বর্তমানে মানুষ রোজগারের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি সচেতন। একটু একটু করে টাকা বিনিয়োগ করে সবাই চায় ভবিষ্যতের জন্য আমানত গড়ে তুলতে (Post Office Savings Account)। কিন্তু টাকা জমানোর সরকারি এবং বেসরকারি উভয় স্কিম বাজারে চালু থাকলেও মোটামুটি সবাই চান একটি নির্ভরযোগ্য জায়গায় নিজেদের জন্য সঞ্চয় গড়ে তুলতে (Post Office Savings Account)।
আর নির্ভরযোগ্য তালিকায় নাম আসে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের (Post Office Savings Account)। যেখানে টাকা জমানোর কিছু নিয়ম আছে, আবার বিপুল লাভও আছে (Post Office Savings Account) তাহলে আসুন জেনে নেওয়া যাক পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (Post Office Savings Account) ওপেন করার জন্য কি কি করতে হবে, আপনি কোন কোন সুবিধা পেতে পারেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য (Post Office Savings Account) আলোচনা করা হলো। আপনারও যদি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন (Post Office Savings Account)।
Post Office Savings Account 2024
টাকা বিনিয়োগের জন্য বর্তমানে নানান ধরনের কৌশল রয়েছে। অল্প সময়ে টাকা দ্বিগুণ করার উপায়ও বর্তমান। তবে সেখানে রিস্কও রয়েছে। আপনার উপার্জনের টাকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই টাকা বিনিয়োগের আগে অবশ্যই বিচক্ষণতার প্রয়োজন।
তা না হলে টাকা বিনিয়োগ করে ভালো লাভ পাবেন না। আপনার জমানো টাকা আপনার ভবিষ্যৎ। তাই অর্থ সঠিক প্রকল্পে সঠিক জায়গায় জমা করাই শ্রেয় (Post Office Savings Scheme)। যেহেতু আজকে পোস্ট অফিস সেভিংস একাউন্ট নিয়ে আলোচনা হচ্ছে (Post Office Savings Account), সেখানে আপনি কি কি সুবিধা পেতে পারেন সেই বিষয়ে কিন্তু জানতে হবে। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ও পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট।
ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কমবেশি সবারই একটি করে টাকা জমানোর একাউন্ট থাকে। এই একাউন্টে অর্থ ধীরে ধীরে জমা করা যায়। আবার প্রয়োজন মতো তুলেও নেওয়া যায়। যদিও বেশ কিছু নিয়ম মানতে হয়। প্রতিটি ব্যাংকেই সেভিংস একাউন্ট ওপেন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, সেভিংস একাউন্ট-এর ওপর নির্দিষ্ট সুদের হার থাকে।
তবে যারা জমাকৃত অর্থের ওপর বেশি সুদ চান, তাঁরা পোস্ট অফিস সেভিংস একাউন্টে টাকা জমা করতে পারেন। এখানে সুদের হার অন্য ব্যাংকগুলি তুলনায় অপেক্ষাকৃত বেশি। পাশাপাশি বিপুল সুবিধা মেলে। আসুন এবার একনজরে জেনে নেওয়া যাক যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের কি কি সুবিধা দেয়।
পোস্ট অফিস সেভিংস একাউন্টের সুদের হার
প্রথম থেকেই বলা হচ্ছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের অধিক সুদের সুবিধা প্রদান করে। আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন আসছে যদি আপনিও পোস্ট অফিসের সেভিংস একাউন্টে নিজের আমানত গড়ে তুলতে চান সেক্ষেত্রে সেই জমাকৃত অর্থের ওপর কত টাকার সুদ পাবেন।টাকা রাখার আগে আপনার অবশ্যই জানা জরুরি যে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে বর্তমানে কত সুদ দিচ্ছে। গ্রাহকরা জেনে নিন পোস্ট অফিস সেভিংস একাউন্টে বর্তমানে ৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
পোস্ট অফিস সেভিংস একাউন্টের সুবিধা
পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে আপনি এমন কিছু সুবিধা পাবেন, যা অন্যান্য ব্যাংকের সেভিংস একাউন্ট থেকে পাবেন না। অতএব আপনার জন্য কোনটা লাভজনক সেটি জানবেন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত সুবিধাগুলি জানার পর। আসুন তাহলে সংশ্লিষ্ট বিষয় জানা যাক।
- ১) পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকের চাইতে অধিক সুদ প্রদান করে। একজন গ্রাহকের কাছে সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
- ২) পোস্ট অফিস সেভিংস একাউন্ট চালানোর জন্য ন্যূনতম মেনটেনেন্স চার্জ ছাড়া মাত্র ৫০০ টাকা।
- ৩) পোস্ট অফিসে সেভিংস একাউন্ট রাখতে গেলে আপনি সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারেন, আপনি পরবর্তীতে চাইলে নমিনির ডিটেলস পরিবর্তনও করতে পারেন।
- ৪) পোস্ট অফিসের সেভিংস একাউন্ট গ্রাহককে ট্যাক্স ছাড়ের সুবিধা দেয়।
- ৫) পোস্ট অফিসের সেভিংস একাউন্টের সঙ্গে গ্রাহক বিনামূল্যে চেকবুক নিতে পারবেন।
- ৬) প্রতিবছর মাত্র ১২৫+GST দিয়ে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ডের সুবিধা পাবেন।
- ৭) পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের নিয়ম হলো একজন ব্যক্তি এখানে শুধুমাত্র একটি একাউন্ট খুলতে পারবেন।
- ৮) সন্তান যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে অভিভাবক অথবা পিতা-মাতা তাঁর জন্য পোস্ট অফিসে সেভিংস একাউন্ট খুলতে পারে।
- ৯) গ্রাহক যদি ঠিকানার পরিবর্তন করেন তাহলে খুব সহজেই এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নিজের অ্যাকাউন্টটি স্থানান্তর করতে পারবেন।
- ১০) পোস্ট অফিসের সেভিংস একাউন্ট থাকলে আপনি খুব সহজেই মোবাইল ব্যাঙ্কিং ও আধার Seeding এর সুবিধাও পেয়ে যাবেন।
- ১১) এছাড়া যে বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে, তা হলো পোস্ট অফিসের অন্যান্য স্কিমে বিনিয়োগ করতে হলে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদনের সুবিধা পেয়ে যাবেন।