প্রভিডেন্ট ফান্ড বা PPF Account হল এমন একটি ফান্ড যেখান থেকে ব্যক্তি তার অবসর কালে এককালীন টাকা পায় বা মাসে মাসে টাকা পায়। এর ফলে অবসরের পর বৃদ্ধ বয়সেও তার অর্থের একটি সংস্থান তৈরি হয় বৃদ্ধ বয়সে তাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার জন্য চিন্তা করতে হয়না। এমন সুরক্ষিত ভবিষ্যৎ কে না চায় বলুন? তাই এখন অনেকেই প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করছেন। সরকারী কর্মচারীদের প্রত্যেকের জন্য একটি করে Employee’s Provident Fund অ্যাকাউন্ট বরাদ্দ থাকে যেটা কিনা তাদের অফিস থেকেই করে দেওয়া হয় সুতরাং তাদের চিন্তার কন বিষয় থাকছেনা।
SBI PPF Account Opening
তবে যাদের PPF Account নেই তারা কী এই সুবিধা পাবেন না? এমনটা তো হতে পারেনা। তাই তাদের জন্য আছে Public Provident Fund. যেকোনো ব্যাংক পোস্ট অফিস বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি এই অ্যাকাউন্টের সুবিধা পেতে পারেন। তবে আপনি যদি এখন এই ধরনের অ্যাকাউন্ট না খুলে থাকেন তবে আজই খুলুন। এর মাধ্যমে আপনারা পাবেন দুর্দান্ত সুবিধা।
এবার রবিবারেও খোলা থাকছে ব্যাংক! পরিবর্তে কোন দিন বন্ধ থাকছে জেনে নিন।
Public Provident Fund হল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। Public Provident Fund এ আপনি সবথেকে বেশি পঁচিশ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এর ফলে আপনি পরবর্তীতে সুদসহ একটি বিশাল অংকের টাকা পাবেন। 7.1 শতাংশ হারে সরকার এই PPF ফান্ডের ওপর সুদ প্রদান করে থাকে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে আপনি এক কোটি টাকার বেশি এখানে বিনিয়োগ করতে পারবেন না।
এখন সবথেকে প্রচলিত PPF Account এর ওপর দেশের সর্ববৃহৎ সরকারী ব্যাংক কোনো সুবিধা প্রদান করবেনা তা হতে পারেনা। দেশের সর্ববৃহৎ সরকারী ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আস্তে আস্তে তাদের বেশির ভাগ কাজই অনলাইনে নিয়ে গেছে, এতে একাংশের সুবিধাই হয়েছে। তারা অনলাইনে তাদের লেনদেন সহ ব্যালেন্স অ্যামাউন্ট জানতে পারছে। এখন PPF অ্যাকাউন্টের সুবিধাও আপনারা অনলাইনে পেয়ে যাবেন।
স্টেট ব্যাংকের এই সুবিধা পেতে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে স্টেট ব্যাংকে। সেই সেভিংস অ্যাকাউন্টটি অবশ্যই KYC করা থাকতে হবে তবেই আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা যারা এই ফান্ড খুলতে ইচ্ছুক বা খোলার কথা ভাবছেন তারা আজকের প্রতিবেদন মাধ্যমে জেনে নিন অনলাইনে কীভাবে আপনারা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলবেন।
নতুন করে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ।
PPF Account খোলার পদ্ধতি
SBI এর অনলাইন অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে।
এর পর অনুরোধ বা অনুসন্ধান বিকল্পটি বেছে নিন।
ড্রপ ডাউন থেকে PPF এ কিল্ক করুন।
এখন আপনাকে ব্যাঙ্ক শাখায় কোডটি পূরণ করতে হবে যেখানে আপনাকে আপনার পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে।
পরবর্তীতে আপনাকে সমস্ত ব্ল্যাংক গুলি ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিতে হবে, এবং এটি ডাউনলড করে নিতে হবে।
ফর্মটি ডাউনলোড করার পরে এক মাসের মধ্যে ব্যাঙ্কে KYC করার প্রক্রিয়া করুন।