NSOU এর অধীনে ভর্তির প্রক্রিয়া কার্যকর করা হলো, কিভাবে আবেদন করবেন জেনে নিন।

সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যাদের পরিবারের আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনার বদলে চাকরি অথবা ব্যবসাকে বেছে নিতে হয়। এমনকি অনেক ক্ষেত্রে এমন ছাত্র-ছাত্রীরাও রয়েছেন যারা দ্বাদশ শ্রেণীর পরই চাকরি ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে যোগদান করেন। এই সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে পরবর্তীতে উচ্চশিক্ষা লাভ করতে পারে এবং গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করার জন্যই সমগ্র রাজ্য তথা দেশজুড়ে নানাবিধ মুক্ত বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। আর বর্তমানে এই সমস্ত মুক্ত বিদ্যালয়গুলির মাধ্যমেই চাকরি অথবা ব্যবসার সাথে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রেও অগ্রসর হতে পারেন।

সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য স্থাপিত এমনই এক মুক্ত বিশ্ববিদ্যালয় হল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অথবা NSOU। ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির অধীনে থাকা কলেজগুলিতে স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। আর বর্তমানে নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। NSOU -এর আওতায় আবেদনের প্রক্রিয়া কার্যকর করায় কিভাবে ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কোন কোন বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে তা নিয়ে নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। যার কারণে আজকের এই পোস্টে আমরা NSOU তে ভর্তির প্রক্রিয়া এবং কোন কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন স্তরে ভর্তি হওয়া যাবে তা নিয়ে আলোচনা করতে চলেছি।

NSOU এর অধীনে কোন কোন বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া সম্ভব?

NSOU এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীরা বিএ এবং বিএসসি বিভাগে পড়াশোনার সুযোগ পাবেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এবং ভূগোল বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এক্ষেত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অথবা দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীরা NSOU -এর অধীনে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন:- চাঁদের মাটিতে কেন চন্দ্রযান ৩ -কে পাঠানো হচ্ছে, জেনে নিন এখনই।

NSOU এর আওতায় ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন কিভাবে?

১. NSOU এর অধীনে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমেই NSOU -এর অফিসিয়াল ওয়েবসাইট https://bdp.wbnsouadmissions.com/ -এ পৌঁছে যেতে হবে।
২. এরপর উপরোক্ত ওয়েবসাইটের নিচের দিকে থাকা Click here for UG Admission New অপশনে ক্লিক করতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Register অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজের নিচের দিকে থাকা টার্মস এন্ড কন্ডিশনের চেক বক্সে ক্লিক করে Click here to Proceed অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, আধার নম্বর, বৈবাহিক স্থিতি, বিপিএল নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৫. রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এরপর আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার পছন্দ অনুসারে কোর্স নির্বাচন করে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করুন।
৬. এরপর কলেজ কর্তৃপক্ষের তরফে আবেদনপত্র এবং ডকুমেন্টগুলির ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে ফি পেমেন্ট করতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-

১. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
৩. আবেদনকারীর আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড।
৪. বয়সের প্রমাণপত্র।
৫. মাধ্যমিকের সার্টিফিকেট।
৬. উচ্চমাধ্যমিকের মার্কশিট।
৭. জাতিগত শংসাপত্র।
৮. প্রতিবন্ধী সার্টিফিকেট।
৯. বিপিএল সার্টিফিকেট।
১০. এমপ্লয়ার সার্টিফিকেট।
১১. জেন্ডার সার্টিফিকেট (শুধুমাত্র ট্রান্সজেন্ডার দের ক্ষেত্রে প্রযোজ্য)।
১২. ডিফেন্স এন্ড সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট।

Scroll to Top