Petrol Price 2024: এক ধাক্কায় কমতে চলেছে পেট্রোলের দাম। লিটার প্রতি কত হবে নতুন দাম? খুশি হবেন সকলেই

এখন প্রায় সবার কাছেই দুই টাকা নয়তো চার চাকার গাড়ি। আর গাড়ি থাকা মানেই প্রয়োজন পড়বে পেট্রোলের। কিন্তু পেট্রোলের মাত্রাতিরিক্ত দাম (Petrol Price) বরাবরই চিন্তায় ফেলছে আম জনতাকে। দিনকে দিন দামি হচ্ছে পেট্রোল। এত দাম (Petrol Price) দিয়ে পেট্রোল-ডিজেল কেনার ক্ষেত্রে রীতিমতো চিন্তায় জনতা। পেট্রোল-ডিজেলের দাম (Petrol Price) উর্ধ্বমুখী বলে ক্রমশই বাড়ছে দৈনন্দিন যানবাহন-এর ভ্রমণ মূল্য।

বাস, ট্যাক্সি স্বল্প দূরত্বের জন্যেও ভাড়া লাফিয়ে বাড়াচ্ছে। যার কারণে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রী সবারই কম বেশি অসুবিধাই হচ্ছে। প্রত্যেকেরই আশা পেট্রোল ও ডিজেলের দাম একটু কমুক। কিন্তু সেই আশায় জল ঢেলে আরো বাড়ছে পেট্রোলের প্রাইস (Petrol Price)। তবে এবার শোনা যাচ্ছে অন্য কথা। খুব শীঘ্রই নাকি দাম কমতে চলেছে পেট্রোলের (Petrol Price)।

কতটা কমবে কোন নতুন নিয়ম জারি হবে কিনা, সবটাই ধন্ধে (Petrol Price)। তবে লিটার প্রতি নির্দিষ্ট হারিয়ে পেট্রোলের দাম কমতে পারে বলে সূত্রের খবর (Petrol Price)।আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে পেট্রোলের নতুন দাম নিয়ে। আসুন বরং সবটা পড়ে নেওয়া যাক। ‌

Ration Card 2024: বিরাট ঘোষণা! রেশন কার্ড থাকলেই ৪ টি নতুন সুবিধা দিচ্ছে সরকার। চারিদিকে হুলুস্থুলু পড়ে গেল

Petrol Price: দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের?

কিছুদিন আগেই দেশের শাসনভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির মসনদে তিনি এই নিয়ে বসলেন তিন বার। তৃতীয়বারের শপথ গ্রহণ পর্বের পর থেকে ভারতীয় জনসাধারণের আশা যে এবার প্রধানমন্ত্রী ভারতবাসীদের জন্য নতুন করে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। দেশের বাজারে পেট্রোলের দাম (Petrol Price) কমবে কিনা তা নিয়েও ভারতবাসীর অন্তরে আলোচনা। সকলেই আশা করে আছেন, এবার অন্তত কমবে পেট্রোলের দাম (Petrol Price)। আর সেই দাম কমার খবর স্বস্তি দেবে ভারতবর্ষের জনতাকে।

আসলে অনেকদিন হলো বিভিন্ন মহলে পেট্রোল ও ডিজেল ভারতের গুরুত্বপূর্ণ দুই ক্রুড অয়েলকে জিএসটির (GST) আওতায় আনা হবে কিনা সে বিষয়ে আলোচনা ও পর্যালোচনা চলছেই। জানা যাচ্ছে, যদি সত্যি করেই পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার সিদ্ধান্ত নেয় সরকার, তবে নাকি প্রায় ২০ টাকা করে একলাফে কমে যেতে পারে জ্বালানির দাম। অর্থাৎ যা খবর তাতে গোটা দেশে প্রায় একই দামে বিক্রি হবে পেট্রোল ও ডিজেল। যদিও বিষয়টা নিয়ে এখনো আলোচনা পর্ব চলছেই।

সম্প্রতি জিএসটি কাউন্সিলের হে ৫৩ তম বৈঠক আয়োজিত হয়েছিল, সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উল্লেখ করেছেন যে, ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলকে দুই জ্বালানিকে জিএসটির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয় কার্যত তৈরি হয়েই আছে, তবে এই সিদ্ধান্ত পাকাপাকিভাবে গৃহীত হওয়ার আগে ভারতের রাজ্যগুলিকে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

SBI MIS Calculator: স্টেট ব্যাংকে এই একাউন্ট থাকলে প্রতিমাসে 5000 টাকা পাবেন। সুদের হার ও কিভাবে বিনিয়োগ করবেন?

