আর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল এনপিএস বাৎসল্য প্রকল্প (NPS Vatsalya Scheme) সম্পর্কে। এর আগে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পেনশন স্কিম চালু রেখেছিলেন দেশবাসীর জন্য। তবে এবার শিশুদের জন্য চালু হলো পেনশন স্কিম। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সরকার এনপিএস বাৎসল্য স্কিম (NPS Vatsalya Scheme)-এর কথা সর্বসমক্ষে জানিয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী ১৮ সেপ্টেম্বর নয়া দিল্লিতে চালু হতে চলেছে ন্যাশনাল পেনশন স্কিম (NPS)-র অধীনে এনপিএস-বাৎসল্য প্রকল্প।
1000 টাকা অতীত! মাসে মাসে 1500 টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! শুরু হলো নতুন স্কিমে আবেদন
NPS Vatsalya Scheme 2024
কেন্দ্রের তরফে এই স্কিম সূচনা সম্পর্কে আরো বেশ কিছু বিষয় জানানো হয়েছে। যেমন প্রকল্পের অনুষ্ঠানে যোগদান করবেন দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা। এনপিএস বাৎসল্য স্কিমে (NPS Vatsalya Scheme) যারা সদস্য হতে চান, যারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাদের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবেন বুধবার। আর পাশাপাশি তিনি এই স্কিমের বিস্তারিত একটি নির্দেশিকা স্বরূপ পুস্তিকা আকারেও প্রকাশ করবেন। এর পাশাপাশি নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের দেওয়া হবে পার্মানেন্ট রিটায়ারমেন্ট একাউন্ট নম্বর বা (PRAN) কার্ড।
সরকারি উদ্যোগে সারা দেশের মোট ৭৫ টি স্থানে এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করার উদ্যোগ হয়েছে বলে খবর। সারা দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া প্রকল্পগুলি কেন্দ্রীয় ভাবে মূল অনুষ্ঠানের সাথে যুক্ত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এর পাশাপাশি, নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের কাছে প্রাণ একাউন্ট নাম্বার বা সদস্যপদ বিতরণ করা হবে সেই অনুষ্ঠানের মাধ্যমেই। এমন জানা যাচ্ছে।
বিরাট খবর! মাসে মাসে 3000 টাকা দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? জেনে নিন
NPS Vatsalya Scheme Benifits
এনপিএস বাৎসল্য স্কিমে অভিভাবকরা সন্তানের জন্য একটু একটু করে টাকা জমাতে পারবেন। এই প্রকল্পে সন্তানের বয়স আঠারো বছর হলে বাবা মা ফান্ডে জমানো টাকা তুলে নিতে পারবেন। তবে জেনে নেওয়া দরকার, এই বিশেষ স্কিমে জমানোর সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার আগেই জমানো টাকার পুরোটা স্থানান্তরিত হবে সাধারণ NPS একাউন্টে।
সন্তানের বয়স যখন ১৮ বছর হয়ে যাবে তখন স্কিমটি বদলে যাবে নন-এনপিএস স্কিমে। পাশাপাশি এই বিষয়টিও জেনে রাখা জরুরি, এনপিএস (NPS) অ্যাকাউন্টে কেউ যদি টাকা জমা রাখেন, তাহলে ন্যাশনাল পেনশন স্কিম এর সুবিধা অনুযায়ী আয়করে ছাড় পাওয়া যায়। একজন ব্যক্তি আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
NPS Vatsalya Scheme কিভাবে কাজ করবে
সাধারণত কেন্দ্রীয় সরকারি উদ্যোগে আরম্ভ হওয়া এনপিএস অ্যাকাউন্ট (NPS) যেভাবে কাজ করে, শিশুদের জন্য এনপিএস বাৎসল্য স্কিম ঠিক একই পদ্ধতিতে কাজ করে। একজন ব্যক্তি ঠিক যেভাবে অবসরের কথা চিন্তা করে NPS স্কিমে বিনিয়োগ করেন, ঠিক সেভাবেই বিনিয়োগ করা যাবে NPS বাৎসল্য স্কিমে। এনপিএসে বিনিয়োগের মাধ্যমে একজন ব্যক্তি শেয়ার বাজার ইকুইটিতে, সরকারি বন্ডে আপনি লগ্নি করতে পারবেন।