নতুন করে খুলে গেল Oasis Scholarship পোর্টাল, যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন।

রাজ্য সরকার আর্থিক ভাবে দুর্বল পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো Oasis Scholarship, Nabanna Scholarship, Swami Vivekananda Scholarship, Aikyashree Scholarship. এর মধ্যে ওয়েসিস স্কলারশিপ রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই স্কলারশিপের মধ্যে দিয়ে রাজ্যের SC/ST/OBC সম্প্রদায়ের পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করা হয়। ২০২৩-২৪ সালে ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এই মাঝে স্কলারশিপের দপ্তর থেকে পড়ুয়াদের মোবাইল ঢুকছে একটি SMS. কী বলা হচ্ছে এই SMS-এ? চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Oasis Scholarship

SMS এর মাধ্যমে কী বলা হয়েছে?
ওয়েসিস স্কলারশিপের তরফ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মোবাইলে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে। এই SMS একটি রিমাইন্ডার, যা ওয়েসিস স্কলারশিপের যোগ্য পড়ুয়াদের মোবাইলে আসছে। কী বলা হচ্ছে এই মেসেজে? মেসেজে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য নতুন করে ওয়েসিস স্কলারশিপের পোর্টাল খুলে দেওয়া হয়েছে। যারা নতুন করে আবেদন করতে চান কিংবা রিনিউয়াল করতে চান, তারা আবেদন করতে পারেন।

নতুন করে খুলে গেল Oasis Scholarship পোর্টালঃ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপের জন্য বেশ কিছু মাস আগেই পোর্টাল খুলে দেওয়া হয়েছিল। গত জুলাই মাস থেকে আবেদন করা যাচ্ছিল ওয়েসিস স্কলারশিপে। তবে মাঝে কিছু সমস্যার কারণে পোর্টাল আপডেট করার জন্য সাময়িক ভাবে আবেদন বন্ধ হয়েছিল।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি পেলেন?

সে সময় আবেদন করতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ছাত্র-ছাত্রীদের। এখন পোর্টালের আপডেট সম্পন্ন হয়েছে এবং নতুন করে আবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে পোর্টাল। আর ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সজাগ করার জন্যই মোবাইল মারফত রিমাইন্ডার এসএমএস পাঠানো হচ্ছে।

তাই যারা এখনো Oasis Scholarship এ আবেদন করেননি কিংবা ভাবছিলেন হয়তো আবেদন করার সময় সীমা শেষ হয়ে গেছে হয়তো। তাদের জন্য সুখবর। ওয়েসিস স্কলারশিপে আবেদন করার আরো একবার সুযোগ দেওয়া হলো।

কীভাবে আবেদন করবেন?
Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে New Registration-এ ক্লিক করে নতুন করে আবেদন করতে পারবেন।

বাংলার পড়ুয়াদের জন্য দারুণ স্কলারশিপ এই পদ্ধতিতে আবেদন করুন, টাকা পাওয়া নিশ্চিত।

তারপর আবেদন পত্র সহ প্রয়োজনীয় নথি নিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিলে আবেদন সম্পন্ন হবে। আর রিনিউয়াল করতে হলে ওয়াবেসাইটে গিয়ে Renew Scholarship-এ গিয়ে রিনিউয়াল করতে হবে। তবে তাড়াহুড়ো করার ব্যাপারে নেই, কারণ আবেদন করার শেষ দিন কবে তা এখনো জানানো হয়নি।

Leave a Comment