PM Suryoday Yojana – প্রধানমন্ত্রী মোদি-র নতুন প্রকল্পের ঘোষণা, কমাবে বিদ্যুৎ বিল! কারা কীভাবে আবেদন করবেন? জানুন।

দেশের সাধারণ মানুষের জন্য আরো এক নতুন প্রকল্প আনতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে বাড়িতেই তৈরি হবে বিদ্যুৎ (PM Suryoday Yojana). বাঁচবে বিদ্যুৎ খরচ। ঘরে ঘরে জ্বলবে আলো। কম খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য এক নয়া পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট মারফত নতুন প্রকল্প চালু করার কথা জানিয়েছেন। নতুন স্কিমটি কি? কারা এই স্কিমের সুবিধা পাবে? সবটা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

PM Suryoday Yojana

প্রসঙ্গত, দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২২সে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো। রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হলো। সমগ্র দেশবাসী এই উৎসবে মেতে উঠেছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এদিন প্রধানমন্ত্রী ছাড়াও দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিবর্গও উপস্থিত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (PM Suryoday Yojana):
এদিনের অনুষ্ঠান পর্ব মিটে যাবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। যার নাম প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (PM Suryoday Yojana). তিনি এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে তথ্য দিয়েছেন। যা শুনে অবাক হয়েছেন সকলে। কেউ ভাবতে পারেনি দেশবাসীর জন্য এমন একটা উপহার অপেক্ষা করছে।

এই সূর্যোদয় প্রকল্পের মধ্যে দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের হাত থেকে মুক্তি পাবে মানুষ। বিদ্যুৎ বিলের খরচ কমানোই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মোদী এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বের সমস্ত ভক্তরা সর্বদা সূর্যবংশীয় ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। অযোধ্যায় জীবন উৎসর্গের শুভ মুহূর্তে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতীয়দের বাড়ির ছাদে নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম থাকা উচিত।’

কৃষকদের 102 কোটি টাকা দেবে মমতা সরকার। কবে, কীভাবে পাবেন? জেনে নিন।

এই উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (PM Suryoday Yojana) ঘোষণা করেছেন তিনি। ১ কোটির বেশি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ নেওয়া হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের এই প্রকল্পের অধীনে যুক্ত করা হবে। এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ বিল কমবে, তেমনই শক্তির দিক থেকে স্বনির্ভর হবে ভারত।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী সূর্যোয়দ প্রকল্পে আবেদন করতে পারবে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই স্কিমে আবেদন করার জন্য পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার বেশি হবে না। পরিবারের কোনো ব্যাক্তি সরকারি চাকরির সঙ্গে যুক্ত হবে না। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে, আধার কার্ড, বিদ্যুৎ বিল, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি।

চাকরি না করেও মাসে 25000 টাকা পেনশন। বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে।

কিভাবে আবেদন করতে হবে?
এই প্রকল্পে আবেদন করার জন্য https://solarrooftop.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে “Apply” অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করার সময় রাজ্য, জেলা নির্বাচন করতে হবে, বিদ্যুৎ বিলের নম্বর দিতে হবে, সোলার প্যানেলের বিবরণ দিতে হবে। সব শেষে ভর্তুকীর জন্য আপনার ব্যাঙ্কের পাসবুক আপলোড করতে হবে। এভাবেই আপনি আবেদন জমা দিতে পারবেন। (PM Suryoday Yojana)

Leave a Comment