিয়োগকারী হয়ে যাবেন লাখপতি। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে? আসুন এবার সেই উত্তর জেনে নেওয়া যাক। এই ফান্ডে চক্রবৃদ্ধি হারে টাকা বাড়তে থাকে। তাই একটি বিরাট তহবিল তৈরি হয়ে যায়। ‘Tata Small Cap Fund Regular Growth’ ফান্ডটিতে একজন ব্যক্তি যদি সর্বনিম্ন ৭৯০ টাকার SIP শুরু করেন, তবে তিনি ৫ বছরেও লাখপতি হতেন।

এখনো যদি একজন ব্যক্তি প্রতিমাসে ৭৯০ টাকার SIP শুরু করেন এবং অতীতের রিটার্নের মতো যদি ২৭ শতাংশও রিটার্ন পান, তবে ঠিক ৫ বছর পর ব্যক্তি রিটার্ন পাবেন মোট ১,০০,৫২৮ টাকা।‌ যেখানে ব্যক্তির বিনিয়োগের পরিমাণ হবে মোট ৪৭,৪০০ টাকা ও প্রাপ্ত সুদের পরিমাণ ৫৩,১২৪ টাকা। তাহলে আর দেরি কিসের? চটপট টাকা বিনিয়োগ করুন টাটা কোম্পানির এই জনপ্রিয় ফান্ডটিতে। ‌

Scroll to Top