Petrol Price: কতটা কমবে জ্বালানির দাম?

এরপরই জানা যায়, ভারতের সব রাজ্য যদি এই সিদ্ধান্তে সহমত হয়, তাহলে পেট্রোলিয়াম পণ্যের ওপর চাপতে পারে সর্বাধিক ২৮ শতাংশ কর। এর ফলে পেট্রোলের দাম কমতে পারে ১৯.৭১ টাকা ও ডিজেলের দাম কমতে পারে ১২.৮৩ টাকা প্রত্যেক লিটারে। যদিও জানা যাচ্ছে, তবে এই সিদ্ধান্তের জেরে প্রভাব পড়তে পারে সরকারের রাজস্বে।

বর্তমানে জ্বালানি পেট্রোল দিল্লিতে বিক্রি হচ্ছে ৯৪.৭২ টাকা প্রতি লিটারে। আর ডিজেলের দাম বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৮৭.৬২ টাকা করে। তবে যদি জিএসটি লাগু করা হয়, তাহলে এই দাম অনেকটাই কমবে বলে খবর। সেক্ষেত্রে নতুন দাম হিসেবে দিল্লিতে পেট্রোলের নতুন দাম হবে ৭৫.০১ টাকা এবং ডিজেলের নতুন দাম হবে ৭৪.৭৯ টাকা।

বর্তমানে জ্বালানির দাম কিভাবে নির্ধারিত?

বর্তমানে পেট্রোল ও ডিজেলের প্রাইস কিভাবে নির্ধারিত হয়, এবার সেটাই জেনে নেওয়া যাক। আসলে বর্তমানে পেট্রোলের বেস প্রাইস ৫৫.৪৬ টাকা, যার মধ্যে পরিবহন খরচ হলো ০.২০ টাকা, এছাড়া, এক্সসাইজ ডিউটি হলো ১৯.৯০ টাকা, ভ্যাট হলো ১৫.৩৯ টাকা এবং ডিলার কমিশন -৩.৭৭ টাকা। আর এইসব একত্রিত করে পেট্রোলের মোট দাম হচ্ছে ৯৪.৭২ টাকা।

এক‌ই ভাবে যদি দেখা যায় ডিজেলের ক্ষেত্রে, তাহলে ডিজেলের বেস প্রাইস হলো -৫৬.২০ টাকা, আবার এর মধ্যে এক্সাইজ ডিউটি হলো ১৫.৮০ টাকা, এছাড়া ডিলার কমিশন হলো ২.৫৮ টাকা, ভ্যাট হলো ১২.৮২ টাকা, এবং পরিবহন হলো -০.২২ টাকা। সব মিলিয়ে ডিজেলের দাম হয় ৮৭.৬২ টাকা।

তবে যদি খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত লাগু হয়, দাম কমে পেট্রোল ও ডিজেলের তাহলে অবশ্যই স্বস্তির খবর পাবেন সমাজের মধ্যবিত্ত মানুষ। দাম কমলে পকেট বাঁচবে তাঁদের। দৈনন্দিন জীবনে পেট্রোল-ডিজেলের ঊর্ধুমুখী দাম মূল্যবৃদ্ধির বাজারে আরো সমস্যায় ফেলছে আমজনতা কে। তাই, নয়া সিদ্ধান্ত কবে থেকে লাগু হবে, কবে থেকে দাম কমবে এই জ্বালানির, তারই অপেক্ষায় রয়েছেন সবাই। ‌