বর্তমানে টাকা বিনিয়োগের প্রতি আগ্রহ থাকে সবার। সবাই এখন বুঝেছেন ভবিষ্যতের জন্য টাকা রাখা কতটা জরুরী। আর টাকা বিনিয়োগের প্রসঙ্গ আসলেই ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ডের চাইতে বেশিরভাগ মানুষের পছন্দ পোস্ট অফিসের স্কিম (Post Office Scheme)। বর্তমানে ভারতীয় পোস্ট অফিস বিভিন্ন প্রকল্প সূচনা করে গ্রাহকদের মুখে হাসি ফুটিয়েছে (Post Office Scheme)। প্রতিটি প্রকল্প অনেক লাভ দেয় এবং সুরক্ষিত। যে কারণে অধিকাংশ মানুষের পছন্দ পোস্ট অফিসে ইনভেস্ট করা (Post Office Scheme)।
তবে পোস্ট অফিস-এর স্কিমগুলিতে বিনিয়োগ করার আগে অবশ্যই জেনে নিতে হবে এই প্রকল্পগুলির সুযোগ-সুবিধা, কোথায় বিনিয়োগ করলে লাভ, কত দিনের জন্য বিনিয়োগ করলে লাভ ইত্যাদি বিষয়গুলি। তবেই আপনি ভালো রিটার্ন পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office Scheme) প্রসঙ্গে। বর্তমানে এখানে সুদের হার কত, কিভাবে বিনিয়োগ করলে লাভ, সবটাই এক নজরে দেখে নিন।
Post Office Scheme 2024 | পোস্ট অফিস স্কিম ২০২৪
আপনি যদি বিনিয়োগের কথা চিন্তা করে থাকেন, ভালো জায়গায় টাকা ইনভেস্ট করতে চান তাহলে পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Diposit Scheme) সম্পর্কে জানতে হবে। ভারতবাসীকে দীর্ঘদিন ভালো সুদের প্রকল্প উপহার দিয়েছে পোস্ট অফিস (Post Office Scheme)। এক নয়, পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প সকলের মুখে হাসি ফুটিয়েছে। যারা বিনিয়োগ করতে আগ্রহ দেখান, তাঁদের ভালো জায়গায় বিনিয়োগ করতে সাহায্য করেছে।
বলাই বাহুল্য সাধারণ মানুষকে লাভের মুখ দেখিয়েছে পোস্ট অফিস স্কিম (Post Office Scheme)। আর এবার সাধারণ মানুষের জন্য, পোস্ট অফিসের গ্রাহকদের জন্য চড়া সুদ নিয়ে এলো ভারতীয় পোস্ট অফিস। এই প্রকল্পে কিভাবে বিনিয়োগ করলে লাভ? কতটা সুদ মেলে? একজন গ্রাহকের বিনিয়োগ করার আগে যে বিষয় গুলি জানা দরকার, পোস্ট অফিস ডিপোজিট (Post Office Scheme) স্কিম সম্পর্কে আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। আশা করা যায়, আপনারা সবাই প্রয়োজনীয় তথ্যগুলি জানার পর উপকৃত হবেন।
পর পর তিনদিন 5000 টাকা কমলো সোনার দাম। আগামী সপ্তাহে সোনার সম্ভাব্য দাম জেনে নিন
Post Office Fixed Diposit Scheme 2024
বর্তমানে পোস্ট অফিস গ্রাহকদের জন্য একাধিক প্রকল্পের সুযোগ -সুবিধা হাজির করেছে। প্রত্যেকটি প্রকল্প বিনিয়োগের সময় কিছু না কিছু ভালো লাভ দিচ্ছে। দীর্ঘমেয়াদী প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে অনেকটাই লাভ পাবেন। আবার স্বল্পমেয়াদী স্কিমে বিনিয়োগ করলেও লাভের মুখ দেখবেন গ্রাহক। এছাড়া রয়েছে শিশুদের জন্য স্কিম, প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য স্কিম, আবার প্রতিটি স্কিম এর জন্যই অফার করা হয় ভাল সুদ।
কিছু না হলেও প্রতিটি স্কিম থেকে লাভবান হবার সুযোগ থাকে। পোস্ট অফিসের প্রকল্পগুলির মধ্যে বিশেষ করে ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে গ্রাহকদের আগ্রহ তুঙ্গে থাকে। অনেকেই ফিক্সড ডিপোজিটে নিজেদের টাকা বিনিয়োগ করতে আগ্রহী থাকেন। আর তাই ফিক্সড ডিপোজিট স্কিমে পোস্ট অফিস দিচ্ছে ভালো সুদের অফার।
সন্তানের জন্য ভবিষ্যত নিয়ে বাবা-মার আর কোন চিন্তা নেই! টাকা জমান NPS স্কিমে! সরকার দিচ্ছে সুযোগ
Post Office Interest Rate 2024
তবে টাকা বিনিয়োগ করার আগে সুদের হার সম্পর্কে ধারণা থাকা খুব জরুরী। আপনি যদি ভেবে থাকেন, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করবেন, তাহলে আগেই জেনে নিন সুদের হার। যদি আপনি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে ভাল সুদ পাবেন। বিনিয়োগ কারী এক বছরের মধ্যে ভালো সুদের হারে ইনভেস্ট করতে পারবেন। এক বছরের জন্য সুদের হার ৬. ৯%, দুই বছরের মধ্যে সুদের হার ৭. ০%, তিন বছরের মধ্যে সুদের হার ৭. ১%, এছাড়া, পাঁচ বছরের মধ্যে সুদের হার ৭. ৫%। আপনি বিনিয়োগ করতে পারবেন হাজার টাকা থেকে। ইনভেস্ট করার কোনও লিমিট নেই। আর সব ক্ষেত্রেই সুদের হার এক মিলবে।
সেক্ষেত্রে একটি হিসেব বলছে, একজন বিনিয়োগকারী যদি পোস্ট অফিসে ১ লক্ষ টাকা রাখেন, তবে ৫ বছরের মেয়াদে তিনি পাবেন প্রায় ৪৫ হাজার টাকার সুদ। তাই বলাই যায়, পোস্ট অফিস সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মধ্যবিত্ত মানুষদের বিনিয়োগের স্বপ্ন পূরণ করেছে। তাহলে আর দেরি কিসের, অতি সত্বর বিনিয়োগ করুন পোস্ট অফিসের স্কিমে। আর দুর্দান্ত লাভ আনুন বাড়িতে।