PM Awas Yojana 2024: আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত! আপনার নাম আছে তালিকায়? অনলাইনে চেক করে নিন এইভাবে

কেন্দ্রীয় সরকার ভারতবাসীর জন্য চালু করেছে বিভিন্ন প্রকল্প। যার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা যা পিএম আবাস যোজনা নামেও পরিচিত (PM Awas Yojana)। ভারতের দরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্প চালু করেছে (PM Awas Yojana)। ভারতের বহু মানুষ এখনো গৃহহীন বহু মানুষের এখনো পাকা বাড়ি নেই, ঝড়,ঝঞ্ঝা বৃষ্টিতে তাঁদের জীবন যাপন কষ্টসাধ্য হয় (PM Awas Yojana)।

এমতবস্থায়, ভারত সরকার ঠিক করেছে এই দরিদ্র গৃহহীন মানুষদের মাথার উপর পাকা ছাদ করে তোলার (PM Awas Yojana)। বিগত কয়েক বছরে বহু মানুষ নিজের বাড়ি পেয়েছেন সরকারি স্কিমের সহায়তায় (PM Awas Yojana)। এই সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে সারাদেশে খ্যাতি লাভ করেছে (PM Awas Yojana)। চলতি বছরের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্ট প্রকাশ হয়েছে (PM Awas Yojana) লিস্টে আপনার নাম আছে নাকি সেটি নিম্নলিখিত পদ্ধতি মেনে চেক করে নিন।

PM Awas Yojana 2024

সমাজের দরিদ্র মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারি প্রকল্প হিসেবে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)। এই প্রকল্পটি গত কয়েক বছরে হাজার হাজার মানুষকে নিজেদের পাকা বাড়ি উপহার দিয়েছে। আপনি যদি যোগ্য হন, এই প্রকল্পের জন্য আবেদন জমা করেন তবে আপনিও সুনির্দিষ্ট একটি বাড়ি পেয়ে যাবেন। আর সেই আশাতেই চলতি বছর বহু মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন প্রকল্পে (PM Awas Yojana)।

ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি বলছে দিন দিন ক্রমবর্ধমান আবাসনের চাহিদা। চাহিদা মেটাতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্পে, কেন্দ্রীয় সরকার বহু দরিদ্র মানুষকে যারা বস্তিতে বসবাস করেন, সেই সকল মানুষদের বাড়ি বানিয়ে দিচ্ছেন। এছাড়া শহরাঞ্চলের সুবিধাভোগীদের নিজস্ব বাড়ি কেনার জন্য এই প্রকল্পের অধীনে ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে।আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন করে তাঁদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন আবার স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের বাড়ি বা ফ্ল্যাটও কিনতে পারেন।

Gas KYC 2024: শীঘ্রই রান্নার গ্যাসের KYC করুন! অনলাইনে খুব সহজেই হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ পদ্ধতি জেনে নিন

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের আবেদনকারীদের সরকারি তরফের আর্থিক মূল্য ‌সরাসরি তাঁদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। একজন গ্রামীণ আবেদনকারী যদি এই প্রকল্পের সুবিধা গুলি পেতে চান, তাহলে পিএম আবাস যোজনা তালিকা (PM Awas Yojana 2024)-এ অন্তর্ভুক্ত করার পরেই তাঁদের একাউন্টে পৌঁছে যায় আর্থিক সুবিধা। আবেদনকারীদের মধ্যে যারা সমতল এলাকায় থাকেন, তাঁদের বাড়ি নির্মাণের জন্য সরকারি তরফে দেওয়া হয় 120,000/- টাকা।পাহাড়ি ও দুর্গম এলাকায় বসবাসকারীদের দেওয়া হয় 130,000/- টাকা।‌ এই টাকা বিভিন্ন কিস্তির মাধ্যমে প্রদান করা হয়।

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ আবেদন যোগ্যতা

নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকলে একজন ব্যক্তি পিএম আবাস যোজনা প্রকল্পে আবেদন জমা করতে পারেন। ‌এই প্রকল্পের আবেদনকারীদের কি কি যোগ্যতা থাকতে হবে? আসুন সেই বিষয় জেনে নেওয়া যাক।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ‌আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয়‌ হতে হবে 1,90,000 টাকার মধ্যে।
  • আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে।
  • পরিবারের প্রধান সদস্য আবাস যোজনা প্রকল্পে আবেদন জানাতে পারেন।
  • আবেদনকারীর পাকা বাড়ি থাকলে চলবে না।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনকারীর পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি থাকলে চলবে না।

PM Awas Yojana 2024 – প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো ৩ কোটি মানুষ ১.২ লাখ টাকা পাবে। নতুন আবেদন শুরু হলো

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ লিস্ট 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বহু মানুষ নিজেদের আবেদন জমা করেছিলেন। চলতি তাঁদের মধ্যে যারা প্রকল্পের সাহায্য পেতে চলেছেন, তাদের তালিকা সামনে চলে এলো। কিভাবে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024’ লিস্ট চেক করবেন সেটি স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।

  • প্রথম ধাপে: আপনাকে ‘পিএম আবাস যোজনা’ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সাইটে ভিজিট করলে হোমপেজটি আপনার সামনে ওপেন হবে। যেখানে আপনি নীচে দেওয়া ‘ক্লিক হিয়ার’ বিকল্পে ক্লিক করবেন।
  • দ্বিতীয় ধাপ: হোম পেজে স্টেক হোল্ডার অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করবেন। তারপর আপনি ‘IAY/PMAYG’ সুবিধাভোগীর বিকল্পটি পাবেন, আর তাতে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপ: এরপর আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করলে আবেদনকারী নতুন তালিকায় নাম চেক করতে পারবেন।
  • চতুর্থ ধাপ: আপনি যখনই অ্যাডভান্সড সার্চ অপশনটিতে ক্লিক করবেন, তখনই আপনি রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনার পেয়ে যাবেন। আপনি সার্চ বিকল্প দেখতে পাবেন। যেখানে ক্লিক করুন ও আপনি আপনার তথ্য সার্চ করতে পারবেন।
  • পঞ্চম ধাপ: এরপর আপনার স্ক্রিনে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা 2024’ ওপেন হবে। ‌এই তালিকা থেকে আপনি আপনার নাম চেক করে নিতে পারবেন।