2024 সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেশ কিছু প্রকল্প অনুমোদন করেন। যার মধ্যে একটি হল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম(PM Internship Scheme). এই প্রকল্পের দ্বারা বেকার যুবক যুবতীদের একাধারে কর্মসংস্থান ও অন্যদিকে দক্ষতা বাড়ানোর জন্য ব্যবস্থা করছে সরকার। পিএম ইন্টার্নশিপ স্কিমে(PM Internship Scheme) দেশের শীর্ষ সংস্থাগুলিতে কাজের জন্য প্রায় এক কোটি যুবক-যুবতীকে নিযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। নিযুক্ত হওয়া যুবক-যুবতীরা প্রত্যেক মাসে সরকারের তরফে ভাতা পাবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি নথি লাগবে, ইত্যাদি সমস্ত বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হলো। আশা করা যায় আপনারা প্রতিবেদন থেকে উপকৃত হবেন।
PM Internship Scheme Eligibility 2024
প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমে(PM Internship Scheme) কারা আবেদন জানাতে পারবেন? আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।
- এই স্কিমে আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে।
- পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করার বয়স সীমা ধার্য হয়েছে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে।
- কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে, একমাত্র বেকার যুবক -যুবতীরা আবেদন করতে পারবেন।
- অর্থাৎ এই স্কিমের আবেদন কারীকে কোনওভাবেই সরকারি বা বেসরকারি কর্মী হলে চলবে না।
- পাশাপাশি, যে সকল প্রার্থীদের আইআইটি, আইআইএম, সিএ, সিএমএ যোগ্যতা রয়েছে, তাঁরা এই স্কিমে আবেদন করতে পারবেন না।
PM Internship Scheme Benifits
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে(PM Internship Scheme) আবেদনরত প্রার্থীরা কোন কোন সুবিধা পাবেন, এবার সেই বিষয় জেনে নেওয়া যাক।
- প্রথমত, এই স্কিমের অধীনে আবেদন কারী প্রার্থীরা দেশে অবস্থিত 500 টি শীর্ষ সংস্থায় 12 মাস অর্থাৎ এক বছরের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। যার মাধ্যমে তাঁদের প্রকৃত অর্থে কর্মজগৎ ও ব্যবসায়িক জগতের সঙ্গে পরিচিতি হবে। প্রার্থীরা অভিজ্ঞতা অর্জন করবেন।
- পিএম ইন্টার্নশিপ স্কিমে যুবক-যুবতীরা সময়, যোগাযোগ দক্ষতা, ওয়ার্ক ফিল্ডে টিম নিয়ে কাজ, সমস্যার সমাধান, সময়ের ব্যবস্থাপনা এবং নেতৃত্বের প্রদান সংক্রান্ত দক্ষতা শিখে নিতে পারবেন, যা আগামী দিনে তাঁদের উন্নতিতে সাহায্য করবে।
- নিঃসন্দেহে বলা যায়, পিএম ইন্টার্নশিপ স্কিমে যুবক-যুবতীরা যে দক্ষতা অর্জন করবেন এই তা তাঁদের ভবিষ্যতে চাকরি পেতে ও জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।
- যুবক-যুবতীদের ইন্টার্নশিপ পারফরম্যান্স-এর উপর ভিত্তি করে, অনেকে কোম্পানিতে স্থায়ী চাকরি পেতে পারেন।
- তবে শুধুমাত্র দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নয় আগেই বলা হয়েছে পিএম ইন্টার্নশিপ স্কিমে অংশগ্রহণ করা প্রত্যেক যুবক -যুবতী প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন সরকারের তরফে। এর পাশাপাশি, তিনি যদি ইন্টার্নশিপ সম্পূর্ণ করেন তাহলে এককালীন 6,000 টাকা পাবেন।
কৃষকবন্ধুরা পাবেন মাসে মাসে 1000 টাকা! কিষানদের জন্য নতুন প্রকল্প! সুবিধা পেতে এই ফর্ম ফিল আপ করুন
PM Internship Scheme Application
চলতি বছরের 23 শে জুলাই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম(PM Internship Scheme) সম্পর্কে ঘোষণা করা হয়েছে। বাজেটে ঘোষনা হয় স্কিমের। এই স্কিমে আবেদন জানানোর জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ যে ওয়েবসাইটের মাধ্যমে এপ্লিকেশন জমা নেওয়া হবে সেই ওয়েবসাইট এখনো চালু হয়নি। আর কিছুদিনের মধ্যেই খুব সম্ভবত পোর্টাল মারফত আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। আপনারা অনলাইনের মাধ্যমে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।