বর্তমানে আমরা উপার্জন এবং সঞ্চয় উভয় নিয়েই অনেক বেশি চিন্তিত। কোথায় নিরাপদে সঞ্চয় করলে ভালো লাভ পাওয়া যাবে, তা নিয়ে কমবেশি সবাই ভাবনা চিন্তা করি(Post Office Scheme). আর নিরাপদে সঞ্চয় বলতেই ব্যাঙ্ক নইলে পোস্ট অফিসের কথা প্রথমেই চলে আসে(Post Office Scheme). বর্তমানে এই পোস্ট অফিসের(Post Office Scheme) তরফে এমন কিছু স্কিম চালু করা হয়েছে, যেখানে আপনি মাত্র কিছু টাকা জমা করে কয়েক বছরের মধ্যেই মালামাল হয়ে যেতে পারেন।আজকের প্রতিবেদনে আমরা তেমনি একটি স্কিম সম্পর্কে জেনে নেব।
মাত্র 100 টাকা জমা করে হতে পারেন কোটিপতি! বিনিয়োগের গোপন সূত্র জেনে নিন
Post Office Scheme 2024
আজকে আলোচনা করবো পোস্ট অফিসের রেকারিং স্কিম সম্পর্কে(Post Office Scheme). এই স্কিমটিতে একজন ব্যক্তি অনেক কম টাকা বিনিয়োগ করেও ভালো টাকা উপার্জন করতে পারবেন(Post Office Scheme). এক কথায় বলতে গেলে মোটা টাকা রিটার্ন পেতে পোস্ট অফিসের এই স্কিমের বিকল্প হয় না। আমরা সবাই চাই এমন জায়গায় টাকা রাখতে যা সুরক্ষিত ও ভালো রিটার্ন দেয়।
পোস্ট অফিসের এই রেকারিং ব্যবস্থাও ঠিক তেমনই(Post Office Scheme). এখানে আপনি প্রতিমাসে মাস ১০ টাকা বিনিয়োগ করে কয়েক বছর পর দুর্দান্ত রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসের এই স্কিমে সুদের হার যথেষ্ট ভাল। দুর্দান্ত রিটার্ন গ্যারান্টি দেয়। সবদিক থেকেই বেশ লাভজনক পোস্ট অফিসের এই স্কিম। ভাবছেন কত সুদের হার? বিস্তারিত জেনে নিন।
ফিক্সড ডিপোজিট করবেন? এই ৫ টি ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!
Post Office Scheme Full Details 2024
পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় এই রেকারিং ডিপোজিট স্কিমটি প্রত্যেক গ্রাহককে দারুন সুবিধা দিয়ে থাকে(Post Office Scheme). এই স্কিমে বিনিয়োগ করলে যে কোনো ব্যক্তি ভালো টাকা রিটার্ন পেতে পারেন(Post Office Scheme) আপনি কি জানেন? বর্তমানে এই পোস্ট অফিসের এই স্কিমটি ৬.৯ শতাংশ হারে সুদ দিচ্ছে যা অবশ্যই লাভজনক। আপনি যদি ৫ বছরের জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অর্থাৎ এই আরডি স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনি বেশ ভালো লাভ পাবেন(Post Office Scheme). সবচেয়ে সুবিধা হল অনেক কম টাকা এখানে বিনিয়োগ শুরু করা যায়। এখানে আপনি মাত্র ১০ টাকাও বিনিয়োগ করতে পারেন।
শুধু তাই নয়, এখানে সর্বোচ্চ বিনিয়োগের জন্য কোনো বাঁধাধরা অঙ্ক রাখা হয়নি। তাই সব দিক থেকেই বেশ সুবিধাজনক। আপনি জেনে নিন, ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে এই ধরনের কোনও স্কিমে আপনি ৩ শতাংশ অথবা তার থেকে একটু বেশি হারে সুদ পাবেন। তবে এখন যদি আপনি টাকা বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য এবং ভালো রিটার্ন যুক্ত একটি স্কিমের সন্ধান করে থাকেন, তাহলে অবশ্যই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট আপনার জন্য একটি ভালো অপশন হতেই পারে।