Free Electricity: পুজোর মুখে সুখবর! 300 ইউনিট বিদ্যুৎ‌ ফ্রি ফ্রি ফ্রি! সকলের চিন্তা দূর হল

দেশের সরকার মাঝেমধ্যেই বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে দেশবাসীকে অবাক করে দেয়। ‌যার মধ্যে সম্প্রতি ঘোষণা করা হয়েছে ‌নতুন একটি প্রকল্পের(Free Electricity) যে প্রকল্পে সাধারণ মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। ‌পুজোর মরশুমে এমন সুখবর শুনে নিঃসন্দেহে সবাই আনন্দে আটখানা। মোদি সরকার নতুন প্রকল্পে কিছু যোগ্যতার মানদন্ড, নিয়ম কানুনের কথা ঘোষণা করেছে। কি কি বলা হয়েছে? কারা ফ্রিতে বিদ্যুৎ (Free Electricity) পাবেন? আরো জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

1000 টাকা অতীত! মাসে মাসে 1500 টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! শুরু হলো নতুন স্কিমে আবেদন

Free Electricity For Indians 2024

কিছুদিন আগে চলতি বছরের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) দেওয়ার ঘোষণা করেছেন। এনারা প্রত্যেকে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। বিনামূল্যে সুবিধা পেয়ে যাবেন। চলতি বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সীতারামন বলেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় দেশের 1 কোটি পরিবারকে তাদের বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে ভারত সরকার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে৷ শুধুমাত্র তাই নয়, এর সাথে সাথে এই যোজনাে থেকে একটি পরিবার শুধু ফ্রি বিদ্যুৎ পাবে না, বরং উদ্ভূত বিদ্যুৎ বিক্রিও করতে পারবে। সবমিলিয়ে দেদার খুশির খবর ভারতের জনসাধারণের জন্য।

আর চিন্তা নেই! এই ছয়টি উপায় মানলেই কমবে বিদ্যুতের বিল। জেনে নিন সিক্রেট

PM Surya Ghar Free Electricity Yojana

অন্যান্য প্রকল্পের মত এক্ষেত্রেও নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে। যেমন- বিনামূল্যে বিদ্যুৎ পেতে সেই পরিবারটিকে ভারতের বাসিন্দা হতে হবে। পরিবারের বাড়ির ছাদে প্যানেল ইনস্টল করার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে৷ এর পাশাপাশি পরিবারটিকে হতে হবে দরিদ্র অথবা মধ্যবিত্ত। পারিবারিক বার্ষিক আয় 1.5 লাখ টাকার বেশি হলে চলবে না। আবেদনকারী পরিবারে অবশ্যই একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে, প্রকল্পে আবেদনকারীকে যদি এর আগে অন্য কোনও সৌর প্যানেল ভর্তুকি যোজনার সুবিধা পান তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা পেতে উক্ত আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে। এই যোজনার অধীনে, এই দেশের সরকার 1 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য দিচ্ছে 18,000 টাকা, 2 কিলোওয়াট পর্যন্ত দিচ্ছে 30,000 টাকা আর 3 কিলোওয়াট বা তার বেশির জন্য দিচ্ছে 78,000 টাকার ভর্তুকি। এই ভর্তুকি পেতে, অবশ্যই লোড 85 শতাংশের বেশি হলে চলবে না। আপনারা পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, একটি বাতিল চেক আপলোড করে দেবেন। আর এই প্রক্রিয়াটি শেষ হওয়ার 30 দিন পরে আপনি ভর্তুকি পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।