Petrol Diesel Price: পেট্রোল, ডিজেলের দামে রাতারাতি বদল! 1 লিটার পেট্রোলের দাম শুনলেই চমকাবেন

আমাদের দৈনন্দিন জীবন যাপনের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ বস্তু পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price). প্রতিদিন সকালে কাজে বেরোতে হয় আমজনতাকে। আর তার জন্যই প্রয়োজন হয় বিভিন্ন যানবাহনে চড়া। কেউ নিজের ব্যক্তিগত বাহন নিয়ে রাস্তায় বের হন তো কেউ পাবলিক ট্রান্সপোর্ট বাস, অটো ইত্যাদি চড়েন। বর্তমানে শহরজুড়ে দাপিয়ে বেড়ায় উবার পরিষেবা।

প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই পেট্রোল এবং ডিজেল অপরিহার্য (Petrol Diesel Price). তাই পেট্রোল ডিজেলের দাম কত হলো সেদিকে নজর থাকে সকলেরই। কখনো দাম কমে, তো কখনো দাম বাড়ে। সম্প্রতি আগস্ট মাসের রাখি পূর্ণিমার দিন পেট্রোল ডিজেলের দামে বেশ বড়সড় বদল দেখা দিল(Petrol Diesel Price). পেট্রোল, ডিজেলের দাম কমলো নাকি বাড়লো? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এলপিজি সিলিন্ডার নিয়ে বড় খবর! এবার টাকা দিলেও মিলবে না সিলিন্ডার সমস্যায় পড়ার আগে জানুন

Petrol & Diesel Price 2024

সাধারণত পেট্রোল এবং ডিজেলের দামের উপর অনেকাংশে নির্ভর করে যানবাহনের খরচ। দাম বেড়েছে এই কথা বলে বাস অটো ইত্যাদির খরচ বেড়ে যায়। আর তার প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর(Petrol Diesel Price). অতিরিক্ত টাকা খরচ করে ব্যক্তিগত বাহন নিয়ে রওনা দিতে হয়। মূল্য বৃদ্ধির বাজারে পেট্রোল ডিজেলের দাম একটু কমলে স্বস্তি পাবেন আমজনতা। অক্টোবরে পুজো। তার আগে সবাই চাইছেন যে তরল সোনার দাম কমুক(Petrol Diesel Price). কিন্তু বাজারের পরিস্থিতি কি বলছে? সত্যিই কি কমলো পেট্রোল এবং ডিজেলের দাম? স্বস্তি কি পেলেন সাধারণ মানুষ?

সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দামে বেশ কিছুটা বদল দেখা দিল। গতকাল ১৯ আগস্ট ২০২৪ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে ৮০ ডলারের কাছাকাছি(Petrol Diesel Price). তবে সাধারণ মানুষ জানলে খুশি হবেন, বেশ কিছু শহরে জ্বালানি তেলের দাম একলাফে অনেকটাই কমেছে(Petrol Diesel Price). তবে বেশ কিছু জায়গায় তেলের দাম চড়েছে বলেই খবর।

সরকারি তেল সংস্থাগুলির তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউপির গৌতম বুদ্ধ নগর জেলায় পেট্রোলের দাম ৯ পয়সা বেড়ে প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৯৪.৭৫ টাকায়। ডিজেলের ক্ষেত্রেও প্রায় এক চিত্র। ডিজেলের দাম প্রতি লিটারে ১০ পয়সা বেড়ে ৮৭.৮৬ টাকায় পৌঁছেছে। গাজিয়াবাদে পেট্রোলের দাম হয়েছে প্রতি লিটারে ২৬ পয়সা বেড়ে ৯৪.৬৫ টাকা। ডিজেলের দাম হয়েছে প্রতি লিটারে ৩০ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৭.৭৫ টাকা।

ইউপিআইতে টাকা লেনদেন করেন? Google Pay, Phone Pay, ব্যবহারের আগে ‘এই’ বিষয়ে জানুন! নয়তো বড় বিপদে পড়বেন

Petrol Diesel Price New Update 2024

এবার নজর দেওয়া যাক রাজস্থানের দিকে। এই রাজ্যের রাজধানী জয়পুরে প্রতি লিটার পেট্রোল-এর দাম ৩১ পয়সা বেড়েছে বিক্রি হচ্ছে ১০৪.৮৮ টাকায়। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। ডিজেল বিক্রি হচ্ছে ৯০.৩৬ টাকায়। কিন্তু এখন কথা হল কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত?

তার আগে দিল্লি মুম্বাইয়ের চিত্র এক নজরে জানা যাক। দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৬৫ টাকা ও ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৮৯.৮২ টাকায়। দিল্লির মতোই মুম্বাইতে পেট্রোল বিক্রয় হচ্ছে ১০৬.৩১ টাকায় আর ডিজেল বিক্রয় হচ্ছে প্রতি লিটারে ৯৪.২৭ টাকায়। এর পাশাপাশি, চেন্নাইতে পেট্রোল কিনতে পারবেন ১০২.৬৩ টাকা ও ডিজেল কিনতে পারবেন প্রতি লিটারে ৯৪.২৪ টাকায়।

Petrol Diesel Price In Kolkata

কলকাতায় প্রতি লিটারে পেট্রোল ১০৪.৯৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.৭৬ টাকায় পাওয়া যাচ্ছে। সাধারণত প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামে বদল আসে, নতুন দর কার্যকর হয়। আর পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে যুক্ত হয় আবগারি শুল্ক, ডিলার কমিশন, ও ভ্যাটসহ অন্যান্য জিনিস। আর তাই মূলদামের তুলনায় এই দুই জ্বালানির দাম বেশ কিছুটা বেড়ে যায়।

Scroll to Top