Post Office Recruitment – পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি।

আবারও একটি চাকরির ঘোষণা করা হল (Post Office Recruitment). এবার নিয়োগ করা হবে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে। মাধ্যমিক পাশের যেকোনো ব্যক্তি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখন যেকোনো রাজ্যে মাধ্যমিক পাশের সংখ্যা খুব বেশি সুতরাং অনেক সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। যেসকল চাকরি প্রার্থী এতদিন একটি ভালো মাইনের সরকারি চাকরির আশা করছিলেন তারা নির্দ্বিধায় এই কাজের জন্য আবেদন জানাতে পারেন। এই পদটির নাম হল নন গেজেটেড স্টাফ কার ড্রাইভার।

Post Office Recruitment apply offline

নন গেজেটেড স্টাফ কার ড্রাইভার হল একটি গ্রুপ-ডি র‍্যাঙ্কের পোস্ট। Post Office Recruitment এ আবেদন প্রার্থীকে প্রাপ্ত বয়স্ক হতে হবে অর্থাৎ তার বয়স 18 থেকে শুরু করে 27 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন যোগ্য। সাধারণ সম্প্রদায়ের ক্ষেত্রে এই বয়স সীমা থাকছে 18 থেকে 30 বছর এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির ক্ষেত্রে এই বয়স সীমা দুবছর বেড়ে হয়েছে 18 থেকে 32 অব্দি। পোস্টে আবেদনের জন্য আপনাকে নুনতম মাধ্যমিক পাশ হতে হবে অবশ্যই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

পোস্ট অফিসের মাধ্যমে ব্যবসা শুরু করতে চান! আজই আবেদন করুন।

পোস্টটি যেহেতু কার ড্রাইভারের তাই কর্মীকে চার চাকার গাড়ি চালানো জানতে হবে এবং শারিরিক ও মানসিক ভাবে সুস্থ এবং ফিট থাকতে হবে। অসুস্থ ব্যক্তির দ্বারা ড্রাইভিং করা সম্ভব নয় এতে দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে। প্রার্থীর গাড়ি সম্পর্কে সাধারণ ধারনা থাকতে হবে ও তা ঠিক করার মতো ক্ষমতার অধিপতি হতে হবে। হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ার হিসেবে পূর্বে কাজ করে থাকলে দ্রুত অগ্রাধিকার পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি
১) Post Office Recruitment এ আবেদনের জন্য আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলড করে নিতে হবে।
২) নিম্নে উল্লিখিত ডকুমেন্টসগুলি এক কপি করে জেরক্স করে তাতে সাইন করে নিতে হবে।
৩) প্রতিটি জেরক্স এর উপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করুন।
৪) এর পর ফর্মটি, ফর্মের মূল্য একটি খামে ভরুন এবং খামের অপরে পদের নাম লিখে সঠিক ঠিকানায় গিয়ে জমা দিতে হবে।

 নতুন করে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) লাগছে আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। আইডি প্রুফের জন্য আপনি প্যান কার্ড, ভোটের কার্ড ও আধার কার্ড ব্যবহার করতে পারবেন।
২) ড্রাইভিং লাইসেন্স এর সার্টিফিকেট।
৩) মাধ্যমিক পরীক্ষার আডমিট কার্ড।
৪) পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ।

Leave a Comment