PM Surya Ghar Yojana – ফ্রীতে বিদ্যুৎ পেতে চান! আজই আবেদন করুন এই স্কিমে।

প্রত্যন্ত গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন উদ্যোগ PM Surya Ghar Yojana। PM Surya Ghar Yojana বা প্রধান মন্ত্রী সূর্য ঘর যোজনার উদ্দেশ্য হল প্রায় এক কোটি পরিবারকে 300 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা। এই উদ্দেশ্য সাধন করা হবে সৌরশক্তির ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা, যার ফলে পরিবেশ দূষণও কম হবে এবং সৌরশক্তির যথাযথ ব্যবহার হবে। গত মঙ্গলবার 13th ফেব্রুয়ারি, সংযুক্ত আরব আমিরশাহি সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারিভাবে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’ চালুর কথা ঘোষণা করেছিলেন।

PM Surya Ghar Yojana Apply Now

1 ফেব্রুয়ারি, 2024-এ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাদে সোলার প্যানেলের বা PM Surya Ghar Yojana মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন। রাম লালার প্রানপ্রতিষ্ঠা দিবসেই প্রধান মন্ত্রী ঘোষণা করেন এর পরে দেশের জনগনের জন্য এক দারুন সংকল্প নেওয়া হবে। তিনি জানিয়েছেন, সরকার এই প্রকল্পে 75000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে।

কেন্দ্রের PM Surya Ghar Yojana আওতায় এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে, যার মাধ্যমে উপভোক্তারা সৌর বিদ্যুৎ পাবেন। এর ফলে মানুষের ইলেকট্রিক বিল বাবদ যে টাকাটা খরচা হতো তা আর হবেনা, এখানে একটা ব্যয় কমবে। এছাড়াও মানুষের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। এই প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দেওয়া হবে এবং এই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

 প্রধানমন্ত্রী মোদি-র নতুন প্রকল্পের ঘোষণা, কমাবে বিদ্যুৎ বিল! কারা কীভাবে আবেদন করবেন? জানুন।

কোনো ব্যক্তি যদি তার বাড়ির ছাদে 2 কিলো ওয়াটের সোলার প্যানেল বসান, তবে সেক্ষেত্রে তার খরচ হবে 47 হাজার টাকা। এরমধ্যে 18 হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে সরকারের তরফ থেকে। সুতরাং মাত্র 29 টাকা খরচ করে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করতে পারবেন গ্রাহক। এবার যদি 3 কিলো ওয়াটের প্যানেল বসানো হয়, তবে ভর্তুকি বাবদ মিলবে 36 হাজার টাকা।

আপনাদের জানিয়ে রাখি যে, সৌরবিদ্যুতের ক্ষেত্রে দৈনিক বিলের পরিমাণ মাত্র 12.96 টাকা। কেন্দ্র দাবি করেছে যে, এর ফলে বছরে 4730 টাকা সাশ্রয় হবে। এক্ষেত্রে সরকার বিশেষভাবে বাড়ির যুবকদের দিকে নজর দিচ্ছেন যাতে যারা এই ‘প্রধান মন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পে নিজের পরিবারকে সামিল করে। জেনে নেওয়া যাক প্রকল্পের জন্য আবেদন করতে কী কী নথি আমদের প্রয়োজন।

 আবারও সুদের হার বাড়ালো কেন্দ্রীয় সরকার! এবার কন্যা সন্তান

আবেদনের পদ্ধতি
১) আবেদন করতে প্রথমে  https://pmsuryaghar.gov.in -এ লগ ইন করতে হবে।
২) লিঙ্কে ক্লিক করার পর আবেদনকারীকে তার নিজের রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল, বিদ্যুতের বিলের কনজিউমার নম্বর, ফোন নম্বর ও Email ID দিতে হবে।
৩) এর পর সরকারের তরফ থেকে সোলার লাগানোর জন্য অনুমোদন দেওয়া হবে।
৪) এরপর বাড়ির ছাদে ওই সোলার প্যানেল ইনস্টল করা যাবে। সোলার প্যানেল ইনস্টল করা হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে গ্রাহককে।
৫) পোর্টালে আবেদনকারীর ব্যাংকের ডিটেলস ও একটি বাতিল চেক জমা করতে হবে।
৬) এরপর 30 দিনের মধ্যে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদ্যুতের বিলের উপর আপনার প্রাপ্য ভর্তুকির টাকা ঢুকে যাবে।

Leave a Comment