Post Office Recruitment: পোস্ট অফিসে 3000 শূন্যপদে চাকরি। বেতন প্রতিমাসে 25,500/- টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। পোস্ট অফিসের তরফে নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হল (Post Office Recruitment)। প্রতিবছর পোস্ট অফিস বিভিন্ন পদের জন্য এই নিয়োগ চালায় (Post Office Recruitment)। আর এই বছরও তার ব্যতিক্রম হলো না। নতুন করে পোস্ট অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে (Post Office Recruitment)। একগুচ্ছ শূন্যপদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের সমস্ত যুবক যুবতী আবেদন জানাতে পারবেন (Post Office Recruitment)।

যেকোন প্রান্তে বসবাসকারী যুবক-যুবতীরা আবেদনযোগ্য। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করে নেব পোস্ট অফিসে চাকরির জন্য কোন কোন যোগ্যতা মাপকাঠি রাখা হয়েছে, কারা এখানে আবেদন জানাতে পারবেন, কিভাবে আবেদন জানাবেন ও নিয়োগ কর্মসূচি কিভাবে চলবে। সবটাই বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে। চাকরিপ্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।

পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা মোটেই সন্তোষজনক নয়। চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির জন্য আশা পরিত্যাগ করেছেন। তবে চাকরিপ্রার্থীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে পোস্ট অফিস। এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থান হবে অনেকেরই। রাজ্যের যে সকল যুবক যুবতিরা এতদিন ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছিলেন এবার তারা ময়দানে নেমে চাকরির জন্য সংগ্রামে লিপ্ত হবেন।

পোস্ট অফিস প্রচুর শূন্যপদে নতুন প্রার্থী নিয়োগ করছে। তবে আবেদনও জমা পড়বে বহু। এসবের মাঝেই যোগ্য প্রার্থীরা তাঁদের চাকরির আসন জয় করে নেবেন। আপনিও যদি এতদিন সঠিক চাকরির অপেক্ষায় থেকে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। তাই মন দিয়ে পড়ে নিন পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সমূহ।

আপনাদের সুবিধার্থে প্রত্যেক টি তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। এই চাকরির জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই নিয়োগের বয়সসীমা কত, নিযুক্ত প্রার্থীরা মাসিক বেতন কত পাবেন, কিভাবে আবেদন জানাবেন, আবেদন ফি কত, নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে ইত্যাদি। আসুন আর অপেক্ষা না করে প্রত্যেকটি বিভাগ জেনে নেওয়া যাক।

Bank Recruitment 2024: ব্যাঙ্ক অফ বরোদায় ৪২ লাখ টাকার বেতনে চাকরি! ৪৬০ শূন্যপদে নতুন করে নিয়োগ। আবেদন পদ্ধতি জেনে নিন

Post Office Recruitment 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে মোট ৩০০০ টি পদে নতুন করে কর্মী নিয়োগ হবে। পোস্ট অফিসের তরফে নিয়োগ দেওয়া হবে অফিস ক্লার্ক পদে অর্থাৎ ইন্সপেক্টর, পোস্টাল এসিস্ট্যান্ট পদে। যথারীতি এই পদের জন্য আবেদনের দরজা খুলে যাচ্ছে সবার জন্য। আপনিও চাইলে স্বাচ্ছন্দে এই পদে নিজের আবেদন জমা করতে পারেন।

২) শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেকটি নিয়োগের মতো পোস্ট অফিসের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও আলাদা করে শিক্ষাগত যোগ্যতা মাপকাঠি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে ব্যাচেলর ডিগ্রী পাশ। আপনিও যদি আবেদন জমা করতে চান, তাহলে শিক্ষাগত যোগ্যতা মানতে হবে।

৩) বয়সসীমা

অন্যান্য নিয়োগের মতো পোস্ট অফিসের নিয়োগ প্রক্রিয়ায় আলাদা করে বয়সসীমার উল্লেখ করা থাকে। আপনি যদি আবেদন জানাতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে, পোস্ট অফিসের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাইছেন সেই সকল প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।

যারা আবেদন করতে চাইছেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। তবে যারা সংরক্ষিত শ্রেণীর আওতাভুক্ত তাঁদের অন্যান্য সরকারি চাকরির মতো এখানেও বয়সের ক্ষেত্রে ছাড় আছে।

WB Recruitment 2024: রাজ্যের জেলা স্বাস্থ্য ভবনে বিভিন্ন পদ মিলিয়ে প্রচুর নতুন কর্মী নিয়োগ। অনলাইনে জমা করুন আবেদন

৪) মাসিক বেতন

নিঃসন্দেহে পোস্ট অফিসের নিয়োগ প্রক্রিয়ায় যে সকল প্রার্থী নির্বাচিত হবেন, তাঁদের প্রতি মাসের বেতন হবে যথেষ্টই ভালো। চাকরিপ্রার্থীদের প্রতি মাসে স্যালারি দেওয়া হবে ২৫,৫০০/- টাকা থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন, পোস্ট অফিসের এই নিয়োগ সকলের জন্যই সুবর্ণ সুযোগ হতে চলেছে।

৫) আবেদন জানানোর প্রক্রিয়া

যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তারা নিম্নলিখিত পদ্ধতি মেনে ধাপে ধাপে নিজের আবেদন জমা করবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এপ্লিকেশন করতে হবে।

  • চাকরিপ্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর তিনি সেখান থেকে আবেদনের লিংকে সরাসরি ক্লিক করবেন।
  • এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে দিতে হবে। প্রত্যেকটি তথ্য সঠিকভাবে উল্লেখ করবেন।
  • কোন তথ্য যেন ভুল না হয় খেয়াল রাখতে হবে। এরপর আপনার যা যা নথিপত্র চাওয়া হবে সেই নথিপত্রগুলি সঠিকভাবে স্ক্যান করে জমা করবেন।
  • এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে। আবেদনমূল্য হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় থাকছে।
  • এরপর আবেদনপত্রটি আরও একবার চেক করে নিয়ে সরাসরি অনলাইনে সাবমিট করে দিন।
  • সাবমিট করার পর একটি কপি নিজের কাছে রেখে দেবেন।

৬) আবেদনের সময়সীমা

ইতোমধ্যে পোস্ট অফিসের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, অবশ্যই তাড়াতাড়ি নিজ আবেদন জমা করে দিন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪ জুলাই ২০২৪ পর্যন্ত। সংশ্লিষ্ট বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।