সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া, বিদ্যুৎ (Electric) ছাড়া দিনযাপন সম্ভব নয়। আর প্রতিমাসে আমাদের বিদ্যুৎ খরচ লাফিয়ে বাড়িয়ে দিচ্ছে ইলেকট্রিসিটি বিল। পাখা লাইট, টিভি, ফ্রিজ, এসি মধ্যবিত্তের ঘরে ঘরে এই বৈদ্যুতিক সামগ্রীগুলো থাকেই। তবে শুধুই সামগ্রী থাকলে হয় না, প্রতিটি বৈদ্যুতিক সামগ্রী পিছনে যথেষ্ট খরচ করতে হয় (Government Scheme)। মাসে মাসে চড়া বিদ্যুতের বিল তারই প্রমাণ দেয়। তাই এবার মুশকিল আসান আনল কেন্দ্রীয় সরকার (Government Scheme)।
সম্প্রতি চালু হয়েছে নতুন প্রকল্প (Government Scheme) যে প্রকল্পে সাধারণ মানুষ পাবেন বিনামূল্যে বিদ্যুৎ (Free Electric)। ভাবতে অবাক লাগছে? সত্যিই এমন এক প্রকল্প (Government Scheme) চালু করেছে মোদি সরকার।আপনারও এই প্রকল্পে আবেদন করতে পারেন। আর এই (Government Scheme) প্রকল্পে আবেদন করলেই রাতারাতি মিলবে সুবিধা। তাহলে আর দেরি কিসের? আসুন জেনে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের নতুন স্কিম (Government Scheme) সম্পর্কে। ভারতবাসীরা পাবেন প্রচুর সুবিধা।
Government Scheme: পিএম সূর্য ঘর যোজনা
সাধারণ মানুষের একটি অতিপ্রয়োজনীয় জিনিস হলো বিদ্যুৎ বা ইলেকট্রিক (Electric)। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এটি (Electric)। আর সেই কারণেই প্রতি মাসে ফ্রিতে বিদ্যুৎ মিললে সাধারণ মানুষের খুশির অন্ত থাকবে না (Government Scheme)। সবাই রীতিমতো অবাক হচ্ছেন শুনে, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে এই দেশের সাধারণ মানুষকে (Government Scheme)।
আর এই বিদ্যুৎ দেওয়া হচ্ছে সরকারের নতুন প্রকল্প ‘সূর্য ঘর যোজনার’ মাধ্যমে (Government Scheme 2024)। আপনি যদি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া এই সুবিধা পেতে চান, তাহলে অতিসত্বর নতুন স্কিমে আবেদন সাবমিট করুন (Government Scheme 2024)। একবার আবেদন করলে দীর্ঘমেয়াদি সুবিধা। এই প্রকল্প নিঃসন্দেহে সাধারণ মানুষের মুখে চওড়া হাসি ফোটাতে বাধ্য।
আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত! আপনার নাম আছে তালিকায়? অনলাইনে চেক করে নিন এইভাবে
Government Scheme: পিএম সূর্যঘর যোজনা কি?
দিন দিন বাড়ছে বিদ্যুতের খরচ। অত্যাধিক মাত্রায় বিদ্যুতের খরচ বেড়ে গিয়েছে বলে নানান জায়গায় দেখা দিচ্ছে ঘাটতি। আর সেই কারণে বিকল্প চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে আনা হচ্ছে প্রকল্প। একে তো মূল্যবৃদ্ধি তার ওপর বিদ্যুতের চড়া বিল দিতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস দশা। তাই নিরন্তর চেষ্টা চলছে বিদ্যুতের বিল কিভাবে কমানো যায়।
সাথে, বিকল্প পদ্ধতিতে কিভাবে বিদ্যুতের উৎপাদন করা যায়। আর সেই জন্য মোদি সরকারের ‘সূর্য ঘর যোজনায়’ দেশের বহু মানুষ আবেদন করছেন। আপনিও যদি প্রকল্পে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আর তার জন্য পড়ে নিন আজকের সম্পূর্ণ প্রতিবেদন। ‘সূর্য ঘর যোজনা’ সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত বলা হলো।
কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী’ যোজনার। যে প্রকল্পে আবেদন করে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনদরদী প্রকল্পের ঘোষণা করে থাকেন। গত সপ্তাহের বাজেটে এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হলো। ইতোমধ্যে সারাদেশে এই প্রকল্পটি সাড়া ফেলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে একটি পরিসংখ্যান উল্লেখ করে বলা হয়েছে, যোজনার জন্য রেজিস্ট্রেশন করা ব্যক্তির সংখ্যা প্রায় এক কোটি ছাড়িয়েছে। এই প্রকল্পে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুত এবং ভর্তুকি দিচ্ছে মোদি সরকার।
সুখবর! মাসে 1500 টাকা সঙ্গে পাবেন তিনটি গ্যাস সিলিন্ডার ফ্রি! সরকারের নতুন প্রকল্পে আবেদন করুন
‘সূর্য ঘর যোজনার’ মাধ্যমে গৃহীত পদক্ষেপ
ইতোমধ্যে সারাদেশে কোটি কোটি বাড়িতে কেন্দ্র চাইছে সোলার প্যানেল বসাতে। বিদ্যুতের জন্য প্রতিটি পরিবারকে আর যাতে আর্থিক সমস্যায় না পড়তে হয়, তার জন্যই কেন্দ্রের এই বড় পদক্ষেপ। কেন্দ্রের তরফে সাধারণ মানুষকে অত্যন্ত সহজ শর্তে এবং তুলনামূলক কম সুদের হারে ঋণ দেওয়া হবে। যাতে দেশের মানুষ সোলার প্যানেল বসাতে পারেন। বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে, খুব সহজেই পাওয়া যাবে সৌর বিদ্যুৎ। দেশজুড়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে কেন্দ্রের এই পদক্ষেপ অবশ্যই উল্লেখযোগ্য। এখন দেখে নেওয়া যাক কিভাবে এই প্রকল্পে আবেদন করা যায়।
‘সূর্য ঘর যোজনায়’ আবেদন করবেন কিভাবে?
- প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় আবেদন করা যাবে অনলাইন মারফত।
- এর জন্য আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- সাইটের হোমপেজ ওপেন হলে, ক্লিক করতে হবে ‘Apply for Rooftop Solar’ এই অপশনে।
- এরপর করে নিতে হবে রেজিস্ট্রেশন।
- মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করে নিতে হবে।
- রাজ্য, জেলা, সংস্থার গ্রাহক, বিদ্যুতের গ্রাহক নম্বর ইত্যাদি উল্লেখ করার পর যেখানে চলে আর প্যানেল বসাবেন সেই ছবি সাবমিট করবেন।
- তারপর লগ ইন করুন।
- সমস্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ করুন।
- তারপর আবেদন পত্রটি সাবমিট করে দিন।