সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেক বাবা-মায়ের চিন্তা থাকে। তাই সন্তান ছোট থাকলেই বিনিয়োগ শুরু করে দেন অভিভাবকেরা। বর্তমানে সরকার বিভিন্ন প্রকল্পে আর্থিক বিনিয়োগের সুযোগ দিচ্ছে। যার মধ্যে অন্যতম হলো ন্যাশনাল পেনশন স্কিম বা (NPS)। আগে সন্তানের জন্য এখানে বিনিয়োগের সুযোগ না থাকলেও বর্তমানে এনপিএস বাৎসল্য স্কিম (NPS Vatsalya Scheme) চালু করে দিল কেন্দ্রীয় সরকার। আর এই প্রকল্পে এখন থেকে সন্তানের জন্য টাকা জমানো শুরু করতে পারবেন বাবা-মায়েরা (NPS Vatsalya Scheme)। যদি আপনিও এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চান, হলে অবশ্যই আজকের প্রতিবেদনটি আপনাকে পড়ে নিতে হবে (NPS Vatsalya Scheme)। তাই আর দেরি না করে আসুন চটপট এ বিষয়ে জানা যাক।
NPS Vatsalya Scheme 2024
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল পেনশন স্কিম (NPS) অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। বর্তমানে এই স্কিম দ্বারা উপকৃত হচ্ছেন ভারতবর্ষের বহু জনতা। তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ। কেন্দ্রীয় সরকার এই ন্যাশনাল পেনশন স্কিমে (National Pension Scheme) সরকারি কর্মীদের জন্যই টাকা ইনভেস্ট করার বন্দোবস্ত করে। তবে বর্তমানে বেসরকারি ক্ষেত্রের কর্মীরাও ন্যাশনাল পেনশন স্কিমে আর্থিক বিনিয়োগ করতে পারেন।
সকলেই উপকৃত হন এই প্রকল্পের দ্বারা (NPS Vatsalya Scheme)। এরই মধ্যে সম্প্রতি ন্যাশনাল পেনশন স্কিমের সঙ্গে যুক্ত হলো (NPS Vatsalya Scheme) নতুন সুবিধা। আর সেটি হল কেন্দ্রীয় সরকার চালু করল আরো একটি নতুন স্কিম। একেই বলা হচ্ছে এনপিএস বাৎসল্য স্কিম (NPS Vatsalya Scheme)। এই স্কিমে কারা টাকা বিনিয়োগ করতে পারবেন? কি সুবিধা আছে বিস্তারিত জেনে নিতে হবে।
চলতি বাজেটে আয়কর স্ল্যাবে বদল। জনতার পকেটে স্বস্তি! টাকা বাঁচবে সবার
What is NPS Vatsalya Scheme?
এতদিন পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করার সুযোগ পেতেন ১৮ থেকে ৭০ বছর বয়সীরা। বিশেষ করে তাঁদের অবসরের কথা ভেবে ফান্ডে টাকা রাখা যেত।সুবিধাভোগীর ৬০ বছর বয়স হলে তিনি কিছু টাকা তুলতে পারতেন আর বাকি টাকা মাসে মাসে পেনশন হিসেবে পেতেন। তবে, সম্প্রতি কেন্দ্রীয় বাজেট ২০২৪-এ সরকার যুক্ত করল আরো একটি নতুন স্কিম। যেখানে বাবা-মা সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবেন। সন্তান বড় হলে সেই জমানো টাকা তাঁর ভবিষ্যৎ উন্নতিতে কাজে লাগবে। নতুন প্রকল্পকে বলা হচ্ছে এনপিএস বাৎসল্য যোজনা (NPS Vatsalya Scheme)। স্কিমে টাকা জমানোর নিয়ম এবং তার সুযোগ-সুবিধা গুলি জেনে নিন।
দেশবাসীকে ১ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! আবেদন করুন এই স্কিমে
NPS Vatsalya Scheme Benifits 2024
এনপিএস বাৎসল্য স্কিমে অভিভাবকরা সন্তানের জন্য একটু একটু করে টাকা জমাতে পারবেন। এই প্রকল্পে সন্তানের বয়স আঠারো বছর হলে বাবা মা ফান্ডে জমানো টাকা তুলে নিতে পারবেন। তবে জেনে নেওয়া দরকার, এই বিশেষ স্কিমে জমানোর সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার আগেই জমানো টাকার পুরোটা স্থানান্তরিত হবে সাধারণ NPS একাউন্টে।
সন্তানের বয়স যখন ১৮ বছর হয়ে যাবে তখন স্কিমটি বদলে যাবে নন-এনপিএস স্কিমে। পাশাপাশি এই বিষয়টিও জেনে রাখা জরুরি, এনপিএস (NPS) অ্যাকাউন্টে কেউ যদি টাকা জমা রাখেন, তাহলে ন্যাশনাল পেনশন স্কিম এর সুবিধা অনুযায়ী আয়করে ছাড় পাওয়া যায়। একজন ব্যক্তি আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
NPS Vatsalya Scheme কিভাবে কাজ করবে?
সাধারণত এনপিএস অ্যাকাউন্ট (NPS) যেভাবে কাজ করে, এনপিএস বাৎসল্য স্কিম ঠিক একই পদ্ধতিতে কাজ করে। একজন ব্যক্তি ঠিক যেভাবে অবসরের কথা চিন্তা করে NPS স্কিমে বিনিয়োগ করেন, ঠিক সেভাবেই বিনিয়োগ করা যাবে NPS বাৎসল্য স্কিমে। এনপিএসে বিনিয়োগের মাধ্যমে একজন ব্যক্তি শেয়ার বাজার ইকুইটিতে, সরকারি বন্ডে আপনি লগ্নি করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি লাভ দেবে কেন্দ্রীয় সরকারের এই স্কিম।