SCSS Scheme – বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে, প্রতি মাসে আয় হবে 20 হাজারের বেশি।

ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য বিনিয়গের থেকে ভালো কোনো উপায় নেই। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেউ সেভিংস করেন, কেউ বা বিনিয়োগ করেন। যেমন SCSS Scheme, Post office Scheme ইত্যাদিতে। এদেশে বিনিয়োগের জন্য একাধিক অপশান রয়েছে। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit). এফডি-তে অর্থ বিনিয়োগ নিরাপদ ও লাভজনক। তবে ফিক্সড ডিপোজিটের থেকেও ভালো স্কিম রয়েছে। যে স্কিমে বিনিয়োগ করলে টাকা যেমন নিরাপদ থাকবে তেমনই পাওয়া যাবে উচ্চ হারে রিটার্ন।

SCSS Scheme

কেননা এই স্কিমে টাকা রিটার্ন করার দায়িত্ব সরকারের। এই স্কিমে বিনিয়োগ করলে প্রতিমাসে ২০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। আজ কথা বলবো পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম নিয়ে, যার নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS Scheme). পোস্ট অফিসের জনপ্রিয় স্মল সেভিংস স্কিম গুলির মধ্যে একটি। নাম শুনেই বুঝতে পারছেন, এটি মূলত দেশের প্রবীণ নাগরিকদের জন্য।

এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে টাকা একদিকে যেমন সুরক্ষিত থাকে, তেমনই এখানে বিনিয়োগ করলে উচ্চ হারে রিটার্ন পাওয়া যায়। বর্তমানে এই স্কিম থেকে উচ্চ হারে সুদ পাওয়া যাচ্ছে। অবসর জীবনের পর যাদের আয়ের কোনো উৎস থাকে না, তাদের জন্য কেন্দ্র সরকার এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS Scheme) চালু করেছে। এই স্কিম প্রবীণ নাগরিকদের অবসর জীবনকে সুরক্ষিত করে। ভারতের যে কোনো নাগরিক এই স্কিমে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে পারে।

একক কিংবা যৌথ ভাবে এখানে বিনিয়োগ করা যায়। এই স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবনের পর প্রতি মাসে আয়ের একটি পথ তৈরি হয়। বিশেষ বিষয় হল এখানে বিনিয়োগ ও রিটার্নের উপর ট্যাক্স ছাড় পাওয়া যায়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (SCSS Scheme) মেয়াদ ৫ বছর। ভারতের যে কোনো নাগরিক, যাদের বয়স ৫৫ থেকে ৬০-র মধ্যে, তারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে।

সুদের হার বাড়লো! কত দিনের জন্য কত টাকা রাখলে পাবেন ভালো রিটার্ন?

এখানে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় এবং ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা করা যাবে। আয়কর ধারা ৮০সি অনুযায়ী বিনিয়োগের উপর ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এখানে নির্ধারিত সুদ তিন মাস বাদে বাদে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। বিনিয়োগকারী SCSS অ্যাকাউন্টে নমিনি যোগ করতে পারে এবং স্কিম চলাকালীন সময়ে গ্রাহক মারা গেলে নমিনিধারীকে সমস্ত সুবিধা দেওয়া হয়।

এবার প্রশ্ন হল কীভাবে এই স্কিমে বিনিয়োগ করে প্রতি মাসে ২০ হাজার টাকার বেশি উপার্জন করবেন? তার উত্তরে বলি, এই স্কিম থেকে বর্তমানে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এবার এই সুদের হারে যদি আপনি এই স্কিমে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তবে মেয়াদ শেষে আপনি পাবেন ৪২.৩০ লাখ টাকা। যার মধ্যে সুদের পরিমান ১২.৩০ লাখ টাকা।

এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।

পাঁচ বছরে এই টাকা আপনি পাচ্ছেন। অর্থাৎ বার্ষিক হিসাবে দেখলে আপনি প্রতি বছর ২ লাখ ৪৬ হাজার টাকা পাচ্ছেন। মাসে হিসাব করলে তা দাঁড়াবে ২০ হাজার ৫০০ টাকা। এই ভাবে SCSS Schemeবিনিয়োগ করে প্রতি মাসে ২০ হাজার টাকার বেশি উপার্জন করতে পারবেন।

Scroll to Top