New Currency: ভারতের বাজারে আসছে 5000 টাকার নতুন নোট! ডিসেম্বর থেকেই মিলবে নোট? বন্ধ হবে আগের কারেন্সি?

পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা (Currency) আলাদা। কোথায় এক টাকা থেকে মুদ্রা শুরু হয় তো কোনো দেশে ‌ মুদ্রার অংক গণনা হয় ১০,০০০ থেকে। যদি দেখা যায় আমাদের দেশের দিকে, তাহলে বর্তমানে দেখতে পাবেন ভারতবর্ষে ১ টাকা থেকে কারেন্সি (Currency) শুরু হয়। এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল ২০০০ টাকা। যদিও কিছুদিন আগে ২০০০ টাকা বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI).

বলা হয়েছিল, নির্দিষ্ট উদ্দেশ্যের কারণেই ২০০০ টাকা আনা হয়েছিল বাজারে। তাছাড়া এই মুদ্রা সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন। শুধু তাই নয়, ২০০০ টাকার নোট সবচেয়ে কম ব্যবহৃত হত। মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে খুচরো টাকায়। তবে ১০০ টাকা, ৫০০ টাকার নোট ভারতে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয়(Currency). যদিও এখন শোনা যাচ্ছে অন্য কথা। শীঘ্রই নাকি চালু হতে চলেছে ৫০০০ টাকার নোট। কিন্তু সেটা কি ভারতে? নাকি ভারতের প্রতিবেশী দেশে? আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য।

আধার কার্ড নিয়ে জরুরি ঘোষণা! 14 সেপ্টেম্বরের মধ্যে করুন এই কাজ! নইলে বিপদে পড়বেন

New Currency Note Will Be Issued

ভারতবর্ষে ২০২৩ সালে ২০০০ টাকার নোট ব্যান করে দেওয়া হয়েছে। ফলে ২ হাজার টাকা নোট এখন আর ব্যবহার হয় না। তবে এবার বাজারে আসতে চলেছে ৫০০০ টাকার নোট(Currency).এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যেখানে ২০০০ টাকার নোট ব্যান করে দেওয়া হয়েছে সেইখানে কিভাবে ৫০০০ টাকা নোট পুনরায় চালু করা হতে পারে? আর সেটা কি সত্যিই হচ্ছে? এ বিষয়ে সমস্ত তথ্য জানলে তবেই বিষয়টি বুঝতে পারবেন (Currency). আসলে ভারতবর্ষে নয় নতুন ৫০০০ টাকার নোট চালু হচ্ছে ভারতের পড়শী দেশে।

এই বিষয়ে সাম্প্রতিক তথ্য সামনে এসেছে। এই নোট(Currency) চালু করছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। সম্প্রতি এই বিষয়ে বড় ঘোষণা করেছে পাকিস্তান এর কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, খুব সম্ভবত এই বছরের শেষভাগে নতুন চালু হতে চলেছে ৫০০০ টাকার নোট(Currency). জানা যাচ্ছে, পলিমার প্লাস্টিক কারেন্সি(Currency) ব্যবহার করা হবে। শুধু তাই নয়, সেই দেশে চালু থাকা পুরনো নোটগুলিকেও নাকি আবার নতুনভাবে ডিজাইন করা হবে।

পেট্রোল, ডিজেলের দামে রাতারাতি বদল! 1 লিটার পেট্রোলের দাম শুনলেই চমকাবেন

New Currency Issue Update

৫০০০ টাকার নোটের বিষয়ে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ সম্প্রতি একটি বৈঠক করেন। বৈঠকটি ছিল ব্যাংকিং এন্ড ফিন্যান্স কমিটির। ইসলামাবাদে এই ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স কমিটির বৈঠকে তিনি বলেন, যে সমস্ত কাগজের মুদ্রা বদলে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে আনা হবে। নতুন নিয়ম অনুসারে, হলোগ্রাম যুক্ত ১০, ৫০, ১০০, ৫০০, ১০০০ এবং ৫০০০ টাকার নোট ইস্যু করা হবে দেশে।

এখন আরও একটি প্রশ্ন বারংবার সামনে আসছে আর তা হল যদি নতুন নোট বাজারে আসে তাহলে কি বাতিল হয়ে যাবে সমস্ত পুরনো নোট? কি জানা যাচ্ছে এই বিষয়ে? আসুন এবার সেটি জেনে নিন। সূত্রের খবর, নতুন নোট ইস্যু করা হলেও, এখনই সম্পূর্ণভাবে বাতিল করা হবে না আগের থেকে চালু থাকা পুরনো নোটগুলি। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা যায়, পুরোনো নোটগুলি চালু থাকবে আগামী পাঁচ বছরের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ধীরে ধীরে বাজার থেকে সকল পুরনো নোটগুলি।