প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীর হাত ধরে 2014 সালের 24 thআগস্ট PM Jan Dhan Yojana র সূত্রপাত হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী জন সাধারণের উদ্দেশ্যে এই যোজন শুরু করেন। আম জনতার স্বার্থে শুরু করা এই যোজনার উদ্দেশ্য হলো জন সাধারণকে আর্থিক দিক থেকে বা ব্যাংকিংয়ের দিক থেকে সহায়তা করা। পেনশন, ব্যাংকিং সঞ্চয় এবং আমানত অ্যাকাউন্ট বিভিন্ন আর্থিক পরিষেবা গুলির গাইড করে দেওয়া।
PM Jan Dhan Yojana by Central Government
ব্যাংকে সাধারণত একাউন্ট খুলতে গেলে কিছু টাকা লাগে কিন্তু PM Jan Dhan Yojana র দ্বারা কোনো টাকা পয়সা ছাড়াই কিছু ডকুমেন্টস এর ভিত্তিতে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।এখানে মিনিমাম ব্যালেন্স মেইনটেন করার প্রয়োজন হয়না। 2015 সালের মধ্যে 1 বছরের মধ্যেই প্রায় 12.54 কোটি একাউন্ট খুলেছে।
মহামারী কোভিডের সময় PM Jan Dhan Yojana র আওতাভুক্ত ব্যাক্তিরা পরের তিন মাসের জন্য 500 টাকা করে তাদের একাউন্টে পেয়েছিলেন। আপদকালীন সময়ে আমদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা যথেষ্ট পরিমাণে সফলতা লাভ করে। ভারতের যেকোনো নাগরিক 10 বছর পূর্ণতা পেলে যেকোনো ব্যাংকে জন ধন যোজনার অ্যাকাউন্ট খুলতে পারে।
জন ধন যোজনার সুবিধা
১) প্রত্যেক ব্যাংকে বই করলে তারা যেমন একটি করে ATM কার্ড দেন তেমনটি এখানেও দেওয়া হবে।
২) আগেই উল্লেখ করা হয়েছে যে যেকোনো ব্যাক্তি যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। তার জন্য কোনো ব্যালেন্স মেইনটেনের প্রয়োজন নেই। 10 বছর পূর্ণ হয়ে গেলেই যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবে।
৩) এই যোজনার অধিনস্ত ব্যাক্তিরা 5000 টাকা ব্যাংক ওভারড্রাফট করতে পারবেন।
৪) আপনাকে একটি Rupay কার্ড প্রদান করা হবে। যেখানে আপনি 1 লাখ টাকার দুর্ঘটনা বীমার কভারেজ পেয়ে যাবেন।
৫) 15 আগস্ট 2014 থেকে 26 জানুয়ারী 2015 এর মধ্যে খোলা অ্যাকাউন্টগুলির জন্য, যোগ্য সুবিধাভোগীদের 30,000 টাকার একটি জীবন বীমা কভার প্রদান করা হয়৷ এছাড়াও 6 মাস সক্রিয় থাকার পরে, সুবিধাভোগী 5,000 টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের জন্য যোগ্য হবেন।
আপনি যদি চান তাহলে আপনিও প্রধান মন্ত্রীর এর জন ধন যোজনায় সামিল হতে পারেন। বেশির ভাগ মানুষই তাদের জীবন ব্যাতিত করার জন্য সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে তুলে ফেলেন বা ব্যাংকে এতগুলো টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলাও তাদের সাধ্যের মধ্যে নয় তারা অনেক সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকে অ্যাকাউন্ট করলে এতো সুবিধা আপনি এই যোজনা ছাড়া আর কোথাও পাবেন না। সুতরাং দেরি না করে আজই এই যোজনায় নিজেকে সামিল করুন।