কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করবেন বলে ভাবছেন? কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে কোথায় বিনিয়োগ করবেন? তাহলে Post Office Savings Scheme গুলি দেখছেন না কেন? আজ আপানদের পোস্ট অফিসের ৮টি দুর্দান্ত বিনিয়োগ স্কিম নিয়ে জানাবো। যেখানে বিনিয়োগ করলে আপানার কন্যার ভবিষ্যৎ তথা কন্যার উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিবাহ নিয়ে ভাবতে হবে না। চলুন তাহলে এই প্রতিবেদন থেকে পোস্ট অফিসের ৮টি স্কিম সম্পর্কে জেনে নিন।
Post Office Savings Scheme
১) পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টঃ
কন্যা সন্তানের জন্য টাকা সঞ্চয়ের ভালো উপায় পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (Post Office Savings Scheme). এখানে ৫০০ টাকা দিয়ে খাতা খোলা যায়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো সময় এখানে টাকা ফেলতে ও তুলতে পারবেন। বর্তমানে এখানে ৪ শতাংশ হার সুদ পাওয়া যাচ্ছে।
২) রেকারিং ডিপোজিটঃ
কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে টাকা সঞ্চয়ের আরও একটি উপায় হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট। এখানে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এখানে প্রতি মাসে সর্বনিম্ন ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যাবে। এই স্কিমের মেয়াদ ৫ বছর।
৩) পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টঃ
এই স্কিমটিও বিনিয়গের জন্য সেরা। এখানে মাত্র ১০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। এই স্কিমের মেয়াদ ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর। এখানে মেয়াদ অনুযায়ী ৬.৯০ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। (Post Office Savings Scheme)
৪) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটঃ
পোস্ট অফিসের আরও একটি দুর্দান্ত বিনিয়োগ স্কিম হল NSC স্কিম। এই স্কিম থেকে বর্তমানে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই স্কিমের মেয়াদ ৫ বছর। মাত্র ১০০০ টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। বিশেষ বিষয় হল এই স্কিমে বিনিয়োগ করলে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।
৫) পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমঃ
এই স্কিমে এককালীন বিনিয়োগ করে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করা সম্ভব। বিনিয়গের এক বছর পর থেকেই টাকা পেতে শুরু করবেন। এখানে ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। এই স্কিম থেকে ৬.৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। (Post Office Savings Scheme)
প্রধানমন্ত্রী মোদি-র নতুন প্রকল্পের ঘোষণা, কমাবে বিদ্যুৎ বিল! কারা কীভাবে আবেদন করবেন? জানুন।
৬) কিষান বিকাশ পত্রঃ
এটি পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যেখানে আপনি টাকা বিনিয়োগ করে আপানর কন্যার ভবিষ্যৎ সুন্দর করে তুলতে পারেন। বর্তমানে এই স্কিম থকে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই স্কিমেও সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন।
৭) পাবলিক প্রভিডেন্ট ফান্ডঃ
কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আরও একটি দুর্দান্ত বিনিয়োগ স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিমে বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। মিনিমাম ৫০০ টাকা দিয়ে এখনে বিনিয়োগ শুরু করতে পারবেন। এখনে টাকা ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়।
এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।
৮) সুকন্যা সমৃদ্ধি যোজনাঃ
সবশেষে বলবো SSY স্কিমের কথা। যে স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কিমে ১০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বিনিয়োগের উপর ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হয়। কন্যা সন্তানের ২১ বছর বয়স হওয়ার পর এই স্কিমের ম্যাচুরিটি হয়। এই স্কিমে বিনিয়োগ করলে আপনার কন্যার উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিবহ নিয়ে আর ভাবতে হবে না।