বর্তমানে স্মার্টফোন সবার হাতে হাতে। ডিজিটাল হচ্ছে দুনিয়া। আর স্মার্টফোন মানেই একগুচ্ছ অ্যাপ্লিকেশনের ভিড়। নিত্য ব্যবহার্য্য অ্যাপগুলির মধ্যে অন্যতম হল Google Pay. অনলাইনে টাকা লেনদেন করার জন্য অন্যতম নির্ভরযোগ্য একটি অ্যাপ এটি। কিন্তু আপনি কি জানেন, শুধুই টাকা লেনদেন নয়, বাড়িতে বসে রোজগার করা যাবে গুগল পে থাকলেই(Online Earning). ভাবছেন কিভাবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Online Earning From Google Pay 2024
অনলাইনে রোজগার করার রাস্তা এখন খোঁজেন অনেকেই(Online Earning). গৃহবধূ থেকে স্কুল কলেজের পড়ুয়া অনেকেই এখন রোজগার করতে চান। তাঁদের জন্য সুবিধা জনক হয় অনলাইনের কাজ। তার জন্য নিরন্তর খোঁজ চালান তাঁরা। আর এখন Google Pay সেই সুবিধাই দিচ্ছে সবাইকে(Online Earning). সমাজ যত ডিজিটাল হচ্ছে তত নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি আমরা।
বর্তমানে টাকা লেনদেন করা অনেক বেশি সহজ হয়েছে। যেকোনো জায়গা থেকে খুব সহজে স্মার্টফোন ব্যবহার করে টাকার বিনিময় করা সম্ভব হয়। আর তার জন্যই জনপ্রিয় হচ্ছে বিভিন্ন UPI অ্যাপগুলি। সুবিধা পাওয়ায় আগ্রহী হচ্ছেন মানুষ। এমনই ইউপিআই অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য হল গুগল পে, ফোন পে ইত্যাদি। শুধুমাত্র টাকা গ্রহণ করা কিংবা পাঠানো নয় এই অ্যাপ্লিকেশন গুলির মাধ্যমে আপনি বাড়িতে ইনকাম করতে পারবেন(Online Earning). এমনই একটি পন্থা আজকে আমাদের আলোচনা।
আপনার ফোনে যদি গুগল পে (Google Pay) অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা থাকে তাহলে খুব সহজেই সেখান থেকে উপার্জন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি প্রত্যেক দিন প্রায় ৬০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন। এই মুহূর্তে স্মার্টফোন ব্যবহার করেন, এমন ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশ মানুষের কাছেই অনলাইন পেমেন্ট অ্যাপ গুগল পে রয়েছে। আর সেই অ্যাপ্লিকেশন আপনাকে দিচ্ছে ইনকাম করার সুযোগ।
Online Earning By Google Pay Application
Google Pay অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা যত বাড়ছে ততই নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে এই এপ্লিকেশনটি। মাঝেমধ্যেই আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলা। সেই খেলায় অংশগ্রহণ করে ২০০-৫০০ টাকা, কিংবা তার বেশি রোজগার করা যায়। তবে এই অ্যাপ্লিকেশনের আরও একটি ভাল ফিচার হল রেফার করা। এর মাধ্যমে আপনি টাকা রোজগার করতেই পারেন।
তার জন্য আপনাকে বন্ধুদের ইনভাইট করতে হবে। এপ্লিকেশনে ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন ইনভাইট অপশনটি। এরপর ইনভাইট ফ্রেন্ডস অপশনে গিয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে থাকা বন্ধুদের আপনি ইনভাইট করতে পারেন। আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি ইনভাইট গ্রহণ করেন, আপনার দেওয়া রেফারেল কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করেন আপনারা দুজনেই তবে কিছু কিছু করে টাকা ইনকাম করতে পারবেন।
পেট্রোল, ডিজেলের দামে রাতারাতি বদল! 1 লিটার পেট্রোলের দাম শুনলেই চমকাবেন
এছাড়া তো বলাই হল, এই অ্যাপ্লিকেশনে যে গেম গুলি চলে সেই গেমগুলিতে অংশগ্রহণ করে টাকা রোজগার করতে পারবেন। যদিও নিজের দায়িত্বে এই সকল খেলায় পার্টিসিপেট করবেন। আরো একটি পন্থায় Google Pay থেকে আপনি টাকা রোজগার করতে পারেন। সেটি হলো, অফার চেক করে ট্রানজেকশন করা।
Google Pay অ্যাপ এর রিওয়ার্ড অপশনে বিশেষ কিছু রিওয়ার্ড থাকে আপনার জন্য। যার মধ্যে কিছু রিওয়ার্ড থাকে এখানে আপনি যদি কোন বন্ধুকে টাকা পাঠান, তাহলে রিটার্ন ব্যাক পাবেন। অথবা ক্যাশব্যাক পেতে পারেন। এই রিওয়ার্ডগুলি সিলেক্ট করে যদি আপনি টাকা পাঠান, তাহলে ক্যাশব্যাক অফারে আপনি বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন।