Overdraft Loan – এইবার কোনও ঝক্কি ছাড়াই মিলবে লোন, পার্সোনাল লোণের থেকেও কম সুদ। কীভাবে পাবেন?

দুঃসময় যে কোনো সময় আসতে পারে। আর সব সময় যে হাতে নগদ টাকা থাকে তাও নয়। আর এমন সময় যদি হটাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে কী করবেন? Overdraft Loan সম্পর্কে জানেন? মুহূর্তে দুটি উপায় সামনে খোলা থাকে। এক, হয় ব্যাক্তিগত ঋণ নেবেন, দুই নয়তো ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। এক্ষেত্রে কিন্ত বেশ সমস্যাও রয়েছে। কারণে ক্রেডিট কার্ড ব্যবহার করা কিংবা ব্যাক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্ত উচ্চ হারে সুদ প্রদান করতে হয়।

Overdraft Loan

হঠাৎ টাকার প্রয়োজনে এফডি করবে মুশকিল আসানঃ
জরুরি কালীন পরিস্থিতির সম্মুখীন হলে, একটি সহজ উপায় রয়েছে। যা আপনার মুশকিল আসান করতে পারে। আপনি চাইলে ফিক্সড ডিপোজিট বা এফডি-র বিপরীতে ঋণ নিতে পারেন। (Overdraft Loan)

যাদের এফডি করা রয়েছে কেবল মাত্র তারাই এফডি-র বিপরীতে ঋণ পাবেন। এক্ষেত্রে ঋণ নেওয়াও খুব সহজ। কোনো প্রকার নথিপত্র, ক্রেডিট স্কোর না করেই এফডি-র বিপরীতে ঋণ পেতে পারেন। বিশেষত বিষয় হলো এফডি-র বিপরীতে লোন নিলে সুদের পরিমানও অনেকটা কম হয়। (Overdraft Loan)

ফিক্সড ডিপোজিটের থেকে সুদ বেশি কেন্দ্রের এই স্কিমে, ইচ্ছা মতন টাকা রাখুন, তুলুন।

এফডি-র বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাঃ
আপনার যদি ফিক্সড ডিপোজিট করা থাকে তাহলে আপনি অসময়ে বা হটাৎ প্রয়োজনে এফডি-র বিপরীতে ঋণ নিতে পারেন। এফডি-র বিপরীতে ঋণ নেওয়ার ক্ষেত্রে একাধিক সুবিধা পাওয়া যায়। (Overdraft Loan)

এমনিতে হটাৎ টাকার দরকার হলে অনেকে পার্সোনাল লোন নিয়ে থাকে। তবে এফডি-র বিপরীতে লোন নিলে পার্সোনাল লোনের থেকে কম হারে সুদ দিতে হয়। ফলে এটি পার্সোনাল, সিকিওর্ড এবং আনসিকিওর্ড লোনের তুলনায় অনেকটা সস্তা হয়। অন্যদিকে এফডি-র বিপরীতে ঋণ নেওয়ার আরো একটি বিশেষত সুবিধা রয়েছে।

এক্ষেত্রে কোনো প্রকার প্রসেসিং ফি দিতে হয় না। পার্সোনাল লোন (Personal Loan) কিংবা অন্য কোনো লোন নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি প্রদান করতে হয়। এই ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ঝক্কিও পোয়াতে হয় না। ডিপোজিটের মেয়াদের ঋণ পরিশোধের মেয়াদ পাওয়া যায়। আসলে এই টাকা ওভারড্রাফট হিসাবে পাওয়া যায়। ফলে ইএমআই এর মাধ্যমে টাকা পরিশোধ করার প্রয়োজন পড়ে না।

মাত্র 10 হাজার টাকা জমিয়ে সারা জীবন প্রতিমাসে পান 17 হাজার টাকা।

যে সমস্ত ব্যাক্তি পার্সোনাল লোনের থেকে কম সুদের হারে লোন চান, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। এখানে বার্ষিক ১০.৫ শতাংশ থেকে ২১ শতাংশ হারে সুদ দিতে হয়। বিশেষ বিষয় হলো এখানে ঋণ নেওয়া খুবই সহজ। এখানে ঋণ পরিশোধের ক্ষমতা বা গ্রাহকের ক্রেডিট স্কোর দেখা হয় না। আর এফডি-র বিপরীতে ঋণ নিলে তা নিরাপদও বটে।

Scroll to Top