যুবশ্রী প্রকল্পের তালিকা চেক করার পদ্ধতিতে আনা হলো বিরাট পরিবর্তন। এখনই জেনে নিন।

পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রচুর জনকল্যাণমূলক প্রকল্প লঞ্চ করা হয়েছে। তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্প কার্যকর হয়েছে তার মধ্যে যুবশ্রী প্রকল্প এক বিশেষ প্রশংসার দাবিদার। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পটি কার্যকর করা হয়েছিল। আর ইতিমধ্যে তা পশ্চিমবঙ্গের বেকার, কর্মহীন যুবক যুবতীদের মধ্যে বহুল জনপ্রিয়তা লাভ করেছে। রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পের অধীনে সমগ্র রাজ্যের বেকার, কর্মহীন যুবক-যুবতীদের প্রত্যেক মাসে ১৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। আর তাই অচিরেই যুবশ্রী প্রকল্প রাজ্যের বেকার, কর্মহীন যুবক-যুবতীদের চোখের মণি হয়ে উঠেছে। বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা প্রদানের মাধ্যমে কর্মমুখী করে তোলাই যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য।

বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার, কর্মহীন যুবক-যুবতীদের মধ্যে যুবশ্রী প্রকল্প নিয়ে নানা ধরনের চর্চা শুরু হয়েছে। কিছুদিন পূর্বে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু তারপরই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যুবশ্রী প্রকল্পের তালিকা দেখার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যুবশ্রী প্রকল্পের তালিকা দেখার পদ্ধতিতে পরিবর্তন আনলেও আগের মতই আপনারা বাড়িতে বসেই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট দেখে নিতে পারবেন, তবে এর জন্য আপনাকে কতগুলি ধাপ অনুসরণ করতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনার বাড়িতে বসেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর কার্যকরী যুবশ্রী প্রকল্পের তালিকা চেক করে নিতে পারবেন:-

১. যুবশ্রী প্রকল্পের তালিকা চেক করার জন্য আপনাকে প্রথমেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/yuvasree.php -এ যেতে হবে।
২. এরপর যুবশ্রী প্রকল্পের হোমপেজে থাকা VIEW STATUS IN FINAL WAITING LIST OF YUVASREE অপশনে ক্লিক করুন।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার Jobseeker Id টি সঠিক স্থানে সঠিকভাবে লিখতে হবে এবং তারপরে সিকিউরিটি কোডটি সঠিকভাবে লিখে Submit অপশনে ক্লিক করতে হবে।
৪. Submit অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে রয়েছে কিনা।

yuvasree-prakalpa

সুতরাং আপনিও যদি ইতিপূর্বে যুবশ্রী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়ে থাকেন এবং আপনার নাম যুবশ্রী প্রকল্পের লিস্টে রয়েছে কিনা তা দেখতে আগ্রহী হয়ে থাকেন, তবে উপরোক্ত পদ্ধতিটি অনুসরণ করে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিন যুবশ্রী প্রকল্পের ফাইনাল তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

আরও পড়ুন:- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদন করুন আজই

কারা যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন?

যুবশ্রী প্রকল্প ফাইনাল তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের যুবক যুবতীদের মধ্যে মূল যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে তা হলো, কারা যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। যুবশ্রী প্রকল্প কার্যকর করার সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে বসবাসকারী ২০ থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতীরাই কেবলমাত্র যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন।

এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরো জানানো হয়েছিল যে, পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী যে সমস্ত যুবক-যুবতীর পরিবারের বাৎসরিক আয় ২৫ হাজার টাকা বা তার তুলনায় কম এবং যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আওতায় নথিভুক্ত রয়েছে তারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে। আবেদনকারী যুবক কিংবা যুবতীকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বীকৃত যেকোনো বোর্ডের অধীনস্থ যেকোনো বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তবেই তিনি যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন।

যে সমস্ত যুবক-যুবতীরা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কার্যকরী অন্য কোনো প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন না। এর পাশাপাশি আরো জানানো হয়েছিল যে, যে সমস্ত যুবক-যুবতীরা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তারা এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন না। জনসাধারণের সুবিধার্থে আরো জানিয়ে রাখি যে, একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্যই যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন। অর্থাৎ আপনার পরিবারের অন্য কোনো সদস্য যদি এই প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন তবে আপনি কোনভাবেই যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন জানাতে পারবেন না।

যুবশ্রী প্রকল্পের আওতায় কিভাবে আবেদন জানানো সম্ভব?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসের ওয়েবসাইট থেকেই আপনারা যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। রাজ্যের যুবক-যুবতীদের যাতে সরকারি দপ্তরের লম্বা লাইনে দাঁড়িয়ে যুবশ্রী প্রকল্পের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন না করতে হয় তার জন্যই রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সুত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়ে থাকে তবে আপনি এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে অনুদান পেয়ে যাবেন এবং এই টাকা রাজ্য সরকারের তরফে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।