Post Office Recruitment 2024: পোস্ট অফিসে নিয়োগ, ৪০ হাজার শূন্যপদে চাকরি, প্রতি মাসে বেতন ৯৫,০০০ টাকা

চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর। বিপুল শূন্যপদে প্রার্থী নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (Post Office Recruitment 2024)। একশো, দুশো পদে নয় সব মিলিয়ে মোট ৪০ হাজার শূন্যপদে চাকরি। যারা এতদিন ভালো চাকরির সন্ধানে ছিলেন, এবার তাঁদের সবার জন্যই সুখবর।

Post Office Recruitment 2024

দেশ জুড়ে চলছে এই নিয়োগ প্রক্রিয়া (Post Office Recruitment 2024)। ভারতের অধিবাসী হলেই আবেদন জানানো যাবে। চাকরি পাওয়ার জন্য আবেদন জানানোর সুযোগ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদেরও থাকছে। পুরুষ ও মহিলা উভয় আবেদনযোগ্য। তাহলে আর দেরি কিসের? আসুন পোস্ট অফিসের এই নিয়োগে (Post Office Recruitment 2024) অংশগ্রহণ করা যাক। তবে আবেদন জানানোর আগে আবেদনের শর্ত এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।

১) ভ্যাকেন্সি ডিটেলস (Vacancy Details)

ভারতীয় ডাক বিভাগের তরফে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হবে। সম্প্রতি এমন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে পোস্ট অফিসের তরফে। বছরের বিভিন্ন সময় পোস্ট অফিস প্রচুর প্রার্থী নিয়োগ করে।চাকরিপ্রার্থীরা অপেক্ষায় থাকেন ডাক বিভাগের নিয়োগের জন্য।

এবছর ফের দেশজুড়ে একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগের বার্তা দিল পোস্ট অফিস। ভারতে ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে ডাক বিভাগ। নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবক পদে। ভালো মাইনের চাকরি, সবার জন্য দুর্দান্ত সুযোগ। আবেদন জানানোর আগে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে সমস্ত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।

২) শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় পোস্ট অফিসের নতুন নিয়োগ (Post Office Recruitment 2024) প্রক্রিয়ায় যারা গ্রামীণ ডাক সেবক পদে চাকরি পাওয়ার জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ দুই বোর্ড পরীক্ষা যথা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ। গ্রামীণ ডাক সেবক পদে চাকরি পাওয়া যায় যদি প্রার্থী মাধ্যমিক পাশ করে থাকে তাহলেই। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

৩) বয়সসীমা

সাধারণত, প্রতিটি নিয়োগ নোটিফিকেশনে সেই পদের আবেদন জানানোর বয়সসীমা উল্লেখ করা থাকে। ভারতীয় পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদের জন্যও বয়সসীমা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: PM Jan Dhan Yojana – ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে লাগবেনা এক টাকাও, প্রধান মন্ত্রীর নতুন প্রকল্প।

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

৪) মাসিক বেতন

পোস্ট অফিসের নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রামীণ ডাক সেবক পদে যারা নির্বাচিত হবেন এবং চাকরি পাবেন, তাঁদের প্রতি মাসে ভালো পারিশ্রমিক দেওয়া হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিতদের বেতন হবে ২৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯৪ হাজার টাকার মধ্যে। এর পাশাপাশি থাকবে অন্যান্য সুযোগ সুবিধা।

৫) আবেদন পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে অনলাইনে সরাসরি ওয়েবসাইট মারফত। যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের আবেদন জানানোর পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।

i) আবেদনকারীরা প্রথমে ভিজিট করুন ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে
ii) এবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে (India post GDS 2024) অপশনে।
iii) এখান থেকে পেয়ে যাবেন আবেদন পত্র। সেটি নিজের সমস্ত তথ্য দিয়ে নির্ভুল ভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্র পূরণ হলে জমা করুন সমস্ত প্রয়োজনীয় নথিগুলি। নথি হিসেবে লাগবে আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ইত্যাদি।
iv) এরপর আবেদন ফি পেমেন্ট করুন। আবেদন পত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন। ভবিষ্যতের জন্য একটি কপি নিজের কাছে রেখে দেবেন।

৬) আবেদন ফি

ভারতীয় পোস্ট অফিসের নতুন নিয়োগ গ্রামীণ ডাক সেবক পদে আবেদন জানানোর জন্য ফি জমা করতে হবে ১০০ টাকা। আবেদন ফি সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য পাবেন।

৭) আবেদনের সময়সীমা

ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন কতদিন পর্যন্ত চলবে তার তথ্য রয়েছে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি ওয়েবসাইটে ভিজিট করে নির্দিষ্ট সময়সীমা জেনে নেবেন। সময়সীমার মধ্যেই আবেদন জমা করতে হবে।

৮) নিয়োগ প্রক্রিয়া

ডাক বিভাগের নিয়োগ বেশ কিছু ধাপে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। আপাতত নির্বাচন হবে তিনটি স্তরে। প্রথমে হবেন লিখিত পরীক্ষা। মেধাতালিকা প্রকাশ হওয়ার পর যারা নির্বাচিত হবেন তাঁরা ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। সবশেষে যোগ্য প্রার্থীদের বেছে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। যদি আপনি এই নিয়োগ সম্পর্কে আরো জানতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।