PM Scholarship – মোদী সরকারের তরফে নতুন স্কলারশিপ, পাবেন প্রতিমাসে 3000 টাকা।

কেন্দ্র সরকারের তরফ থেকে 2024 সালের প্রথমেই নতুন এক স্কলারশিপ PM Scholarship এর সুসংবাদ। বিজ্ঞ ব্যক্রিরা পড়াশোনা বা বিদ্যাকেই সর্বশ্রেষ্ঠ হওয়ার চাবিকাঠি বলে মনে করছেন। কালক্রমে আমরা এটাই জেনে বা শুনে আসছি। এই কথার মর্ম বুঝেই পড়াশোনা চালানোর জন্য লড়াই চলে যাচ্ছে। পড়াশোনাকে ঊর্ধ্বগামী করার জন্য একাধিক ভাবে সাহায্য করেছে দেশের সরকারও। এবার আমাদের সকলের প্রিয় নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো বাঁধা না পরে সেই জন্য 3000 টাকা খরচা দেবেন পড়াশোনা বাবদ।

PM Scholarship 2024 Instant online Apply Guideline

কেন্দ্রীয় সরকারের বা PM Scholarship এই স্কলারশিপের আয়োজন করা হয়েছে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা চলনশীল রাখার জন্য। পি-এম স্কলারশিপ দেয় কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট। এর মাধ্যমে যেসব জওয়ানরা মুলত জঙ্গি হামলায় শহিদ হয়েছেন তাদের স্ত্রীদের ভাতা প্রদান করা। এবং তাদের বাচ্চাদের টিউশন ফী, কোর্সের ফী যাবতীয় খরচা দেওয়া।

PM Scholarship এর জন্য মোট 5500 জন ছাত্রছাত্রীকে নির্বাচন করা হবে। পুরুষ ও মহিলা ছাত্রছাত্রীদের আলাদা ভাবে 2750 জন পুরুষ ও 2750 জন মহিলাকে দেওয়া হবে। পি-এম স্কলারশিপের টাকা বাবদ পুরুষ দের 2500 টাকা এবং মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। সুতরাং পুরুষদের ক্ষেত্রে মোট টাকার পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 30000 টাকা যেটা মহিলাদের ক্ষেত্রে 36000 এ দাঁড়িয়েছে।

 রাজ্যের 3 টি বড় সরকারি স্কলারশিপ মোটা অঙ্কের টাকা পেতে দ্রুত আবেদন করুন।

স্কলারশিপের জন্য যোগ্যতা
1. আবেদনকারীকে রেগুলার কোনো কোর্সে ভর্তি হতে হবে।
2. আবেদনকারীকে উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকত্তর বা কোনো ডিপ্লোমা কোর্সে 10+2 প্যাটার্নে 60% পেতে হবে।
3. যেকোনো ডিগ্রি কোর্স শুরু করার প্রথম বছরেই শিক্ষার্থীরা এর টাকা পাবেন এবং পরবর্তী বছর গুলিতে রিনুয়াল করে নিতে হবে।
4. আবেদন প্রার্থীকে AICTE বা UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে।
5. আসাম রাইফেলস, আরপিএফ এবং আরপিএসএফ এর সেই সমস্ত পুলিশ কর্মীরা সন্ত্রাসবাদী বা নকশাল হামলায় বা তাদের চাকরির সময় মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন, তাদের ছেলে মেয়ে অথবা বিধবাদের এই ভাতা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
1. অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে https://ksb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
2. New Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
3. চাহিদা অনুযায়ী সমস্ত ডকুমেন্টস দিতে হবে সাইয করে।
4. এর পর ওই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে এবং ইউজার আইডি ও পাশওয়ার্ড মনে রাখতে হবে।

প্রতিমাসে 3000 টাকা পাবেন আবেদন করলেই। প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন করুন।

PM Scholarship আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
১) বয়সের প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের আডমিট।
২) পাসপোর্ট সাইযের ফটো এবং সাইন।
৩) আবেদনকারীর আইডেন্টি প্রফ হিসাবে আধার কার্ড/রেশন কার্ড।
৪) ব্যাংক একাউন্টের পাসবুক।
৫) আবেদনকারীর পিতা কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার প্রমান।
৬) বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট।

Leave a Comment