PM Kisan – কৃষকবন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সুবিধা ও আবেদন পদ্ধতি জেনে নিন

দেশবাসীর স্বার্থে কেন্দ্রীয় সরকার নানান প্রকল্প এনেছে। বিগত কয়েক বছরে ভারতবাসী প্রকল্পগুলির মাধ্যমে সুযোগ-সুবিধা পেয়েছে। এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম একটি স্কিম হলো পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan)। এই প্রকল্প সমাজের সকল কৃষকবন্ধুদের জন্য। ভারত কৃষি প্রধান দেশ, এদেশের কৃষকদের জন্য, তাঁদের উন্নতির স্বার্থে ভারত সরকার পিএম কিষান (PM Kisan) যোজনা প্রকল্পটি অচিরেই জনপ্রিয়তা লাভ করেছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা (PM Kisan) প্রকল্পে আবেদন জানাবেন কিভাবে, কি কি যোগ্যতা লাগবে এই প্রকল্পের জন্য? সবটাই তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

What Is PM Kisan Scheme?

কেন্দ্রীয় সরকারের জনদরদি প্রকল্পগুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কৃষক যোজনা (PM Kisan Yojana)। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শুরু করেছিলেন। বিশেষ করে দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্প পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Sanman Nidhi Yojana) যোজনা প্রকল্প নামেও পরিচিত। সূচনা হওয়ার পর থেকে পিএম কৃষক যোজনা (PM Kisan Yojona) গোটা দেশে জনপ্রিয় হয়েছে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষান যোজনা (PM Kisan) অন্নদাতাদের মুখে হাসি ফুটিয়েছে। এই প্রকল্পের আবেদন যোগ্যতা, প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

PM Kisan Scheme Facilities

প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্প কৃষকদের যে যে সুবিধা প্রদান করে সেগুলি সম্পর্কে অবগত হওয়া যাক। ১) এই প্রকল্পে কৃষকবন্ধুরা মোট ৬ হাজার টাকা বাৎসরিক তিনটি কিস্তির মাধ্যমে পান। ২) ৬০০০ টাকা মোট ২০০০ টাকা করে ভাগে ভাগে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে চলে আসে। ৩) তবে জানা যাচ্ছে এবছর থেকে বাড়তে পারে আরো একটি কিস্তি। অর্থাৎ আরো ২০০০ টাকা পাবেন কৃষকেরা। সর্বমোট ৮ হাজার টাকা আসবে কৃষকদের ব্যাংক একাউন্টে। ৪) নির্ঝঞ্ঝাটে কৃষক তার ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রকল্পের টাকা হাতে পেয়ে যান। সরকারি তরফে এই আর্থিক সাহায্য তিনি চাষবাসের কাজেও লাগাতে পারেন, আবার জীবন ধারণের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন।‌ ৫) সারাদেশে প্রায় ১২ কোটি কৃষক এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন।

PM Vishwakarma Yojana – প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন শুরু হলো। এই প্রকল্পের সুবিধা কি? কারা যোগ্য ও কিভাবে আবেদন করবেন, জেনে নিন

PM Kisan Scheme Eligibility

১) পিএম কিষান যোজনায় আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে।
২) এই প্রকল্পের সুবিধাভোগী পরিবারের কোনো ব্যক্তি অন্য কোন পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবে না।
৩) ভারতীয় কৃষকেরা এই প্রকল্পে আবেদন করে যথাযোগ্য সুবিধা পাবেন।

৪) পিএম কিষান যোজনা প্রকল্পের জন্য কোনো বয়সের মাপকাঠি নেই। যেকোনো বয়সের কৃষক এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
৫) তবে আবেদন জানানোর জন্য আবেদনকারী কৃষকের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে। কারণ এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে যাবে।

PM Kisan Application Documents

পিএম কিষান যোজনা প্রকল্পে আবেদন জানানোর জন্য যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-

  • আবেদনকারীর আধার কার্ড,
  • আবেদনকারীর পরিচয় পত্র,
  • জমির দলিল,
  • ভোটার আইডি কার্ড,
  • ড্রাইভিং লাইসেন্স,
  • নিজস্ব ব্যাংক একাউন্ট নম্বর,
  • পাসবুক,
  • পাসপোর্ট সাইজ ছবি,
  • মোবাইল নম্বর, ইত্যাদি।

PM Kisan Scheme Application

পিএম কিষান প্রকল্পে আবেদন জানাতে হলে কিভাবে জানাবেন আসুন জেনে নেওয়া যাক।
১) এই প্রকল্পের আবেদন করতে হলে কৃষককে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

২) ওয়েবসাইটে ভিজিট করলে কৃষক নিবন্ধন ফর্ম ওপেন হবে। সেখানে গ্রাম অথবা শহর যেখানে আপনি থাকেন সেটি বাছাই করবেন।
৩) এরপর আধার নম্বর ও মোবাইল নম্বর পূরণ করে রাজ্য নির্বাচন করুন। তারপর ক্যাপচা কোড টি পূরণ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন।

৪) মোবাইল নম্বরে আসা ওটিপি যথাযথ স্থানে বসিয়ে দিন। নিজের ব্যক্তিগত বিবরণ এবং জমি সংক্রান্ত বিবরণ লিখুন। ৫) সবশেষে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করুন। আপনি যদি যোগ্য হন তাহলে ব্যাংক একাউন্টে চলে আসবে আপনার পিএম কিষান যোজনার টাকা।

Prachesta Scheme – প্রচেষ্টা প্রকল্প কি? এই প্রকল্পের কি সুবিধা? কিভাবে আবেদন করবেন?

PM Kisan Scheme Money Update

শস্য শ্যামলা ভারতবর্ষের কৃষকদের জন্য পিএম কিষান যোজনার টাকা সরকারের তরফে পাঠানো হচ্ছে। যোগ্য কৃষকরা নিজেদের ব্যাংক একাউন্টে যোজনার টাকা পেয়ে যান।‌ মোট তিনটি কিস্তিতে ভাগ হয়ে এই যোজনার টাকা জমা পড়ে ব্যাংক একাউন্টে। আগে যারা আবেদন জানিয়েছিলেন, তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে ১৬ তম কিস্তির টাকা। আপাতত কৃষকেরা ১৭ তম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় আছেন। যারা ভাবছেন এই প্রকল্পের বেদনার টাকা কবে আসবে, তাঁরা পিএম কিষান যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে টাকা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। স্ট্যাটাস চেক করতে পারবেন। ‌তাই এই বিষয়ে চিন্তা করবেন না। সরকারের তরফে সমস্ত কৃষক বন্ধুদের প্রকল্পের অর্থ পাঠানো হবে। ‌