দেশের দারিদ্রতা দূরীকরণের উদ্দেশে আবার একটি নতুন উদ্যোগ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Awas Yojana)। যত দিন এগোচ্ছে সময় বদলাচ্ছে পৃথিবীর সবকটি দেশই এগোচ্ছে। সাথে সাথে ভারতবর্ষ এই কয়েক দশকেও দারুন উন্নতি করেছে তা টেকনোলোজি থেকে শুরু করে চাঁদের সবচেয়ে দুর্গমতম মেরুতে পৌঁছানো অথবা রাম লালার গৃহে প্রবেশ যেটাই হোক না কেনো। কিন্তু এখনও দেশের এমন এমন কিছু জায়গা আছে যেখানে দারিদ্রতার ছাপ স্পষ্ট। দেখতে পাওয়া যায় বিশাল আকারের বসতি এলাকা, সেখানে না আছে শিক্ষা না আছে সঠিক চিকিৎসা ও খাবার।
PM Awas Yojana apply Online to Get Money
দেশের দরিদ্র মধ্যবিত্ত পরিবার যারা নিজেদের ঘরবাড়ির সমস্যায় রয়েছেন তাদের জন্য এই টাকা নির্ধারিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকল্পের নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana। নারী পুরুষ উভয় জাতি নির্বিশেষে যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেবেন। কিন্তু আবাস যোজনার মাধ্যমে কীভাবে টাকা পাবেন? কী কী করতে হবে? আবেদনের পদ্ধতি নীচে দেখে নিন।
কৃষকদের 102 কোটি টাকা দেবে মমতা সরকার। কবে, কীভাবে পাবেন? জেনে নিন।
PM Awas Yojana প্রকল্পটি যেহেতু দেশ বাসীর জন্য সেহেতু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে অবশ্যই রেসিডেন্ট অর্থাৎ ভারতবাসী হতে হবে। আবেদনকারীকে অবশ্যই দারিদ্র সীমারেখার নীচে থাকতে হবে। এছাড়া আরেকটি বিষয় নজরে রাখতে হবে পূর্বে যদি আপনি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে কোনো ভাবেই আর দ্বিতীয় বারের জন্য আবেদন করা যাবেনা।
কিস্তির মাধ্যম
১) আবেদনকারীদের 1 লক্ষ্য 40 হাজার টাকা করে দিচ্ছে সরকার।
২) তিনটি কিস্তির মাধ্যমে এই টাকা ব্যাংকে ঢুকবে আবেদনকারীর।
৩) প্রথম কিস্তিতি যেটা সরাসরি ব্যাংক আকাউন্টে ঢুকবে সেখানে টাকার পরিমাণ থাকছে ৬০ হাজার টাকা।
৪) দ্বিতীয় কিস্তির পরিমাণ 50 হাজার টাকা।
৫) তৃতীয় এবং অন্তিম কিস্তিতে পাবেন 12 হাজার টাকা।
৬) এছাড়াও ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি National Rural Employment Guarantee কাজের জন্য 100 টি মেন্টেন্স ফি বাবদ দেওয়া হবে 21 হাজার টাকা আপনি পেয়ে যাবেন। মোট আপনি পাচ্ছেন 1 লক্ষ্য 40 হাজার টাকা।
প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা
আবেদনের পদ্ধতি – আবেদনটি আপনি দুভাবে করতে পারবেন। অনলাইন অফলাইন দুভাবেই। অনলাইনে আবেদন করলে আপনাকে https://pmaymis.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে ফর্ম ফিল আপের পর সেটি আপনাকে মিউনিসিপ্যালিটিতে বা বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। যদি আপনি পঞ্চায়েতে থাকেন তাহলে আপনাকে পঞ্চায়েত সভায় গিয়ে জমা দিতে হবে।